বিডিস্টলে কি কি বিক্রি করতে পারবেন
বিডিস্টলের মাধ্যমে আপনি বাংলাদেশ সরকার কর্তৃক বৈধ অনুমোদিত সকল পন্যই বিক্রি করতে পারবেন।
কোন স্টলের কেমন সুবিধা
পারসোনাল স্টল
পারসোনাল স্টলে শুধুমাত্র আপনার নিজের ব্যবহৃত আইটেম পোস্ট করতে পারবেন। কোন চার্জ লাগবে না।
বিজনেস স্টল
মাসিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে যত খুশি বিক্রি করুন। গ্রাহক বৃদ্ধির পাশাপাশি আপনি সরাসরি গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারবেন।
কমিশন স্টল
শুধু বিক্রি হলেই নির্দিষ্ট পরিমান কমিশন প্রদান করতে হবে। বিক্রেতা হিসাবে আপনি গ্রাহকদের কাছে পণ্য সরবরাহ এবং পেমেন্ট সংগ্রহ করবেন।
বিক্রেতা হিসাবে লাভ কেমন হবে
বিডিস্টলের লক্ষ্য হলো ক্রেতাদের উন্নত সেবা প্রদান করা যাতে তারা সস্তায় পণ্য কিনতে পারেন। তাই বিডিস্টল বিক্রেতাদের কাছ থেকে বাংলাদেশের সবচেয়ে কম সার্ভিস চার্জ গ্রহণ করে। এই সার্ভিস চার্জ এর ভিতর সব ধরনের সুবিধা দিয়ে থাকে। তাই প্রোডাক্ট প্রোমোশনের জন্য আলাদা কোন টাকা খরচ করতে হয় না। আপনি যদি বিডিস্টলের সাথে একমত হন তবে আপনার বিক্রয় বৃদ্ধি পাবে। তবে, সামগ্রিকভাবে আপনি শেষ পর্যন্ত লাভবান হবেন ইনশাআল্লাহ। অনেক বিক্রেতা বিডিস্টলের সাথে ১০ বছর এর অধিক পর্যন্ত তাদের পন্যগুলো বিক্রি করে যাচ্ছেন। বিডিস্টলে অধিকাংশই প্রকৃত ক্রেতা তাই বিক্রির হার বেশি।
সব বিক্রেতার পণ্য কেন একই পেইজে দেখায়
বিডিস্টল ক্রেতাদের সুবিধার্থে এটি করে থাকে। ক্রেতারা সহজেই তাদের নিকটবর্তী স্টল থেকে পণ্যটি সহজেই ক্রয় করতে পারে। তেমনি পণ্যটি ক্রেতাদের কাছে সব বিক্রেতাদের সমানভাবে উপস্থাপিত করে। ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়েই লাভবান হয়ে থাকে।
একই প্রোডাক্ট কি বার বার পোস্ট করা যাবে
বিডিস্টলে প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত ধারনা ও সুবিধা বর্ণনার পরে প্রকাশ করা হয় এবং সেটি সাধারনত রিমুভ করা হয় না। তবে প্রোডাক্টের স্টক শেষ হয়ে গেলে সেটি সোন্ড আউট করে অন্য একটি পন্য প্রদর্শন করা যায়। আবার বিক্রেতা চাইলেই পরবর্তিতে তাদের সোন্ড আউট পন্যগুলি স্টক-ইন দেখিয়ে প্রদর্শন করতে পারেন। ফলে একই প্রোডাক্ট বার বার পোস্ট করার প্রয়োজন নেই। এতে বিক্রেতাদের কাজ খুব সহজ হয়ে যায়।
প্রোডাক্ট পোস্টের লিমিট কত
স্টল চার্জের উপর ভিত্তি করে প্রোডাক্ট লিমিট ২৫ থেকে শুরু করে যেকোন লিমিট পর্যন্ত রয়েছে। তবে পার্সোনাল স্টলে একসাথে সর্বোচ্চ ১টি নিজের ব্যবহৃত প্রোডাক্ট কোন ফি ছাড়াই পোস্ট করা যাবে।
ক্যাটাগরি রেস্ট্রিকশন থাকার কারণ কি
সাধারনত যারা ইলেক্ট্রিক আইটেম নিয়ে কাজ করেন তারা ফার্নিচার নিয়ে কাজ করেন না। বিডিস্টল বিক্রেতাদের সুবিধার্থে বিভাগগুলি সাজিয়েছে। এতে ক্রেতারা তাদের প্রোডাক্টের জন্য যেমন জেনুইন বিক্রেতাকে সহজেই খুঁজে পাচ্ছে তেমনি জেনুইন বিক্রেতারাও লাভবান হচ্ছে।
কোনো ফ্রি-সার্ভিস অথবা ট্রায়াল পিরিয়ড আছে কি
বিডিস্টল বিক্রেতাদের বিভিন্ন ছাড় ও সুবিধা দিয়ে থাকে। বিডিস্টলে প্রথম স্টল ওপেন করলে বিক্রেতা যদি মিনিমাম ২ মাসের টাকা একসাথে পেমেন্ট করে তাহলে ১ মাস ফ্রি দিয়ে থাকে। এছাড়া ৬ মাস ও ১২ মাসের প্যাকেজে মোট টাকার উপর যথাক্রমে ১০% ও ২০% ছাড় দিয়ে থাকে। এছাড়া ঢাকা সিটির বাইরের স্টলের জন্য উপরোক্ত সুবিধা ছাড়াও অতিরিক্ত ৫০% ছাড় আছে।