bdstall.com

ইউ। পি। এস এর দাম ২০২৪ | অনলাইন ইউপিএস

আইটেম ১-৪০ এর ৪৮
বাংলাদেশে সংশ্লিষ্ট ইউপিএস এর দাম

ইউপিএস কেনাকাটা

লোডশেডিং বা বিদ্যুৎ চলে যাওয়া বাংলাদেশের খুব বড় একটি সমস্যা। কর্মরত অবস্থায় বিদ্যুৎ চলে গেলে কাজের সময় নষ্ট হয় এবং কাজে ব্যাঘাত ঘটে। এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে আপনাকে ইউপিএস।ইউপিএস হল "নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা" এর সংক্ষিপ্ত রূপ। বিদ্যুৎ চলে গেলে যেন আপনার কাজে ব্যাঘাত না ঘটে সেজন্য নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা ইউপিএস করে থাকে। এর ফলে আপনার বিভিন্ন রকম ডিভাইস যেমন কম্পিউটার, গেমিং কনসোল, টেলিভিশন, রাউটার চালানো অবস্থায় বিদ্যুৎ চলে গেলেও আপনি তা চালাতে পারবেন এই ইউপিএস এর সাহায্যে। এতে করে আপনার কর্মস্থল এর সময় যেমন বাচবে পাশাপাশি তা সুনিশ্চিত করবে যে যখন তখন বিদ্যুৎ চলে গেলে অনাকাঙ্ক্ষিত শাটডাউন আপনার ডিভাইস এর ক্ষমতাকে যেন কোনভাবেই ক্ষতিগ্রস্ত না করে। হঠাৎ করে শাটডাউনের ফলে আপনার ডিভাইস স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। 

যেখানে ইউপিএস বেশির প্রয়োজন হয়?

বাংলাদেশে ইউপিএস সাধারণত ডেস্কটপ কম্পিউটারে বেশি ব্যবহৃত হয়ে থাকে তবে বর্তমানে গেমিং কনসোল এবং রাউটারে ইউপিএস এর ব্যবহার অনেক বেড়েছে আর ডেটা সেন্টার, মোবাইল টাওয়ারের কাজে ইউপিএসের কোন বিকল্প নেই। ইউপিএস এর দাম নির্ভর করে এর টেকনোলজি এবং ব্যাকআপের সময়ের উপর। এখন বেশিরভাগ অফলাইন ইউপিএস বাংলাদেশে তৈরি হয় এবং এই ইউপিএসগুলো হোম ইউপিএস নামে পরিচিত তাই এই ইউপিএসের দাম বাংলাদেশে খুবই সস্তা। কিছু অনলাইন ইউপিএস বিদেশ থেকে আমদানি করা হয় এবং তাদের মানের জন্য দাম একটু বেশি তবে এই ইউপিএসগুলি প্রায়শই ব্যবসায়িক পরিবেশে ব্যবহৃত হয়।

অনলাইন ও অফলাইন ইউপিএস এর মধ্যে পার্থক্য

বিডিতে অনলাইন ও অফলাইন উভয় ধরনের ইউপিএস পাওয়া যায়। তবে, এসব আইপিএস এর দাম ব্র্যান্ড, পাওয়ার ক্যাপাসিটি এবং অন্যান্য ফিচার সমূহের উপর নির্ভর করে কম বেশি হয়ে থাকে। অফলাইন ইউপিএস স্বল্প সময়ে পাওয়ার বেক আপ প্রদান করার দাম তুলনামূলকভাবে কম হয়ে থাকে। অন্যদিকে অনলাইন ইউপিএস ডেটা সেন্টার, ওয়ার্ক স্টেশন সহ বড় পরিসরে ইলেকট্রনিক ডিভাইসে পাওয়ার বেক আপ প্রদান করে থাকে। তাই, অনলাইন ইউপিএস এর দাম বিডিতে তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে। অনলাইন ও অফলাইন ইউপিএস এর মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য সমূহ হচ্ছে

