ওয়াইফাই অ্যাডাপ্টারের দাম ৩২০ টাকা থেকে শুরু হয় এবং ১৯,৭০০ টাকা পর্যন্ত যেতে পারে৷ ওয়াইফাই অ্যাডাপ্টারের দাম যা ওয়াইফাই রিসিভার নামেও পরিচিত তা ওয়াইফাই রিসিভারের প্ল্যাটফর্ম এবং মানের উপর নির্ভর করে। ওয়াই-ফাই অ্যাডাপ্টারগুলি সাধারণত ব্যক্তিগত কম্পিউটারের জন্য তৈরি করা হয় এবং ব্যয়বহুল কার্ডগুলি সাধারণত সার্ভার প্ল্যাটফর্মের জন্য হয়।
ওয়াইফাই অ্যাডাপ্টার কেনাকাটা
নেটওয়ার্ক ল্যান কার্ড বর্তমান সময়ে সবচেয়ে যুগোপযোগী একটি ইলেক্ট্রনিক ডিভাইস যার সাহায্যে ওয়াইফাই সুবিধা অথবা ক্যাবল নেটওয়ার্কিং সুবিধা ভোগ করা যায়। বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে নেটওয়ার্ক ল্যান কার্ড ব্যবহার হতে দেখা যায়। কম্পিউটার, ল্যাপটপ ইত্যাদি ডিভাইসকে নেটওয়ার্কে সংযোগ প্রদান করাই মূলত ল্যান কার্ডের মূল কাজ।
ওয়াই-ফাই রিসিভারের সর্বনিম্ন মূল্য কত?
ওয়াই-ফাই রিসিভারের সর্বনিম্ন মূল্য ৩২০ টাকা এবং এটি একটি পোর্টেবল ওয়াইফাই অ্যাডাপ্টার। একটি বাহ্যিক ওয়াইফাই রিসিভার হওয়ায়, এটি একটি কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি সংযোগের সাহায্যে পরিচালিত হয়।
নেটওয়ার্ক ল্যান কার্ড কত ধরণের?
নেটওয়ার্ক ল্যান কার্ড এবং ওয়াইফাই রিসিভার কাজের দিক থেকে একরকম হলেও ব্যবহারের ভিত্তিতে দুই রকমের। একটি হলো ইন্টার্নাল অ্যাডাপ্টার এবং এটি তারযুক্ত এবং আরেকটি হলো এক্সটার্নাল অ্যাডাপ্টার এবং এটি ওয়াইফাই এর মাধ্যমে কাজ করে।
নেটওয়ার্ক ল্যান কার্ড কীভাবে কাজ করে?
- তারযুক্ত নেটওয়ার্ক ল্যান কার্ড সাধারণত আরযে৪৫ পোর্ট দিয়ে কাজ করে এবং গেমিং এর জন্য খুব ভাল কারন ল্যাটেন্সি অনেক কম। আর দামের দিক দিয়েও এটি অনেক সাশ্রয়। বেশিরভাগ নতুন মডেলের কম্পিউটারে এটি বিল্ট-ইন থাকে। তবে পুরাতন অনেক মডেলে এই সুবিধা থাকে না বলে এটির প্রয়োজন হয়।
- ওয়াইফাই অ্যাডাপ্টার বা ওয়াইফাই রিসিভার কম্পিউটার বা ল্যাপটপে সাধারণত বেশি ব্যবহার হতে দেখা যায় কারন এতে তারের প্ৰয়োজন হয় না। অনেক কম্পিউটার বা ল্যাপটপে সরাসরি ওয়াইফাই সংযোগ থাকে না বলে ওয়াইফাই ব্যবহার করা যায় না। তবে ওয়াইফাই অ্যাডাপ্টার বা ওয়াইফাই রিসিভার ইন্টার্নাল অথবা এক্সটার্নাল ভাবে লাগিয়ে ওয়াইফাই সুবিধা পাওয়া যায় খুব সহজেই। ইন্টার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো সাধারণত পিসিতে ব্যবহৃত হয়ে থাকে। অন্যদিকে এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টারগুলো পিসি বা ল্যাপটপের একটি নির্দিষ্ট পোর্টে সংযোগ করতে হয়।
ওয়াইফাই রিসিভার কিভাবে কানেক্ট করা যায়?
ওয়াইফাই রিসিভার সাধারণত দুই ধরনের পোর্টের হয়ে থাকে এবং এগুলো দিয়ে সহজেই কানেক্ট করা যায় যেমনঃ
- ইউএসবি পোর্টের
- পিসিআই পোর্ট
ইউএসবি পোর্টের ওয়াইফাই রিসিভার গুলো বেশিরভাগ পোর্টেবল থাকে এবং পিসিআই পোর্ট বা পিসিআই এক্সপ্রেস পোর্টেরগুলো ইন্টারনাল থাকে।
ওয়াইফাই রিসিভার কি ওয়াইফাই রেঞ্জ বাড়াতে পারে?
ওয়াইফাই রিসিভার ওয়াইফাই রেঞ্জ বাড়াতে পারে বিধায় এটি আউটডোরেও অনেক সময় ব্যবহার হতে দেখা যায়। একটি রাউটারের নির্দিষ্ট রেঞ্জ থাকে এটা সকলেরই জানা কিন্তু একটি ওয়াইফাই রিসিভার রাউটারের রেঞ্জ কে আরও বাড়াতে নিজের মধ্যে অ্যান্টেনা যুক্ত করে। এই অ্যান্টেনার সাহায্যে একটি ওয়াইফফাই রিসিভার ১০ মিটার বা তারও বেশি দূর থেকে ওয়াইফাই নেটওয়ার্ক সক্রিয় রাখতে পারে।