Md.Sydur Rahman | 27 May 2024 01.53 PM
মোটামুটি ৪ মাস পর রিভিউ দিচ্ছি,প্যাকেজিং ভালো ছিলো। পন্যটি পেয়ে সেটাপ করি, কথা এবং কাজে ১০০% মিল আছে,ব্যাবহার করাও সহজ, আলহামদুলিল্লাহ পন্যটি অত্যান্ত ভালো,নিজের এবং পরিবারের নিরাপত্তার কথা ভেবে পন্যটির অর্ডার কনফার্ম করার পর থেকে মনে একটা সন্দেহ কাজ করতে ছিলো যে,পন্যটি কি কাজ করবে? না কষ্টের টাকা গুলা নস্ট হবে না আলহাদুলিল্লাহ পণ্যটি হাতে পেয়ে সিলিন্ডারের সাথে সেটাপ করি (পন্যটি সেটাপে সেলার ভাই ভিডিও কলে সহযোগিতা করেছেন) তারপর আমি পাইপ লিক করে চেক করেছিলাম ঠিকঠাকভাবে কাজ করেছে এবং মিটার রিডিং ও ভালো। পন্যের সাথে একটি ব্যাবহার নির্দেশিকা ছিলো যা আমাকে সহযোগিতা করেছিলো,এবং পন্যের সাথে একটি Thank you letter ছিলো যা আমার মন জুড়ে নিয়েছে, তাই একটু সময় নিয়ে এই রিভিউ দিচ্ছি,সেলার এবং Bd Stall কে অনেক- অনেক ধন্যবাদ, এরকম অত্যান্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস বিক্রি করার জন্য এবং পণ্যটি সেটাপে সহযোগিতা করার জন্য, বাংলাদেশের প্রত্যেকে বাসা-বাড়িতে এই গ্যাস সেইফটি রেগুলেটর ডিভাইস লাগানো উচিত। আপনারা কেউ কিনতে চাইলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে কিনতে পারেন। Highly recommended ❤️