ওয়াকিং স্টিক কেনাকাটা
বাংলাদেশ একটি জনবহুল দেশ। শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই বসবাস করছে এ দেশে। একটা সময়ে আমরা সকলেই জন্ম নিয়েছি শিশু হয়ে কিন্তু সময়ের সাথে সাথে বার্ধক্য গ্রহণ করতে হচ্ছে সবারই। যুবক বয়সে আমাদের শরীরে যে শক্তিটুকু থাকে বৃদ্ধদের সে শক্তির অর্ধেকও থাকে না বললে ভুল হবে না নিশ্চয়ই। বৃদ্ধরা এতটাই দূর্বল হয়ে যায় যে ঠিক মতো হাঁটার শক্তিটুকুও তাদের থাকে না তাই তারা হাঁটার সুবিধার্থে ব্যবহার করে ওয়াকিং স্টিক। ওয়াকিং স্টিকের সাহায্যে বৃদ্ধ বা কোনো অসুস্থ মানুষ খুব সহজে হাঁটাচলা করতে পারে। তাছাড়া বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা এবং অনেক মানুষ হয়ে যাচ্ছে সাময়িক বা চির পংগু। তাদের হাঁটার জন্য প্রয়োজন ক্রাচ। তাই বাংলাদেশে এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে।
বাংলাদেশে ওয়াকিং স্টিক বা ক্রাচের দাম কত?
বাংলাদেশে ওয়াকিং স্টিকের দাম ৫০০ টাকা এবং ক্রাচের দাম ২,০০০ থেকে শুরু যেগুলো বৃদ্ধ লোক ও পংগু লোকের জন্য আদর্শ। তাছাড়া ওয়াকিং স্টিক বা ক্রাচের দাম নির্ভর করে এটি কি দিয়ে তৈরী এবং এতে আধুনিক কোন ফিচার আছে কিনা।
বাংলাদেশে কোন ধরনের ওয়াকিং স্টিক বা ক্রাচ পাওয়া যায়?
বাংলাদেশে অনেক রকমের ওয়াকিং স্টিক বা ক্রাচ পাওয়া যায়। এগুলো হলোঃ সাধারণ ওয়াকিং স্টিক, এলবো সাপোর্ট ওয়াকিং স্টিক, মেডিকেল ওয়াকার ক্রাচ, ডিজিটাল ওয়াকিং স্টিক উল্লেখযোগ্য। এগুলো নিজ নিজ বৈশিষ্ট্যের জন্য অসুস্থ মানুষের কাছে প্রিয় হয়ে উঠছে। নিচে এগুলোর বিশেষত্ব নিয়ে আলোচনা করা যাকঃ
সাধারণ ওয়াকিং স্টিকঃ
সাধারণ ওয়াকিং স্টিক গুলো কাঠ অথবা স্টিল দিয়ে তৈরি হয়, অনেক গুলো আবার প্লাস্টিক দিয়েও বানানো হয়ে থাকে। এগুলোতে তেমন কোনো অতিরিক্ত সুবিধা নেই। সাধারণ চলাফেরার ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়।
এলবো সাপোর্ট ওয়াকিং স্টিক বা এলবো ক্রাচঃ
এলবো সাপোর্ট ওয়াকিং স্টিক বা ক্রাচে একটি বাড়তি সুবিধা পাওয়া যায় সেটা হলো এর মধ্যে থাকা কনুই রাখার বিশেষ স্থানে হাতের কনুই রেখে ভালো ভাবে ব্যালেন্স পাওয়া যায় চলার সময়ে। ফলে পরে যাওয়ার সুযোগ কমে যায়। নিরাপদ চলাচলে পাওয়া যায় একটি বিশেষ সাপোর্ট।
মেডিকেল ওয়াকার ক্রাচঃ
মেডিকেল ওয়াকার ক্রাচ অন্যান্য ক্রাচের চাইতে একটু ব্যতিক্রম হয়ে থাকে। এটি বেশির ভাগ মেডিকেলে ব্যবহার করা হয়ে থাকে রুগিদের হাঁটাচলা করতে সাহায্যের জন্য। আবার অনেকে ব্যক্তিগত ব্যবহারের জন্য কিনে থাকে। এটির নিচের দিকে দুইটি চাকা থাকে এবং ডাম-বাম দুই দিকের সাপোর্টের জন্য চাকার বিপরীত দিকে লাঠির মতো বস্তু থাকে। এটির উপরের দিকে ধরার জন্য একটি লাঠি থাকে। যারা গুরতর অসুস্থ তারা এটি দিয়ে হাঁটাচলা করতে আরাম বোধ করেন।
ডিজিটাল ওয়াকিং স্টিকঃ
ডিজিটাল ওয়াকিং স্টিকে অনেক রকমের সুবিধা পাওয়া যায়। এটিতে থাকে টর্চলাইট, এফএম রেডিও এর মতো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা দিয়ে বিভিন্ন সংবাদ শোনা যায়, উচ্চতা সামঞ্জস্য সহ বিভিন্ন অনেক সুবিধা। এই ডিজিটাল ওয়াকিং স্টিক বর্তমান বাংলাদেশে ব্যপক ভাবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে বৃদ্ধরা এটি ব্যবহারে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে।