bdstall.com

পুরুত্ব পরিমাপক এর দাম ২০২৪ & ২০২৫

আইটেম ১-২২ এর ২২

পুরুত্ব পরিমাপক কেনাকাটা

যেকোনো উপাদানের পুরুত্ব পরিমাপ করার জন্য পুরুত্ব পরিমাপক যন্ত্রের ব্যবহার করা হয়। বিশেষ করে, বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং ফিল্ডে পুরুত্ব পরিমাপক যন্ত্রটি ব্যাপক হারে ব্যবহার করা হয় যাতে করে যেকোনো উপাদানের পুরুত্ব ও মান ঠিকআছে কিনা তা নিশ্চিত করা যায়। বর্তমানে প্রয়োজন অনুসারে বাংলাদেশে বিভিন্ন ধরণের ও গুণমান সম্পন্ন পুরুত্ব পরিমাপক যন্ত্র পাওয়া যায় যার দাম এর ধরণ ও গুণমানের ভিত্তিতে নির্ধারিত হয়। তাছাড়া, বিডিস্টল.কম থেকে সাশ্রয়ী মূল্যে পুরুত্ব পরিমাপক সংগ্রহ করা যাবে।

পুরুত্ব পরিমাপক যন্ত্রের দাম কত?

বর্তমানে, বিডিতে পুরুত্ব পরিমাপকের দাম এর ধরণ, গুণমান, এবং বৈশিষ্ট্যর ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। বাংলাদেশে পুরুত্ব পরিমাপকের দাম ৬৫০ টাকা থেকে শুরু যা একটি এনালগ ধাতু স্ক্রু গেজ। অন্যদিকে, আবরণ বেধ পরিমাপক এর দাম ৩,৮০০ টাকা থেকে শুরু যাতে ডিজিটাল এলসিডি ডিসপ্লে অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও প্রয়োজন অনুসারে বিভিন্ন স্মার্ট প্রযুক্তি সম্পন্ন পুরুত্ব পরিমাপক বাংলাদেশে পাওয়া যায় যেগুলোর দাম তুলনামূলক বেশী হয়ে থাকে।

বাংলাদেশে কয় ধরণের পুরুত্ব পরিমাপক পাওয়া যায়?

প্রয়োজনীয়তার ভিত্তিতে বাংলাদেশে মূলত কয়েক ধরণের থিকনেস গেজ ব্যাপক হারে ব্যবহার করা হয়। বিস্তারিত আলোচনা করা হলোঃ

উপাদানের পুরুত্ব পরিমাপকঃ যেকোনো উপাদানের পুরুত্ব পরিমাপ করার জন্য উপাদানের পুরুত্ব পরিমাপক ব্যবহার করা হয়। উপাদান থিকনেস গেজ সাধারণত কয়েক ধরণের হয়ে থাকে যেমনঃ মাইক্রোমিটার স্ক্রু গেজ ও স্লাইড ক্যালিপার। এই ধরণের পুরুত্ব পরিমাপক সাধারণত বাংলাদেশে ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং ফিল্ডে বিভিন্ন উপাদানের পুরুত্ব সুক্ষভাবে পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়।

ডিজিটাল উপাদান পুরুত্ব পরিমাপকঃ ডিজিটাল উপাদান পুরুত্ব পরিমাপক সাধারন উপাদান পুরুত্ব পরিমাপকের মত তবে যেকোনো উপাদানের থিকনেস সহজে ও কমসময়ের মধ্যে পরিমাপ করতে পারে। তাছাড়া, ডিজিটাল উপাদান পুরুত্ব পরিমাপকের মধ্যে ডিজিটাল এলসিডি ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকে ফলে বাংলাদেশে ব্যাপক হারে এর চাহিদা বৃদ্ধি পেয়েছে। আর, ডিজিটাল উপাদান পুরুত্ব পরিমাপকের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে।

আবরণের পুরুত্ব পরিমাপকঃ কোনো উপাদানের উপরিভাগে থাকা রঙ বা যেকোনো উপাদানের স্তরের পুরুত্ব পরিমাপ করার জন্য আবরণ পুরুত্ব পরিমাপক ব্যবহার করা হয়। আবরণ পুরুত্ব পরিমাপকে ডিজিটাল এলসিডি ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকার পাশাপশি বিভিন্ন আধুনিক বিশিষ্ট অন্তর্ভুক্ত থাকে যা যেকোনো উপাদানের স্তরের পুরুত্ব পরিমাপ করার ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে। বিডিতে ব্যাপক হারে আবরণ পুরুত্ব পরিমাপক ব্যবহার করা হয়।

তাছাড়া, বাংলাদেশে তার এবং শীট ধাতু বেধ পরিমাপক এবং আল্ট্রাসনিক বেধ পরিমাপক সহ বিভিন্ন ধরণের পুরুত্ব পরিমাপক মিটার পাওয়া যায় যেগুলো সচরাচর ব্যবহার হয়ে থাকে। তবে, এই ধরণের পুরুত্ব পরিমাপক উপাদান ও আবরণ পরিমাপকের ন্যায় কাজ করে এবং সাধারণত বিশেষ বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত থাকায় আলাদা নামকরণ করা হয়েছে।

পুরুত্ব পরিমাপক কিভাবে ব্যবহার করতে হয়?

