আইটেম | মোবাইল ফোন |
---|---|
মডেল | ✅ Redmi Note 3 |
ব্রান্ড | শাওমি |
মোবাইলের ধরন | Smartphone |
জিএসএম / সিডিএমএ | GSM 850/900/1800/1900 |
নেটওয়ার্ক | 3G / 4G |
সিম | Dual SIM |
ডিসপ্লে | 5.5 Inch, 1080 x 1920 Pixels |
শব্দ | 3.5mm Jack, 24-bit/ 192kHz Audio, Active Noise Cancellation with Dedicated Mic |
রেম | 3 GB |
ভেতরের মেমরি | 32 GB |
বাহিরেরের মেমরি | Expended Upto 256GB |
সিপিইউ | MT6795 Helio X10 Hexa Core 1.4GHz |
জিপিইউ | PowerVR G6200 |
জিপিআরএস / এজ | Yes |
ওয়ারলেস ল্যান | Wi-Fi 802.11 a/b/g/n/ac, Dual-Band |
ব্লুটুথ | Yes, v4.1 |
ইউএসবি | MicroUSB 2.0 |
ক্যামেরা | 16 MP |
সামনের ক্যামেরা | 5 MP |
ভিডিও | 1080p |
অপারেটিং সিস্টেম | Android OS, v5.1 Lollipop |
জিপিএস | Yes, with A-GPS, GLONASS, BDS |
সেন্সর | Fingerprint, Accelerometer, Gyro, Proximity, Compass |
এফএম রেডিও | Yes |
ব্যাটারির ক্ষমতা | 4000 mAH |
ব্যাটারির ধরন | Fixed |
অন্যান্য বৈশিষ্ট্য | Attractive Gold Polish |
ওজন | 164 g |
শাওমি রেডমি নোট ৩ এ হেক্সা-কোর কোয়্যালকম স্ন্যাপড্রাগন ৬৫০ প্রসেসর, ৩২ জিবি রেডমি নোট ৩ অভ্যন্তরীণ স্টোরেজ, ৫.৫ ইঞ্চি ডিসপ্লে, ৩ জিবি র্যাম, ১৬ এমপি রিয়ার এবং ৫ এমপি ফ্রন্ট ক্যামেরা, ডুয়াল সিম, ব্লুটুথ, ফুল এইচডি ভিডিও, মাইক্রোএসডি কার্ড এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়েছে।
শাওমি ব্র্যান্ডের অন্যতম স্মার্ট ফোন হল রেডমি নোট ৩। এটি বাংলাদেশের বাজারে সর্বপ্রথম প্রকাশ করে ২০১৬ সালের মার্চের দিকে। এই ফোনটিতে ১০৮০পি রেজ্যুলেশনের ৫.৫ ইঞ্চি ডিস্প্লের সাথে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা আছে।
ডিসপ্লেঃ
শাওমি রেডমি নোট-৩ তে ডিসপ্লে হিসেবে আছে ৫.৫ ইঞ্চির আইপিএস এলসিডি। ডিসপ্লে থেকে বডির অনুপাত ৭২.৪% এবং এর ঘনত্ব ৪০৩পিপিআই। স্ক্রিনটিতে টাচ সেনসিটিভিটি থাকায় দ্রুত কাজ করে। ব্রাইটনেস ও কনট্রাস্ট সবকিছুই অসাধারণ। এ স্মার্ট ফোনের ডিসপ্লে রেজ্যুলেশন তুলনামূলক ভালো হওয়ায় ছবি বা ভিডিও পরিষ্কারভাবে দেখা যায়।
ক্যামেরাঃ
শাওমি রেডমি নোট৩ ফোনে মূল ক্যামেরায় রয়েছে ১৩ মেগাপিক্সেল ও সেলফি ক্যামেরায় রয়েছে সেন্সর যুক্ত ৫ মেগাপিক্সেলের ক্যামেরা। এই দুই ক্যামেরা দিয়েই ফুল এইচডি ১০৮০পি রেজ্যুলেশনের ভিডিও করা যাবে। রাতের অন্ধকারে ছবি বা ভিডিও করার জন্য ব্যাক ক্যামেরার সাথে রয়েছে ডুয়েল এলিডি টোন ফ্ল্যাশ লাইট। যা সাধারণ ব্যবহারকারীর জন্য উপযুক্ত।
অপারেটিং সিস্টেমঃ
শাওমির নিজস্ব এমআইইউআই এন্ড্রয়েড ৫.০ ললিপপ অপারেটিং সিস্টেম এবং ৬.০.১ মার্শম্যালো ও এমআইইউআই ৯.৫ এ আপগ্রেডযোগ্য। চিপসেটে থাকছে কোয়ালকম এমএসএম ৮৯৫৬ স্ন্যাপড্রাগন ৬৫০ ভিত্তিক প্রসেসর ব্যবহৃত হয়েছে। যার কারণে ইউজার ইন্টারফেস পারফরম্যান্স খুবই চমৎকার।
র্যাম ও রমঃ
শাওমি রেডমি নোট ৩ স্মার্টফোনটি বাজারে ২টি ভ্যারিয়েশন পাওয়া যায়। একটি হল ২জিবি র্যামের সাথে ১৬ জিবি স্টোরেজ ও অন্যটি হল ৩জিবি র্যামের সাথে ৩২ জিবি স্টোরেজে। মেমরি স্লট না থাকায় আলাদা ভাবে কোন মেমরি কার্ড ব্যবহার করা যায় না।
সেন্সরঃ
শাওমি রেডমি নোট ৩ স্মার্টফোনের অন্যতম একটি বৈশিষ্ট্য হল একেধিক স্টান্ডার্ড সেন্সর। ফোনের ব্যাক ক্যামেরার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে যা মাত্র ০.৩ সেকেন্ডে আনলক করতে পারে। এছাড়াও অ্যাক্সিলোমিটার, গাইরো, প্রক্সিমিটি, কম্পাস সেন্সর ও যুক্ত করা আছে এই স্মার্টফোনে।
ক্লাউডঃ
শাওমি ফোনের এক নতুন্ত্ব হচ্ছে এই শাওমি ক্লাউড, যা আগের মডেলের ফোনের সাথে নেই। এর সাহায্যে ৫ জিবি পর্যন্ত ফোনবুক ফ্রী সিনক্রোনাইজ করে রাখা যাবে।
ব্যাটারিঃ
এই ফোনের ব্যাটারি ব্যাকআপ এক কথায় অসাধারণ। সবসময় ডেটা চালু রেখেও চার থেকে ৫ ঘন্টা ব্রাউজিং করা যাবে অনায়াসে। চার্জারের সাহায্যে ব্যাটারি চার্জ ফুল হতে ফোনটির সময় লাগে মাত্র দেড় থেকে দুই ঘন্টা।