বাংলাদেশে ক্যানন EOS 1300D এর সর্বনিম্ন মূল্য মাত্র ১৪,৯০০ টাকা। বিডিস্টলে কম দামে Dhaka থেকে কিনতে অর্ডার করুন। বর্তমানে 3 জন বিক্রেতা আছে।
আইটেম | ডিএসএলআর |
---|---|
মডেল | ✅ EOS 1300D |
ব্রান্ড | ক্যানন |
ক্যামেরা টাইপ | DSLR |
ছবির সেন্সর | 18 MP CMOS Sensor |
লেন্স | EF-S 18-55mm f/3.5-5.6 IS II Lens |
ভিউফাইন্ডারের প্রকার | Optical |
স্ক্রীনের ধরন | 3" LCD |
ভিউফাইন্ডার এবং মনিটর | Optical |
ফ্ল্যাশ | Auto |
অটো ফোকাস | Yes |
ভিডিওর বৈশিষ্ট্য | Full HD 1080p |
স্থির চিত্রের বৈশিষ্ট্য | JPEG |
অ্যাপারচার এবং এক্সপোজার | Yes |
আইএসও | Great Low Light Shots 6400 |
শাটার | 30-1/ 4000 Sec |
প্রসেসর | DIGIC 4+ |
ধারণক্ষমতা | SD, SDHC, SDXC |
ইন্টারফেস | USB 2.0 |
ওয়্যারলেস | Wi-Fi with NFC |
বক্স অন্তর্ভুক্ত | Battery, Data Cable, Charger |
ক্যানন ইওএস ১৩০০ডি ডিজিটাল এসএলআর ক্যামেরাটিতে ১৮ মেগাপিক্সেল সিএমওএস সেন্সর, বিল্ট-ইন ওয়াই-ফাই, ১৮-৫৫ মিমি লেন্স, ১০০-৬৪০০ বড় আইএসও সংবেদনশীলতা, সুন্দর ব্যাকগ্রাউন্ড ব্লার, সংযোগ স্টেশন সিএস ১০০, ফুল হাই ডেফিনিশন ১০৮০পি ভিডিও রেকর্ডিং, এবং ডিজিক প্রসেসর।
কমদামে সেরা ডিএসএলআর ক্যামেরা হলো ক্যানন ইওএস ১৩০০ ডি। এটি জাপানের বিখ্যাত প্রযুক্তি জায়েন কম্পানি প্রথম বাজারে নিয়ে আসে ২০১৬ সালের মার্চ মাসে। ক্যামেরাটিকে মূলত ক্যাননের ডি সিরিজের আগের মডেলের উত্তরসূরীও বলা চলে তবে এটিতে অনেকটুকু নতুন সংস্করণ করা হয়েছে।
১৩০০ডি তুলনামূলক অনেকটুকু হালকা। ক্যামেরাটির বডি কার্বন ফাইবার পলিকার্বোনেট দ্বারা তৈরি। বডিতে বাড়তি গ্রিপি পলেপ থাকায় হাতে ধরে রাখার সময় বেশ সুবিধা পাওয়া যায়। এছাড়াও বডিতে থাকা কন্ট্রোল বাটনগুলোও বেশ আরামদায়ক ও মজবুত।
এটি ১৮.০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা যাতে রয়েছে এপিএস-সি সিএমওএস ২২.৩ X ১৪.৯ মিলিমিটারের সেন্সর। ক্যামেরাটির সবোর্চ্চ রেজুলেশন ৫১৮৪ X ৩৪৫৬ পিক্সেল। স্কিনের ডটের সংখ্যা ৯২০.০০০ টি।
প্রাথকিকভাবে ক্যামেরাটির সঙ্গে রয়েছে ১৮-৫৫ মিলিমিটারের ও ৫৫-২৫০ মিলিমিটারের লেন্স। এছাড়াও ক্যামেরাটিতে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স হিসেবে ব্যবহার করা যাবে টোকিনা এটি-এক্স প্রো ১২-২৪ মি.মি. এফ / ৪ডিক্স ইই লেন্স এবং ওয়াইড অ্যাঙ্গেল লেন্স উইথ ফিশ-আই-ক্যারেক্টার হিসেবে ব্যবহার করা যাবে সিগ্মা এক্স-৮ মিলিমিটার এফ/৩, ৫ ডগ আই ফিশ লেন্স।
ক্যামেরাটিতে কানেক্টিভিটি হিসেবে পাবেন ইউএসবি ২.৫ এছাড়াও ওয়াই-ফাই ও এনএফসি সুবিধা পাবেন ফলে কোন ধরনের ঝামেলা ও ক্যাবল ছাড়াই ল্যাপটপ বা স্মার্টফোনে ফাইল ট্রান্সফার করতে পারবেন। ক্যামেরাটির মাইক্রোফোন এবং স্পিকারের অডিও মনো ফরমেটে সংরক্ষিত হবে।
এগুলো ছাড়াও ক্যামেরাটিতে অন্যান্য যে যে সুবিধা রয়েছে তারমধ্যে অন্যতম হলো এটি স্পেসিফিকেশনরে তুলনায় তুলনামূলক দামে সস্তা, বেশ আরামদায়কভাবে ব্যবহার করা যায় ওজনে হালকা। এছাড়াও এটিতে রয়েছে ৩ইঞ্চির একটি ফুল এইচডি ডিসপ্লে এবং ৪ ভোল্টের ৮৬০mAh এর একটি শক্তিশালী ব্যাটারি।