লেনোভো থিঙ্কপ্যাড Used Laptop কেনাকাটা
লেনোভো থিঙ্কপ্যাড বাংলাদেশে একটি জনপ্রিয় ল্যাপটপ মডেল কারন আইবিএম থিঙ্কপ্যাড বাংলাদেশে আগের থেকেই জনপ্রিয় ছিল। তবে এখন থিঙ্কপ্যাডে লেনোভো অনেক নতুন ফিচার, উন্নত প্রসেসর যোগ করেছে ফলে ছাত্র থেকে শুরু করে প্রফেশনাল কাজ এমনকি গেমিং খেলার জন্য লেনোভো থিঙ্কপ্যাড বাংলাদেশে অনেক কম দামে পাওয়া যাচ্ছে।
লেনোভো থিঙ্কপ্যাড কেনার আরও কিছু কারনঃ
- ডিজাইনঃ ডিজাইনের দিক থেকে লেনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ গুলা চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন কারণ এর বিশ্বস্ত গুণমান ডিজাইনের জন্য বাংলাদেশের গ্রাহকের জন্য খুব আকর্ষণীয়।
- ডিসপ্লেঃ এই থিঙ্কপ্যাড সিরিজের ল্যাপটপ ১৪ ইঞ্চি থেকে ১৭ ইঞ্চির আকারের হয়ে থাকে এবং টাচস্ক্রিন ডিসপ্লে হয়,এছাড়াও ৪কে ভিডিও সমর্থন করে তাই আপনি পরিষ্কার ভিডিও দেখার অভিজ্ঞতা পাবেন এবং দীর্ঘসময় কাজ করতে পারবেন। তবে বাংলাদেশে সাধারণত লেনোভোর ১৪ ইঞ্চি থেকে ১৫ ইঞ্চি বেশি জনপ্রিয়।
- প্রসেসরঃ লেনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপের সার্বশেষ শক্তিশালী ইন্টেল এবং রাইজেন প্রসেসর ব্যবহার করা হয়েছে যা প্রসেসর দ্রুত গতিতে চলবে তাই হেবি ডিউটি কাজের জন্য এই ল্যাপটপ ব্যবহার করতে পারবেন।
- কী-বোর্ডঃ এই থিঙ্কপ্যাড ল্যাপটপের কী-বোর্ডের লাল পয়েন্টিং ডিভাইস থাকে যার ফলে একটি টাচপ্যাড বা বাহ্যিক মাউসের প্রয়োজনীয়তা ছাড়াই আপনাকে সহজেই ল্যাপটপ পরিচালনা করতে দেয়। এছাড়াও কীবোর্ডে স্বতন্ত্র কী রয়েছে যা আপনার আঙুলের ডগা দিয়েই দারুন ভাবে টাইপিং করে পারবেন।
- নেটওয়ার্কঃ এই থিঙ্কপ্যাড ল্যাপটপে সর্বশেষ ওয়াইফাই ৬ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং ব্লুটুথ ৫ আপডেট করা হয়েছে যা আপনি ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও গেমিং, ভিডিও ডাউনলোডিং সহ অন্যন্যা সকল কাজ দ্রুত করতে পারবেন।
- ব্যাটারিঃ বাংলাদেশে ব্যবহৃত লেনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ গুলা নতুন অবস্থায় ৮ ঘন্টার বেশি ব্যাকআপ দেয়। থিঙ্কপ্যাডের বেশিরভাগ ল্যাপটপের ব্যাটারি পরিবর্তন করা যায়।
- গ্রাফিক্সেঃ যারা গেমিং খেলা পছন্দ করে তারাও এই থিঙ্কপ্যাড ল্যাপটপ কিনতে পারেন। বিল্ট-ইন গ্রাফিক্সের সাথে আপনি অতিরিক্ত গ্রাফিক্স কার্ড যুক্ত করতে পারবেন, এতে আপনার ল্যাপটপ আরো দ্রুত কাজ করা যাবে।
