ইউএসবি হাব কেনাকাটা
ইউএসবি হাব বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সামগ্রী হিসেবে পরিচিতি লাভ করেছে সকলের মাঝে। বিভিন্ন জরুরী মুহূর্তে ইউএসবি থাকলেও খালি পোর্ট খুঁজে পাওয়া যায় না সে সময়ে উইএসবি হাব একাধিক পোর্টের কাজ করে থাকে। ডেক্সটপ পিসি, ল্যাপটপ বা অন্যান্য ডিভাইসে ইউএসবি পোর্টের সংখ্যা বেশি থাকে না যার ফলে অনেক সময় ইউএসবি কানেক্টিভিটির ডিভাইসগুলো একত্রে পরিচালিত করা সম্ভব হয় না। এ সমস্যার সমাধান একমাত্র ইউএসবি হাব। বর্তমানে বিডিতে ইউএসবি হাব সর্বত্র ব্যবহার হতে দেখা যাচ্ছে।
ইউএসবি হাব কি এবং এর কাজ কি?
ইউএসবি হাব মূলত একটি এক্সটার্নাল ইউএসবি পোর্ট ডিভাইস যা কোনো ডিভাইসের ভিতরে যুক্ত থাকে না। এটিকে খুব সহজেই এক স্থান থেকে আরেক স্থানে বহন করা যায়। ৩ থেকে ৭ টি পোর্ট যুক্ত ইউএসবি হাব বিডিতে বেশি ব্যবহার হতে দেখা যায়। ইউএসবি হাব নিজেও ইউএসবি পোর্টের সাহায্যে পরিচালিত হয়। ইউএসবি হাবের কাজ হলো একাধিক ইউএসবি পোর্টের মাধ্যমে অন্যান্য ইউএসবি কানেক্টিভিটির ডিভাইস একসাথে সংযোগ করা।
বিডিতে কত রকমের ইউএসবি হাব পাওয়া যায়?
পোর্টের উপর ভিত্তি করে ইউএসবি হাবের প্রকারভেদ নির্ধারিত হয়। বিডিতে কয়েক রকমের ইউএসবি হাব সবচেয়ে বেশি পাওয়া যায়। এগুলো হলোঃ
- টাইপ সি ইউএসবি
- ইউএসবি ২.০
- ইউএসবি ৩.০
- ইউএসবি ৩.১
- ইউএসবি ৩.২
- ইউএসবি ৩.৩
ইউএসবি হাব কেনার আগে কি কি জানা দরকার?
ইউএসবি হাব কেনার আগে গুরুত্বপূর্ণ কিছু জিনিস জেনে রাখা জরুরী। কেননা গুরুত্বপূর্ণ জিনিস গুলো জানা না থাকলে সঠিক ইউএসবি হাব কেনা যাবে না। তাই ইউএসবি হাব কেনার আগে নিচের বিষয় গুলো জেনে নিনঃ
১। ইউএসবি হাব কেনার আগে জেনে নিতে হবে কয়টি ডিভাইস পরিচালন করা হবে এবং সে অনুযায়ী পোর্ট আছে কি না।
২। কেমন স্পীডে ডাটা ট্রান্সফার করতে চান সেটি বিবেচনা করে ইউএসবি হাব নির্বাচন করতে হবে।
৩। ল্যাপটপ এবং পিসিতে অনেক সময় ইউএসবি পোর্টের বৈচিত্র দেখা যায়। কোনোটিতে ইউএসবি ২.০ থাকে আবার কোনোটিতে ইউএসবি ৩.০ থাকে বা ততোধিক থাকে। তাই ডেক্সটপ পিসি বা ল্যাপটপে কোন ইউএসবি পোর্ট আছে সেটির সাথে মিল রেখে ইউএসবি পোর্ট কেনা ভাল।
৪। অনেক সময় এক্সটার্নাল হার্ডড্রাইভ ব্যবহার করতে হয় তাই এক্সটার্নাল হার্ডড্রাইভের ইউএসবি পোর্টের সাথে মিল রেখে ইউএসবি হাব কেনা উচিৎ।
৫। ইউএসবি পোর্টের পাশাপাশি বর্তমানের ইউএসবি হাব গুলোতে মেমোরি কার্ড স্লট, ইয়ারফোন জ্যাক এবং অন্যান্য সুবিধাও থাকে। এই ইউএসবি হাবগুলো কেনা ভাল।
৬। অনেক সময় এইচডিএমআই পোর্টের দরকার হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে তাই এইচডিএমআই পোর্টের সুবিধা আছে এমন ইউএসবি হাব গুলোর দাম একটু বেশি হলেও কিনে রাখা উচিৎ।
৭। অনেক ইউএসবি হাব আছে যেগুলোকে টাইপ সি টু টাইপ সি ইউএসবি হাব বলে। যদি একাধিক টাইপ সি পোর্টের ব্যবহার এক সাথে করতে হয় সেক্ষেত্রে এই ইউএসবি হাব গুলো বেশি উপযোগী হবে। অনেক সময় ভ্রমণে গেলে মোবাইল চার্জ দেয়ার ক্ষেত্রেও এসকল ইউএসবি হাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
৮। বিভিন্ন প্রতিষ্ঠানে প্রজেক্টর ব্যবহার হতে দেখা যায় বর্তমানে খুব বেশি। এই প্রজেক্টর গুলো বেশিরভাগই ভিজিএ পোর্টের মাধ্যমে পরিচালিত হয় সেক্ষেত্রেও অনেক ইউএসবি হাব রয়েছে যাতে ভিজিএ পোর্ট আছে সেগুলো কিনলে প্রজেক্টর চালানো যাবে খুব সহজেই।
৯। প্রিন্টার, স্ক্যানার, কপিয়ার, ক্যামেরা, কিবোর্ড, সিসিটিভি বা এজাতীয় যত এক্সটার্নাল ডিভাইস আছে এগুলো সবই পরিচালিত হয় ইউএসবি কানেক্টিভিটির দ্বারা। কাজেই পোর্টের সাথে ইউএসবি হাব মিলিয়ে কেনা খুবই গুরিত্বপূর্ণ।
বিডিতে ইউএসবি হাবের দাম কত?
ইউএসবি হাবের দাম বিডিতে বর্তমানে ৩৪০ টাকা থেকে শুরু হয়। ইউএসবি হাবের দাম বিডিতে সর্বোচ্চ ৬,০০০ টাকার মধ্যে হয়ে থাকে। ইউএসবি পোর্টের বিভিন্ন সুবিধা এবং পোর্ট সংখ্যার উপর ভিত্তি করে এর দাম গুলো নির্ধারিত হয়। সাধারণত ইউএসবি পোর্ট কম দামের মধ্যেই অনেক সুবিধা প্রদান করে থাকে।