Kajali fish is sold as per kg
কাজলি একটি স্বাদু বা মিঠা পানির মাছ। এরা আকারে ছোট ধরণের চ্যাপ্টা মাছ যার দৈঘ্য প্রায় ১০ সেন্টিমিটার। দেখতে অনেকটা বাঁশ পাতার মতো। তাই কিছু কিছু অঞ্চলে এদের বাঁশ পাতা মাছ ও বলা হয়। এই মাছ মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দেশে কাজলি মাছ অনেক ভাবে রান্না করা হয়ে থাকে যেমনঃ কাজলি মাছের চড়চড়ি, কাজলী মাছের তেল ঝোল, কাজলি মাছের কারি আরও অনেক রকম খাবার যার স্বাদ সত্যিই অসাধারণ।