bdstall.com

ওয়াইফাই রিপিটারের দাম ২০২৪ & ২০২৫

আইটেম ১-১ এর ১

ওয়াইফাই রিপিটার কেনাকাটা

ওয়াফাই রিপিটার মূলত এমন একটি ডিভাইস যা রাউটার বা এক্সেস পয়েন্ট থেকে ওয়্যারলেস সিগন্যাল গ্রহণ করে নেটওয়ার্ককে প্রসারিত করে এবং দুর্বল সিগন্যাল কে পুনরায় শক্তিশালী করে প্রেরণ করে। তাছাড়া বিডিতে ওয়াইফাই রিপিটারকে রেঞ্জ এক্সটেন্ডারও বলা হয়। নেটওয়ার্ক কভারেজ এবং শক্তিশালী সিগন্যাল প্রেরণে কার্যকর ও খুবই দক্ষ হওয়ায় বর্তমানে বাংলাদেশে ওয়াইফাই রিপিটার খুবই জনপ্রিয় ডিভাইস।

বাংলাদেশে কয় ধরনের ওয়াফাই রিপিটার পাওয়া যায়?

বর্তমানে বিডিতে ওয়াফাই রিপিটার মূলত কাভারেজ রেঞ্জ, ফ্রিকোয়েন্সি, এবং নেটওয়ার্কের ট্রাফিক কন্ট্রোল উপর নির্ভর করে দুই ধরণের হয়ে থাকে।

সিংগ্যাল-ব্যান্ড রিপিটারঃ সাধারণ মানের রিপিটার এবং ২.৪ গিগাহার্জ ফ্রিকোয়েন্সিতে কাজ করে থাকে।তাছাড়া সিংগ্যাল-ব্যান্ড ওয়াইফাই রিপিটার রাউটার বা অ্যাক্সেস পয়েন্ট থেকে ওয়াইফাই সিগন্যাল গ্রহণ করে এবং একই ফ্রিকোয়েন্সিতে পুনরায় প্রেরণ করে। এই ধরনের  রিপিটার সাধারণত দামে সাশ্রয়ী হয়ে থাকে।

ডুয়েল-ব্যান্ড রিপিটারঃ ডুয়েল-ব্যান্ড রিপিটার মূলত উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং বেশি এরিয়া জুড়ে নেটওয়ার্কের কভারেজ দিয়ে থাকে। এই ধরনের রিপিটার ২.৪ এবং ৫ গিগাহার্জ উভয় ফ্রিকোয়েন্সিতে কাজ করতে সক্ষম। পাশাপাশি একটি ব্যান্ড ওয়াফাই সিগন্যাল গ্রহণ করে এবং অন্যটি সিগন্যাল প্রেরণ করতে পারে, যার ফলে নেটওয়ার্কের মধ্যে কলিশন কম হয় এবং নির্বিঘ্নে সিগন্যাল আদান প্রদান করে থাকে।

কেন ওয়াইফাই রিপিটার কিনবেন ?

বাংলাদেশে ওয়াইফাই রিপিটার ওয়্যারলেস নেটওয়ার্কের কভারেজ এবং কর্মক্ষমতা উন্নত করার জন্য একটি সুবিধাজনক এবং সাশ্রয়ী ডিভাইস। ওয়াইফাই রিপিটার ব্যবহারের কিছু সুবিধা উল্লেখ করা হলঃ

এক্সটেন্ডেড ওয়াইফাই কভারেজঃ ওয়াই-ফাই রিপিটার ওয়্যারলেস নেটওয়ার্কের পরিসরকে প্রসারিত করতে সাহায্য করতে পারে, যা ফলে সীমার বাইরে থাকা এলাকাতে ইন্টারনেটে সংযোগ করতে দেয়৷

উন্নত সিগন্যালঃ একটি রিপিটার ওয়্যারলেস নেটওয়ার্কের সিগন্যালের শক্তি বাড়াতে সাহায্য করে থাকে। ফলে ইন্টারনেট সংযোগের নির্ভরযোগ্যতা এবং গতি অনেকাংশে বৃদ্ধি পায়।

সহজ ইন্সটলেশনঃ রিপিটার ডিভাইস সাধারণত সহজেই ইনস্টল এবং সেট আপ করা যায়। তাছাড়া ওয়াইফাই রিপিটার সেট আপ করার জন্য অতিরিক্ত তার বা জটিল কনফিগারেশনের প্রয়োজন হয় না।

সাশ্রয়ীঃ ওয়াইফাই রিপিটার সাধারণত অন্যান্য নেটওয়ার্ক জনিত সমস্যার মত তার কিংবা মেইন্টেন্যান্সের প্রয়োজন হয় না। তাই নেটওয়ার্ক কভারেজ বড় পরিসরে বাড়াতে রিপিটার ব্যবহারে খরচ অনেকাংশে কম হয়।

প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেমঃ ওয়াফাই রিপিটারে প্যারেন্টাল কন্ট্রোল সিস্টেম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। যা দিয়ে মূলত নির্দিষ্ট কিছু ওয়েবসাইটের এক্সেস সীমাবদ্ধ করে দেওয়া করে যায় পাশাপাশি ব্যবহারকারীর ডিভাইসের জন্য ইন্টারনেট এক্সেস সীমিত করে দেওয়া যায়।  

এডভান্স সিকিউরিটিঃ ওয়াফাই রিপিটারে উন্নত মানের সিকিউরিটি সিস্টেম যুক্ত থাকে। ফলে গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী ডব্লিউপিএ২ এনক্রিপশন, গেস্ট নেটওয়ার্ক, অ্যাক্সেস কন্ট্রোল, ফায়ারওয়াল, বা ভিপিএন ইত্যাদির পাশপাশি ওয়্যারলেস নেটওয়ার্ককে বাহ্যিক হুমকি থেকে রক্ষা করতে সহায়তা করতে পারবে।

বাংলাদেশে ওয়াইফাই রিপিটার দাম কত?

বাংলাদেশে ওয়াইফাই রিপিটার দাম ১,২০০ টাকা থেকে শুরু যা ৩০০ এমবিপিএস স্পিড পর্যন্ত নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি সিগন্যাল রিপিটিং করতে পারে। তাছাড়া, ৩০০ এমবিপিএস স্পিড এর বেশি স্পিডের নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি সিগন্যাল রিপিটিং করার জন্য উন্নত মানের  ওয়াইফাই রিপিটার পাওয়া যায় যেগুলোর দাম কিছুটা বেশি হয়।