ভিআর বক্স কেনাকাটা
ভিআর বক্স মূলত কোনো ভার্চুয়াল ভিডিওতে বাস্তবিক অনুভূতি পেতে সহায়তা প্রদান করে। যেকোনো ভিডিওকে মুহুর্তের মাধ্যমে বাস্তবিক করে তুলতে ভিআর বক্সে এক রকমের গগলস থাকে। এই গগলসের নাম ৩ডি গগলস। বিডিতে সর্বত্র ইলেক্ট্রিক্স মার্কেটে ভিআর বক্স কিনতে পাওয়া যায়।
কি কি দেখে ভিআর বক্স কেনা উচিৎ?
ভিআর বক্স কেনার আগে কিছু জিনিস দেখে নিতে হবে নতুবা সঠিক ভিআর বক্স কেনা যাবে না। তাই সঠিক ভিআর বক্স খুঁজে পাওয়ার জন্য কিছু টিপস নিচে আলোচনা করা হলোঃ
- ভিআর বক্স কেনার আগে জেনে নিন এটির ভিডিও রেজুলেশন সম্পর্কে। ভাল রেজুলেশন নয় এমন ভিআর বক্স না কেনাই ভাল। একটু বেশি দাম দিয়ে হলেও উচ মানের রেজুলেশনের ভিআর বক্স কেনা উত্তম।
- ভিআর বক্স যেহেতু সরাসরি চোখের সাথে যুক্ত থাকে তাই দেখে নিতে এটিতে আই প্রটেক্টর প্রযুক্তি আছে কি না। আই প্রটেক্টর প্রযুক্তি চোখের ক্ষতি হওয়া থেকে রেহাই প্রদান করে থাকে।
- ভিআর বক্স কেনার সময় এটি কোন কোন ডিভাইসে সাপোর্ট করবে সেটি জেনে নিতে হবে। বিডিতে অনেক ভার্চুয়াল রিয়েলিটি বক্স আছে যার মধ্যে অনেক গুলো শুধুমাত্র মোবাইলে সাপোর্ট করে আবার অনেক গুলো ডেক্সটপ, ল্যাপটপ ও স্মার্ট টেলিভিশনে সাপোর্ট করে। তবে আধুনিক ভিআর বক্স গুলো প্রত্যেকটি ডিভাইসেই সাপোর্ট হয়। তাই কোন ডিভাইসের সাহায্যে ভিআর বক্স পরিচালন করা হবে সেটি জেনে নিতে হবে।
- পছন্দের ভিআর বক্স ঠিক মতো নাকের সাথে এবং চোখের সাথে সামঞ্জস্যতা বজায় রাখতে পারছে কি না সেটি দেখে নিতে হবে। নন স্লিপ সিলিকন প্যাড আছে এমন ভিআর বক্স কেনা ভাল।
- ভিআর বক্সের কর্মক্ষমতা যাচাই করে নিতে হবে এবং এর অন্যান্য সুবিধা গুলো সম্পর্কেও জেনে নিতে হবে।
বিডিতে ভিআর বক্সের দাম কত?
বিডিতে ভিআর বক্সের দাম শুরু হয় ২২৫০ টাকা থেকে। এটিতে থাকছে বিভিন্ন রকমের সুবিধা যেমন চোখের সুরক্ষা নিশ্চিত করতে অত্যাধুনিক লেন্স যা চোখ অনুযায়ী সামঞ্জস্যযোগ্য, নন-স্লিপ সিলিকন প্যাড ইত্যাদি। অত্যাধুনিক প্রযুক্তির ভাল মানের ভিআর বক্স ৩৬,০০০ টাকা বা তার বেশিও হতে পারে। ভিআর বক্সের দাম নির্ভর করে সাইজ, রেজুলেশন, লেন্স কোয়ালিটি, কানেক্টিভিটি, ডিভাইস সামঞ্জস্য এবং অন্যান্য সুবিধার উপর।
ভিআর বক্স ব্যবহারের সময় কি কি সতর্কতা অবল্বন করা উচিৎ?
ভিআর বক্স ব্যবহারের সময় বেশ কিছু সতর্কতা অবল্বন করা উচিৎ। এগুলো হলোঃ
- ভিআর বক্স ব্যবহার করার সময় আগে গগলসটি ভাল ভাবে পরিষ্কার নিতে হবে।
- ভিআর বক্স যেহেতু সরাসরি চোখের সাথে লাগিয়ে রাখতে হয় তাই যত দামি ভিআর বক্স হোক না কেন বেশিক্ষণ ব্যবহার করা উচিৎ নয় এতে চোখ মারাত্নক ভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
- ভিআর বক্স ব্যবহার করে সঠিক ভাবে অফ করে রাখতে হবে।
- কম দামের ভিআর বক্স গুলো সর্বোচ্চ ২০ মিনিটের বেশি ব্যবহার না করা।
- ভিআর বক্সে অ্যাকশন ভিডিও না দেখাই ভাল কেননা এতে মানসিক ভাবে উত্তেজনা অনেক বেড়ে যায়।
- বাস, ট্রেন এবং অন্যান্য গণপরিবহনে ভিআর বক্স ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
- ভিআর বক্সের লেন্সে কোনো দাগ পড়লে সেটি ব্যবহার থেকে বিরত থাকা জরুরী।