- অডিওঃ এই থিঙ্কপ্যাড ল্যাপটপ ডুয়েল স্টেরিও সহ ডলবি অডিও প্রিমিয়াম প্রযুক্তি থাকে যার শব্দের গুণমান উন্নত করে আরও পরিষ্কার, গতিশীল করে, তাই আপনি বাস্তবসম্মত শব্দ শুনতে পাবেন।
- পোর্টঃ এই লেনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপগুলা অধিক ইউএসবি পোর্ট থাকে যার জন্য আপনি একসাথে মাউস, কি-বোর্ড ল্যাপটপের সাথে সংযোগ করে চালাতে পারবেন।
- ওয়েবক্যামঃ এই লেনোভো ল্যাপটপগুলাতে ওয়েবক্যামে প্রাইভেট সাঁটার থাকে যাতে আপনি আপনার গোপনীয়তা রক্ষা করে ইচ্ছা মত ভিডিও কল করতে পারবেন।
- ফিঙ্গারপ্রিন্টঃ এই লেনোভো থিঙ্কপ্যাড সিরিজ ল্যাপটপে ফিঙ্গারপ্রিন্টঃ সেন্সর প্রযুক্তি থাকে যাতে আপনি কোন পাসওয়ার্ডের ঝামেলা ছাড়াই ল্যাপটপে দ্রুত খুলতে পারবেন।
- বডিঃ এই লেনোভো থিঙ্কপ্যাড ল্যাপটপ গুলর বডি ম্যাগনেসিয়াম, কার্বন ফাইবার প্লাস্টিক এবং মেটাল উপাদান দিয়ে তৈরি করা হয় যার ফলে এই ল্যাপটপ বডি মসৃণ দেখায়। তাই যারা খুব বেশি ব্যবহার করে এবং সাথে করে নিয়ে বেড়ার তাদের জন্য মেটাল বডির ল্যাপটপ উপযুক্ত হবে।
- অরিজিনাল অপারেটিং সিস্টেমঃ বাংলাদেশে ব্যবহৃত লেনোভো থিঙ্কপ্যাড কম দামের জন্য বেশ জনপ্রিয়। এখন বাংলাদেশে প্রাপ্ত বেশিরভাগ থিঙ্কপ্যাডে অরিজিনাল অপারেটিং সিস্টেম সাথে থাকে সেইক্ষেত্রে এটি একটি বড় সুবিধা।
বাংলাদেশে লেনোভো থিঙ্কপ্যাডের দাম কত?
বাংলাদেশে লেনোভো থিঙ্কপ্যাড বেশ কম দামে পাওয়া যায় কারণ নতুন এবং ব্যবহৃত থিঙ্কপ্যাড এখানে বেশ সহজলভ্য। পুরাতন লেনোভো থিঙ্কপ্যাড ১৩,৫০০ টাকায় পাওয়া যায় তবে গেমিঙের জন্য বাজেট ৩০,০০০ হলে ভাল হয়। আর পেশাদার গেমিং খেলতে থিঙ্কপ্যাড ৪০,০০০ টাকা হলে সবচেয়ে ভাল। তবে নতুন মডেলের থিঙ্কপ্যাড সর্বনিম্ন ৫০,০০০ টাকায় পাওয়া যাবে এবং কাজের ধরনের উপর নির্ভর করে বাজেট বাড়াতে হবে।
বাংলাদেশে থিঙ্কপ্যাডের কোন মডেলটি সবচেয়ে ভাল?
বাংলাদেশে থিঙ্কপ্যাডের এক্স১ কার্বন মডেলটি সবচেয়ে জনপ্রিয় কারন এটি দেখতে বেশ আকর্ষণীয় এবং বডিটি কার্বন ফাইবার দিয়ে তৈরী। তবে মডেলভেদে কার্বন ফাইবারটি প্লাস্টিক বা টাইটেনিয়াম দিয়ে তৈরী হতে পারে। গেম খেলার জন্য টাইটেনিয়াম বডি সবচেয়ে ভাল। থিঙ্কপ্যাড এক্স১ কার্বন ৩৩,০০০ টাকায় পাওয়া যায় আর ৪কে ডিসপ্লের থিঙ্কপ্যাড এক্স১ কার্বন ৫৩,০০০ টাকায় পাওয়া যায়।