The Mani fish of the haor is priced in kg.
সিলেট অঞ্চলে এই মাছটিকে ‘ভেদা মাছ’ বলা হয়। খাটি বাংলায় বলা হয় ‘মেনি মাছ’। কোনো কোনো অঞ্চলে এর মাছকে আবার ‘নন্দই’ বা ‘রয়না’ নামেও ডাকা হয়। একসময়ে আমাদের দেশের বিভিন্ন হাওর ও নদীতে এর দেখা মিলতো প্রচুর। তবে বর্তমানে এদের দেখা মিলে কম। এই মাছ খেতে খুবই সুস্বাদু। এদের সর্বোচ্চ দৈর্ঘ্য প্রায় ১৮ সেন্টিমিটার।