ভোল্টেজ স্ট্যাবিলাইজার কেনাকাটা
ভোল্টেজ স্ট্যাবিলাইজার বৈদ্যুতিক ভোল্টেজ সরবরাহকে স্থির রাখতে সাহায্য করে। অনেক সময় মেইন বৈদ্যুতিক সরবরাহ লাইনে ভোল্টেজের মান ওঠা নামা করে। এর ফলে হতে পারে বৈদ্যুতিক দূর্ঘটনা। কিন্তু একটি ভোল্টেজ স্ট্যাবিলাইজার বৈদ্যুতিক ভোল্টেজ ওঠা নামার পরিবর্তন ঘটিয়ে আউটপুট ভোল্টেজকে স্থির বা অপরিবর্তিত রেখে বিদ্যুৎ সরবরাহ চালু রাখে।
বাংলাদেশে ভোল্টেজ স্ট্যাবিলাইজারের দাম কত?
বাংলাদেশে ভোল্টেজ স্ট্যাবিলাইজারের দাম মাত্র ১,০৫০ টাকা থেকে শুরু হয় এবং এই ভোল্টেজ স্ট্যাবিলাইজারে রয়েছে হাই এবং লো ভোল্টেজ প্রটেকশন, শর্ট সার্কিট প্রটেকশন। বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে ভোল্টেজ স্ট্যাবিলাইজারের দাম নির্ধারণ করা হয়। বাংলাদেশে স্ট্যাবিলাইজার খুব সস্তা দামে পাওয়া যায় তাই এটির ব্যবহার দিন দিন বাড়ছে।
বাংলদেশের বিদ্যুৎ ব্যবস্থায় ভোল্টেজ স্ট্যাবিলাইজারের প্রয়োজনীয়তা কেমন?
বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থায় ভোল্টেজের পরিমাণ সাধারণত ২২০ ভোল্ট। তবে বিভিন্ন ক্ষেত্রে এই মাত্রা হ্রাস বা বৃদ্ধি হয়ে সর্বনিম্ন ১২০ ভোল্ট থেকে সর্বোচ্চ ২৯০ ভোল্ট পর্যন্ত হতে পারে। বিদ্যুৎ শক্তির এই পরিবর্তনের ফলে বিভিন্ন দৈনিক ব্যবহৃত সুক্ষ্ম যন্ত্রসমূহ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই সবসময় বৈদ্যুতিক প্রবাহমাত্রা ও বিভব পার্থক্যের নিত্যতা বজায় রাখার জন্য ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করা বিশেষভাবে প্রয়োজন। বৈদ্যুতিক প্রবাহের মাত্রা হ্রাস-বৃদ্ধি হয়ে যে আউটপুটই সরবরাহ হোক না কেন ভোল্টেজ স্ট্যাবিলাইজার সে মাত্রাকে নিয়ন্ত্রণ করে সঠিক মাত্রায় সরবরাহ করে থাকে।
বাংলাদেশে কত রকমের ভোল্টেজ স্ট্যাবিলাইজার পাওয়া যায় এবং এগুলোর সুবিধা কি কি?
বাংলাদেশে দুই রকমের ভোল্টেজ স্ট্যাবিলাইজার পাওয়া যায়। এগুলো হলোঃ লিনিয়ার ভোল্টেজ স্ট্যাবিলাইজার এবং সুইসিং ভোল্টেজ স্ট্যাবিলাইজার।
লিনিয়ার ভোল্টেজ স্ট্যাবিলাইজারের সুবিধাঃ
• এটি অল্প আওয়াজে কাজ করে।
• এটি লোড নিতে ও লাইন চেঞ্জ করতে দ্রুত রেসপন্স করে।
• এটির সাহয্যে আউটপুটে ভোল্টেজ প্রবাহ কম হয়।
• এটি একটি সরল ধরনের ভোল্টেজ স্ট্যাবিলাইজার।
• এটির লোড ব্যবস্থাপন ও লাইন খুবই ভালো।
সুইসিং ভোল্টেজ স্ট্যাবিলাইজারের সুবিধাঃ
• এই স্ট্যাবিলাইজারের কর্মদক্ষতা বেশি।
• এটি হাই পাওয়ার ডেনসিটি রোধ করে।
• এটির সাহায্যে ইনপুট ভোল্টেজের চেয়ে আউটপুট ভোল্টেজ চাহিদা অনুযায়ী বাড়ানো বা কমানো যায়।
ফ্রিজে ভোল্টেজ স্ট্যাবিলাইজার কি ব্যবহার করা জরুরী?
খাবারকে সতেজ রাখতে ফ্রিজ প্রতিদিন চালু রাখতে হয় সবসময়। অনেক সময় দেখা যায় ভোল্টেজ ওঠা নামার কারণে ফ্রিজ বন্ধ হয়ে যায় বা এর মধ্যে থাকা কম্প্রেসার নষ্ট হয়ে যায় বা জ্বলে যায়। তাই ফ্রিজের সাথে একটি স্ট্যাবিলাইজার ব্যবহার করা ভালো। ভোল্টেজের পরিবর্তনের সময়ে এই স্ট্যাবিলাইজার সঠিক মাত্রায় ফ্রিজকে বিদ্যুৎ সরবারহ প্রদান করে ফলে ফ্রিজ দীর্ঘদিন স্থায়ী হয়। আর ফ্রিজ স্ট্যাবিলাইজার বাংলাদেশে খুব সাশ্রয়ী দামে পাওয়া যায়।
ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার কীভাবে নির্বাচন করা যায়?
কয়েকটি দিক নির্দেশনা অবলম্বন করে একটি ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার নির্বাচন করা যাবে। সেগুলো হলোঃ
১। ভোল্টেজ স্ট্যাবিলাইজারে শর্ট সার্কিট প্রটেকশন আছে নাকি তা দেখতে হবে।
২। কত ভোল্টের জন্য স্ট্যাবিলাইজার দরকার সেটি জেনে নিতে হবে।
৩। ভোল্টেজ স্ট্যাবিলাইজার কত ভোল্ট বিদ্যুৎ ধারণ করে সঠিক মাত্রায় বিদ্যুৎ সরবারহ করতে পারে সেটি জেনে নিতে হবে।
৪। লো নয়েজের ভোল্টেজ স্ট্যাবিলাইজার গুলো বেশি ভালো।
৫। হাই পাওয়ার ডেনসিটি রোধ করে এমন ভোল্টেজ স্ট্যাবিলাইজার ফ্রিজের জন্য বেশি ভালো।
৬। ইনপুট ভোল্টেজের চেয়ে আউটপুট ভোল্টেজ নিজের ইচ্ছা মতো বাড়ানো কমানো যায় এমন স্ট্যাবিলাইজারের সাহায্যে খুব সহজেই পরিমাণ মতো বিদ্যুৎ ব্যবহার করা যায়। তাই ঘরের বৈদ্যুতিক ডিভাইস গুলোর জন্য এই ধরণের স্ট্যাবিলাইজার অধিক উত্তম।
৭। বাংলাদেশে স্ট্যাবিলাইজারের গুনগত মান এবং দামের তুলনা করে কেনা উচিত। আর বাংলাদেশে এখন ভাল মানের স্ট্যাবিলাইজার বেশ অল্প দামে তৈরী হচ্ছে এবং এগুলো অনেকদিন ভাল সার্ভিস দিয়ে থাকে।