আইটেম | আম |
---|
এই আমসত্ত্ব সরাসরি মিষ্টি আম থেকে তৈরি। মিষ্টি আম থেকে তৈরি হওয়ায় আর এক্সটা কোন চিনি ব্যাবহার করার প্রয়োজন হয় না। এই আমসত্ত্ব তৈরিতে কোন প্রকার কেমিকেল ও কোন প্রকার রং ব্যাবহার করা হয়নি। মোহনীয় সুগন্ধে পরিপূর্ন ও মিষ্টি আমের আসল স্বাদে ভরা। ন্যূনতম ১কেজি আমসত্ত্ব অর্ডার করতে হবে।