  • অনলাইন ইউপিএস সাধারণত রেক্টিফায়ার এবং ইনভার্টার এর সাহায্যে এসি মেইন থেকে লোড পর্যন্ত পাওয়ার সাপ্লাই করে থাকে। অন্যদিকে অফলাইন ইউপিএস সরাসরি লোডে এসি মেইন পাওয়ার সরবারহ করে থাকে।
  • অনলাইন ইউপিএস ব্যাটারি থেকে ক্রমাগত কারেন্ট টানে। বিপরীতে লোডশেডিং এর সময় অফলাইন ইউপিএস ব্যাটারি থেকে শুধুমাত্র কারেন্ট টানে।
  • পুরো লোড কারেন্ট বহন করার জন্য অনলাইন ইউপিএসে বড় ব্যাটারি চার্জার সার্কিট প্রয়োজন হয়। অফলাইন ইউপিএস চার্জ করার জন্য ছোট আকারের সার্কিট যথেষ্ট, যা শুধুমাত্র ব্যাটারি চার্জ করতে ব্যবহার হয়।
  • এছাড়া, অনলাইন ইউপিএসে ইনপুট সরবারহ এবং লোড সম্পূর্ণ আলাদা। অন্যদিকে, অফলাইন ইউপিএসে ইনপুট সরবরাহ এবং লোড একত্রে থাকে।
  • উচ্চ কর্মক্ষমতা সম্পন্ন হওয়ায় অনলাইন ইউপিএস আউটপুট লোডকে ইনপুট ভোল্টেজ ক্ষতি হওয়া থেকে রক্ষা করে। বিপরীতে ইনপুট ভোল্টেজ কমার সাথে সাথে অফলাইন ইউপিএস এর কর্মক্ষমতা হ্রাস পায়।
  • অনলাইন ইউপিএস চালু করার জন্য কোনো সুইচিং সিস্টেমের প্রয়োজন হয় না, ফলে সব সময় চালু অবস্থায় থাকে। অন্যদিকে অফলাইন ইউপিএসে স্ট্যাটিক ট্রান্সফার সুইচ ব্যবহার করে, যা লোডেশেডিং এ ৫ মিলিসেকেন্ডে সময়ের মধ্যে চালু হয়।
  • অনলাইন ইউপিএস ক্রমাগত চালু অবস্থায় থাকে, বিপরীতে অফলাইন ইউপিএস শুধুমাত্র লোডশেডিং অটোমেটিক পাওয়ার লোড করে থাকে।
  • তাছাড়া, অনলাইন ইউপিএস অপারেট করার ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে বড় হিট সিংক ব্যবস্থার প্রয়োজন হয়। অন্যদিকে, কম অপারেটিং তাপমাত্রার পাশাপাশি বেশিরভাগ সময় বন্ধ অবস্থায় থাকায় অফলাইন ইউপিএসে ছোট হিট সিংক ই যথেষ্ট।

ইউপিএস এর দাম কত?

বিডিতে ইউপিএস এর দাম ১,৭০০ টাকা থেকে শুরু, যা অফলাইন ইউপিএস। তাছাড়া, বিডিতে ইউপিএস এর দাম সাধারণত ব্র্যান্ড, পাওয়ার ক্যাপাসিটি, ডিসপ্লে, সাইজ এবং অন্যান্য ফিচার সমূহের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। উচ্চ পাওয়ার ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস বেশি সময় পর্যন্ত পাওয়ার বেক আপ প্রদান করে এবং এর দাম তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে।

পাওয়ার ক্যাপাসিটির উপর ভিত্তি করে বিডিতে ইউপিএস এর দাম

৪০০ ভিএ থেকে ৬০০ ভিএ ইউপিএস এর দাম

বিডিতে ৪০০ ভিএ থেকে ৬০০ ভিএ ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস এর দাম ২,০০০ টাকা ২,৫০০ টাকার মধ্যে হয়ে থাকে। এই ক্যাপাসিটির ইউপিএস সাধারণত ছোট ডিভাইস যেমন ডেস্কটপ কম্পিউটার, রাউটার এবং অন্যান্য ছোট ইলেকট্রনিক হোম অ্যাপ্লায়েন্সের পাওয়ার সরবারহ করার জন্য উপযুক্ত। এই ক্যাপাসিটির ইউপিএস দিয়ে কম সময় পাওয়ার বেকআপ পাওয়া যায়।  

