বাংলাদেশে চাপিলা মাছ এর সর্বনিম্ন মূল্য মাত্র ৪৫০ টাকা। বিডিস্টলে কম দামে কিনতে অর্ডার করুন। বর্তমানে 0 জন বিক্রেতা আছে।
বর্ণনা
চপিলা মাছ আকারে মাঝারি প্রকৃতির যা স্বাদু পানিতে পাওয়া যায়। এটির স্বাদে অনেক মজার। এই মাছটি দেখতে রুপালি রঙের এবং ঘাড়ের উপরে লম্বালম্বিভাবে কালো দাগ থাকে। সহজলভ্যতার কারনে এই মাছ সকলের কাছে অনেক জনপ্রিয়।