৫৫ ইঞ্চি Television কেনাকাটা
উন্নত জীবনধারার সাথে তাল মিলিয়ে সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশে গেমিং, সিনেমা দেখা, খেলাধুলার ইভেন্ট বা কনফারেন্স রুমে ব্যবহার করার জন্য বড় স্ক্রীনের টিভির চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তবে, অন্যান্য বড় সাইজের টিভির তুলনায় বাংলাদেশে ৫৫-ইঞ্চি টিভি বেশি জনপ্রিয়তা পেয়েছে। কারণ এই সাইজের টিভি বাসা বাড়িতে মাঝারি সাইজের রুমে, রেস্টুরেন্টে, অফিসের মিটিং রুমে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহার করার জন্য আদর্শ টিভি। এছাড়া, বর্তমানে বাংলাদেশে উন্নত প্রযুক্তির সমন্বয়ে ৫৫ ইঞ্চির টিভি সাশ্রয়ী দামে পাওয়া যায়।
৫৫-ইঞ্চি টিভির দাম কত?
সাধারণত, ৫৫-ইঞ্চি টিভির দাম এর ব্র্যান্ড, ডিসপ্লে প্যানেল কোয়ালিটি, অপারেটিং সিস্টেম, এবং অন্যান্য বিশেষ প্রযুক্তির ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশে ৫৫-ইঞ্চি টিভির দাম ৩৪,০০০ টাকা থেকে শুরু যাতে ৪কে রেজোলিউশনের, ভয়েস কন্ট্রোল, উন্নত অডিও টেকনোলজি, ওয়াই-ফাই কানেক্টিভিটি ও এইচডিআর ১০ রয়েছে।
৫৫-ইঞ্চি টিভির সুবিধা কি কি?
৫৫-ইঞ্চি টিভি বিভিন্ন সুবিধা প্রদান করে যা বাংলাদেশে টিভি গ্রাহকদের কাছে জনপ্রিয় পছন্দ করে তুলেছে। ৫৫-ইঞ্চি টিভির উল্লেখযোগ্য সুবিধা হচ্ছেঃ
১। ৫৫-ইঞ্চি টিভি সাধারণত বড় আকারের ডিসপ্লে থাকায় সিনেমা, টিভি শো, এবং গেমিং করার ক্ষেত্রে সঠিক কালার এবং বিস্তৃত পরিসরে দেখার সুবিধা প্রদান করে।
২। উন্নত ডিসপ্লে প্রযুক্তি যেমন- ৪কে আলট্রা এইচডি, এইচডিআর এবং বিস্তৃত পরিসরে কালার গ্যামুট রয়েছে ৫৫-ইঞ্চি টিভিতে যা প্রানবন্ত কালার, শার্প ভিজুয়্যাল প্রদান করে।
৩। ৫৫-ইঞ্চি টিভি সাধারণত বসার ঘরে বা হোম থিয়েটারের মত বড় রুমে সহজে সেট আপ করা যায়। যা ডিসপ্লে সাইজ এবং দেখার দূরত্বের মধ্যে ভারসাম্য প্রদান করে।
৪। অন্যান্য বড় সাইজের টিভির তুলনায় ৫৫-ইঞ্চি টিভি কম দামে পাওয়া যায়। যা বাংলাদেশের ব্যবহাকারীদের কাছে সাশ্রয়ী পছন্দ করে তুলেছে।
৫। ৫৫-ইঞ্চি টিভিতে বিল্ট-ইন স্মার্ট অ্যাসিস্ট্যান্ট যেমন- গুগল বা অ্যামাজন অ্যালেক্সা অ্যাসিস্ট্যান্ট রয়েছে। যা ভয়েস কমান্ড ব্যবহার করে সেটিং সামঞ্জস্য করার পাশাপাশি স্মার্ট হোম ডিভাইস সমূহ কন্ট্রোল করতে দেয়।
৬। ৫৫-ইঞ্চির টিভির সাথে গেমিং কনসোল, সাউন্ড সিস্টেম এবং অন্যান্য ডিভাইস কানেক্ট করার জন্য এইচডিএমআই পোর্ট, ইউএসবি পোর্ট, ওয়াই-ফাই এবং ব্লুটুথের মত ওয়্যারলেস সংযোগের ব্যবস্থা রয়েছে।
বাংলাদেশে সাশ্রয়ী দামে সেরা ৫৫-ইঞ্চি টিভি কী কী?
বর্তমানে বাংলাদেশে সাশ্রয়ী দামে সনি, স্যামসাং, শাওমি, এলজি, ভিশন সহ বিভিন্ন ব্র্যান্ডের ৫৫-ইঞ্চি টিভি পাওয়া যায়। এছাড়াও চায়না ব্র্যান্ডের ৫৫-ইঞ্চি টিভি পাওয়া যায় যা তুলনামূলক ভাবে অনেক কম দামে পাওয়া যায়।
৫৫-ইঞ্চি টিভি দেখার জন্য আদর্শ দূরত্ব কত?
টিভি দেখার ক্ষেত্রে স্ক্রীনের খুব কাছে বসে দেখলে পিক্সলে এলোমেলো দেখা যেতে পারে এমনকি বেশি দূরত্বে বসে দেখলে বিষয় বস্তুর রঙ বিবর্ণ দেখার সম্ভাবনা রয়েছে। তাই ৫৫-ইঞ্চি টিভি দেখার ক্ষেত্রে ৬.৫ থেকে ১০.৮ ফুট দূরত্বে বসে দেখা উত্তম।
গেমিংয়ের জন্য কীভাবে সঠিক ৫৫-ইঞ্চি টিভি বেছে নেবেন?
অনলাইন লাইভ গেমিং করার জন্য সাধারণত গেমাররা বড় স্ক্রীনের দিকে বেশি ঝুকে থাকেন। এক্ষেত্রে ৫৫ -ইঞ্চির টিভি বাংলাদেশে গেমারদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তবে গেমিং করার জন্য সঠিক ৫৫-ইঞ্চি টিভি কেনার ক্ষেত্রে ওএলইডি বা কিউএলইডি ডিসপ্লে টেকনোলজি, ৪কে আলট্রা এইচ ডি রেজোলিউশন, উচ্চ রিফ্রেশ রেট, ৫মিলিসেকেন্ডের কম রেসপন্স টাইম, ইনপুট ল্যাগ এবং গেমিং মোড গুলো সম্পর্কে যাচাই করে নেওয়া উচিত।