৬৫০ ভিএ থেকে ১০০০ ভিএ ইউপিএস এর দাম

৬৫০ ভিএ থেকে ১০০০ ভিএ ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস দিয়ে ডেস্কটপ কম্পিউটার, মনিটর, গেমিং কনসোল এবং হোম এন্টারটেইনমেন্ট সিস্টেম সহ বিস্তৃত পরিসরের ডিভাইসে ব্যাকআপ পাওয়ার প্রদান করা যায়। বর্তমানে, বিডিতে ৬৫০ ভিএ থেকে ১০০০ ভিএ ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস এর দাম ৩,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এর পাওয়ার ব্যাকআপ টাইম ৪০০ ভিএ থেকে ৬০০ভিএ ক্যাপাসিটির ইউপিএস এর চেয়ে বেশি পাওয়া যায়।

১২০০ ভিএ থেকে ২২০০ ভিএ ইউপিএস এর দাম

১২০০ ভিএ থেকে ২২০০ ভিএ ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস সাধারণত উচ্চ ক্ষমতা সম্পন্ন হয়ে থাকে। এই ক্যাপাসিটির ইউপিএস বাংলাদেশে ডেটা সেন্টার, সার্ভার, উচ্চ-পারফরম্যান্স ওয়ার্কস্টেশন এবং অফিস বা বাণিজ্যিক সেটিংয়ে একাধিক বড় ডিভাইসে ব্যবহারের জন্য উপযুক্ত। বিডিতে ১২০০ ভিএ থেকে ২২০০ ভিএ ক্যাপাসিটির ইউপিএস এর দাম ৬,৪০০ টাকা থেকে ২৮,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও, উচ্চ ক্ষমতা সম্পন্ন, গুনমানে সেরা ইউপিএস দাম ৫০,০০০ টাকার বেশি হয়ে থাকে।

মিনি ইউপিএস কি এবং দাম কত?

মিনি ইউপিএস হচ্ছে কমপ্যাক্ট সাইজের ডিভাইস যা লোডশেডিং এর সময় ইলেকট্রনিক ডিভাইসে পাওয়ার বেক আপ প্রদান করে থাকে। এটি মূলত বিদ্যুৎ চলে যাওয়া সময়ের মধ্যে নিরাপদে বন্ধ কিংবা চালু রাখার জন্য অস্থায়ী পাওয়ার সরবয়ারহ করে থাকে। এই ধরনের ইউপিএস দিয়ে রাউটারে পাওয়ার বেকআপ প্রদান করা যায়। বর্তমানে, মিনি ইউপিএস এর দাম বিডিতে ২,০০০ টাকা থেকে শুরু। 

অনলাইন ইউপিএস এর দাম

অললাইন ইউপিএস সাধারণত সংযুক্ত ডিভাইস সমূহে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারহ করে থাকে। এটি ইনভার্টার, ব্যাটারি এবং রেকটিফায়ারের সমন্বয়ে কাজ করে থাকে। এই ধরনের ইউপিএস কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত বেকআপ পাওয়ার প্রদান করে থাকে। ফলে, অফলাইন ইউপিএস এর তুলনায় অনলাইন ইউপিএস দামে তুলনামূলক ভাবে ব্যায়বহুল হয়ে থাকে। বর্তমানে, বিডিতে অনলাইন ইউপিএস এর দাম ২২,০০০ টাকা থেকে শুরু। এছাড়াও,  উচ্চ পাওয়ার ক্যাপাসিটি সম্পন্ন অনলাইন ইউপিএস বিডিতে ৯৮,০০০ টাকা থেকে ৫০০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়।

ইউপিএস কেনার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা  করতে হবে

পাওয়ার ক্যাপাসিটিঃ বাসা-বাড়ি, অফিসে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত ডিভাইস সমূহের ওয়াট হিসাব করে প্রয়োজন অনুযায়ী ইউপিএস এর পাওয়া বিবেচনা করতে হবে। সঠিক ক্যাপাসিটি সম্পন্ন ইউপিএস ব্যবহারের ফলে ব্যবহৃত সিস্টেমে কখনো ওভারলোড হবে না।

ব্যাটারি ব্যাকআপ টাইমঃ ইউপিএস কেনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেকআপ পাওয়ার। তাই, ইউপিএস কেনার ক্ষেত্রে ব্যাটারি বেকআপ টাইম যাচাই করতে হবে। উচ্চ ক্ষমতা সম্পন্ন ইউপিএস সাধারণত দীর্ঘসময় বেকআপ প্রদান করে থাকে।

