Tengra fish are sold as kg according to size
টেংরা ছোট একটি মাছ। দেহ প্রায় গোলাকার। মুখের সম্মুখে গোঁফ আছে। এদের দেহে আঁইশ নেই তবে দেহ বেশ পিচ্ছিল। টেংরা ছোট একটি মাছ। দেহ প্রায় গোলাকার। মুখের সম্মুখে গোঁফ আছে। এদের দেহে আঁইশ নেই তবে দেহ বেশ পিচ্ছিল। টেংরা মাছ খুবই সুস্বাদু মাছ। আমাদের দেশে অনেক ভাবে রান্না হয়ে থাকে এই মাছ যেমনঃ ডাটা দিয়ে তৈরি মাছ, টেংরা মাছের দোপিয়াজা, টেংরা মাছের তরকারি, টেংরা মাছের ঝোল আরও অনেক খাবার।