প্রটেকশনঃ পাওয়ার সার্জেস এবং ভোল্টেজ স্পাইক থেকে সংযুক্ত ডিভাইস সমূহকে সুরক্ষিত রাখতে বিল্ট-ইন সার্জ প্রটেকশন যুক্ত ইউপিএস বিবেচনা করতে হবে। এই ধরনের ফিচার যুক্ত ইউপিএস সংবেদনশীল ইলেকট্রনিক্স ডিভাইসের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে।

আউটলেটঃ চাহিদা অনুযায়ী ডিভাইস সংযোগের ক্ষেত্রে ইউপিএসে পর্যাপ্ত আউটলেট রয়েছে কিনা তা যাচাই করতে হবে। এছাড়াও, প্রয়োজন অনুযায়ী পরবর্তীতে নতুন সংযোগ বাড়ানো যাবে কিনা তাও যাচাই করতে হবে।

ভোল্টেজ রেগুলেশনঃ  কিছু কিছু ইউপিএসে ভোল্টেজ রেগুলেশন ক্ষমতা থাকে, যা দিয়ে ইনকামিং পাওয়ার সাপ্লাইকে স্থিতিশীল করে এবং ব্যবহৃত ডিভাইসে ক্লিন পাওয়ার প্রদান করে। এই ধরনের ফিচার মূলত ভোল্টেজ আপ ডাউনের ক্ষেত্রে ডিভাইস সমূহ সুরক্ষিত রাখতে সহায়তা করে।

অ্যালার্ম সিস্টেম ও ডিসপ্লেঃ ইউপিএস কেনার ক্ষেত্রে যেকোনো ত্রুটি মোকাবেলায় সতর্কতা মূলক অ্যালার্ম সিস্টেম যুক্ত রয়েছে কিনা তা যাচাই করতে হবে। এছাড়াও, এলসিডি বা এলইডি ডিসপ্লে বিবেচনা করতে হবে, যা ব্যাটারি স্তর এবং লোড ক্ষমতা সহ ইউপিএস সম্পূর্ণ অবস্থা সম্পর্কে রিয়েল-টাইম তথ্য জানা যাবে এবং প্রয়োজনে যথাযথ ব্যবস্থা নেওয়া যাবে।

ইউপিএস ফর্ম ফ্যাক্টরঃ ইউপিএস ইউনিট সাধারণত টাওয়ার এবং র‍্যাক-মাউন্ট সহ বিভিন্ন ফর্ম ফ্যাক্টর অনুযায়ী পাওয়া যায়। তাই, ইউপিএস কেনার ক্ষেত্রে ইউপিএস এর সাইজ, ডিজাইন বিবেচনা করতে হবে, যেন সীমিত পরিসরের জায়গাতে সহজে সেটআপ করা যায়।

ইউপিএস ব্যবহারে কিছু সতর্কতাঃ

  • সরাসরি সূর্যালোক, আর্দ্রতা, বজ্রপাত বা অন্যান্য কঠোর আবহাওয়াতে আউটোডোর এরিয়াতে ইউপিএস ইনস্টল করবেন না। পাশাপাশি তরল এবং দাহ্য পদার্থ থেকে ইউপিএস যথাসম্ভব  দূরে রাখবেন।
  • প্রয়োজন ছাড়া ইউপিএস এর কভার খোলা কিংবা ব্যাটারি প্রতিস্থাপন করবেন না। কারণ ইউপিএস এ থাকা উপাদান আপনার চোখ ও ত্বকের ক্ষতি করতে পারে।
  • যেকোন ধরণের ত্রুটি দেখা দিলে কিংবা ব্যাটারি প্রতিস্থাপন করার প্রয়োজন হলে সার্ভিস সেন্টার কিংবা দক্ষ টেকনেশিয়ানের সহায়তা নিতে হবে।
  • ইউপিএস বন্ধ করার পর পাঁচ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন, যাতে ক্যাপাসিটর গুলো ডিসচার্জ হয়ে যায়।
  • নির্দিষ্ট সীমার নিচে বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা বা ঠাণ্ডায় ইউপিএস ব্যবহার করবেন না।
  • সার্ভার, ডেস্কটপ কম্পিউটার সহ বিভিন্ন সংবেদনশীল ইলেকট্রনিক ডিভাইস নিরাপদে ব্যবহারের জন্য ইউপিএস এর সাথে সার্জ প্রোটেক্টরের যুক্ত করে নিবেন।
  • এছাড়াও, ইউপিএস এ নির্দিষ্ট পাওয়ার লোডিং ক্যাপাসিটির বাইরে ওভারলোডিং করবেন না। 

ইউপিএস এর বেকআপ টাইম কত?

ইউপিএস এর ব্যাকআপ টাইম মূলত ইউপিএস এর পাওয়ার, এর সাথে সংযুক্ত লোড এবং ব্যাটারি কন্ডিশন সহ অন্যান্য বিষয়ের উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে, ইউপিএস সিস্টেম সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত বেকআপ প্রদান করে।

ইউপিএস এর সাথে কি এলসিডি ডিসপ্লে আছে?

কিছু কিছু ইউপিএস এলসিডি ডিসপ্লে সহ পাওয়া যায়। এলসিডি ডিসপ্লে যুক্ত ইউপিএস সিস্টেম প্রয়োজনীয় তথ্য যেমন ইনপুট/আউটপুট ভোল্টেজ, ব্যাটারি কন্ডিশন, লোড লেভেল এবং অন্যান্য প্যারামিটার পর্যবেক্ষণ করা যায়। এছাড়াও, এলসিডি যুক্ত ডিসপ্লে ব্যবহারকারীদের ইউপিএস এর কর্মক্ষমতা পর্যবেক্ষণ করার পাশাপাশি সেটিংস কনফিগার এবং পাওয়ার সাপ্লাই সংক্রান্ত যাবতীয় সতর্কতা বা নোটিফিকেশন দেখা যায়।

ইউপিএস এর ব্যাটারি একটানা কত দিন ব্যবহার করা যায়?

ইউপিএস ব্যাটারির একটানা প্রায় ২-৩ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। তবে, ব্যাটারির ক্ষমতা, ইউপিএসের সাথে সংযুক্ত লোড এবং ব্যবহৃত ডিভাইসের পাওয়ার ব্যবহারের মতো বিষয়গুলোর উপর নির্ভর করে ব্যাটারির স্থায়ীত্ব পরিবর্তিত হয়ে থাকে।

ব্যাটারি শেষ হলে কি ইউপিএস কি কোনো প্রকার ওয়ার্নিং ছাড়াই বন্ধ হয়ে যায়?

আধুনিক ইউপিএস সিস্টেমে ব্যাটারি কম চলাকালীন ব্যবহারকারীদের অ্যালারট করার পাশাপাশি নোটিফিকেশন প্রদান করে থাকে।

ইউপিএস কি সম্পূর্ণ লোডে ব্যবহার করা যাবে?

ইউপিএস সিস্টেম মূলত লোডশেডিং এ নির্দিষ্ট পরিমান লোড প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। যদিও ইউপিএস সম্পূর্ণ লোড পরিচালনা করা যায়। তবে, সর্বোচ্চ লোডে ইউপিএস ব্যবহারের ফলে ইউপিএস এর ব্যাকআপ টাইপ হ্রাস পেয়ে থাকে।

বাংলাদেশের সেরা ইউপিএস এর মূল্য তালিকা December, 2024

December, 2024-এর বাংলাদেশের সেরা ইউপিএস এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের ইউপিএস ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা ইউপিএস এর তালিকা তৈরি করা হয়েছে।

ইউপিএস মডেল বাংলাদেশে দাম
WGP Wonderful Mini UPS ৳ ১,৫৯৯
Apollo 650VA UPS ৳ ২,৯৫০
PC Power DC-532E 8800mAh Mini DC UPS ৳ ১,৪৯০
Kstar 1200VA Offline UPS ৳ ৬,৪০০
Power Guard 650VA Standby UPS System For Computer ৳ ৩,৪৫০
Power Guard PG1200VA-CS 1200VA Offline UPS ৳ ৬,৩৫০
Apollo 1120F 1200VA Offline UPS ৳ ৬,৩০০
KStar 3KVA Industrial Online UPS ৳ ৩৮,০০০
Digital X 650VA 100-220V 4 ms Quick Transfer Offline UPS ৳ ২,৯০০
KSTAR HP930C 3KVA Online UPS ৳ ৩২,০০০