পুরুত্ব পরিমাপক মিটার ব্যবহারের ক্ষেত্রে এর নির্দিষ্ট ধরণ অনুসারে ব্যবহারবিধি ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে, পুরুত্ব পরিমাপকের সাথে থাকা ইউজার গাইড অনুসরণ করে যেকেও সহজেই পুরুত্ব পরিমাপক ব্যবহার করতে পারবে। তাছাড়া, পুরুত্ব পরিমাপক ব্যবহার করার কতিপয় কিছু সহজ পদক্ষেপ উল্লেখ করা হলো যা পুরুত্ব পরিমাপক ব্যবহারের সময় সহায়ক ভূমিকা রাখবে।

উপাদান পুরুত্ব পরিমাপক ব্যবহারের ৩টি সহজ পদক্ষেপ

  • স্টেপ ১ঃ উপাদান পুরুত্ব পরিমাপকের ক্ষেত্রে এটি হাতে নিয়ে যে উপাদানের পুরুত্ব পরিমাপ করবেন তা এর দুই প্রান্তের মধ্যে প্রবেশ করান।
  • স্টেপ ২ঃ উপাদান পুরুত্ব পরিমাপকের দুই প্রান্ত ম্যানুয়ালি বা ডিজিটাল ভাবে একসাথে করে ফেলুন।
  • স্টেপ ৩ঃ যদি ডিসপ্লে অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে ডিসপ্লেতে পরিমাপকৃত নির্দিষ্ট পুরুত্ব প্রদর্শন করবে। আর, অ্যানালগ উপাদান পুরুত্ব পরিমাপক এর স্কেলের নাম্বার দেখে পুরুত্ব পরিমাপ বুঝে নিতে হবে।

আবরণ পুরুত্ব পরিমাপক ব্যবহারের ৩টি সহজ পদক্ষেপ

  • স্টেপ ১ঃ আবরণের পুরুত্ব পরিমাপকটি চালু করতে হবে।
  • স্টেপ ২ঃ যে স্তরের পুরুত্ব পরিমাপ করতে হবে সেখানে এটির সেন্সর থাকা জায়গায় স্পর্শ করান এবং একটু চাপ দিন। অথবা, যদি আবরণ পুরুত্ব পরিমাপকের সাথে স্টেটেস্কোপের ন্যায় আলাদা সেন্সর যুক্ত তার থাকে তাহলে সেন্সর যুক্ত তারটি নির্দিষ্ট স্থানে স্পর্শ করান এবং একটু চাপ দিন।
  • স্টেপ ৩ঃ আবরণ পুরুত্ব পরিমাপকের এলসিডি ডিসপ্লেতে স্তরের পুরুত্ব প্রদর্শিত হবে।

পুরুত্ব পরিমাপক কেনার আগে কি কি বিবেচনা করা উচিত?

পুরুত্ব পরিমাপক কেনার আগে অবশ্যই কিছু বিষয় বিবেচনা করতে হবে। বিস্তারিত উল্লেখ করা হলোঃ

১। বিডিতে বিভিন্ন ধরণের পুরুত্ব পরিমাপক পাওয়া যায়। তাই, কেনার আগে অবশ্যই প্রয়োজন অনুসারে পুরুত্ব পরিমাপকের ধরণ নির্বাচন করতে হবে।

২। যদি পুরুত্ব পরিমাপকটির সাথে ডিজিটাল ডিসপ্লে থাকে তাহলে দেখতে হবে এটি সঠিক ফলাফল প্রদর্শিত করতে পারছে কিনা।

৩। প্রয়োজন অনুপাতে পুরুত্ব পরিমাপকের নির্দিষ্ট বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত আছে কিনা তা যাচাই করে নিতে হবে।

৪। বিডিতে পুরুত্ব পরিমাপক কেনার আগে অবশ্যই এর গুণমান বিবেচনা করতে হবে। কেননা এর গুণমান যত ভালো হবে তত দীর্ঘ সময় স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যাবে।

৫। তাছাড়া, কতিপয় বিষয়গুলো বিবেচনা করার পাশাপাশি বাংলাদেশে বাজারে পুরুত্ব পরিমাপকের দাম ও এর গুণমানের সামঞ্জস্যতা সম্পর্কে ধারণা রাখতে হবে।

বাংলাদেশের সেরা পুরুত্ব পরিমাপক এর মূল্য তালিকা 2024 & January, 2025

2024 & January, 2025-এর বাংলাদেশের সেরা পুরুত্ব পরিমাপক এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের পুরুত্ব পরিমাপক ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা পুরুত্ব পরিমাপক এর তালিকা তৈরি করা হয়েছে।

পুরুত্ব পরিমাপক মডেল বাংলাদেশে দাম
Digital Thickness Measurement Gauge Meter ৳ ৪,৫০০
Smart Sensor AR932 Film Coating Thickness Gauge ৳ ১২,৫০০
Micrometer Screw Gauge 75mm ৳ ২,৬০০
Electronic Lightweight Digital Calliper LCD Screen N48AA ৳ ৪,৫০০
Smart Sensor AS840 Ultrasonic Thickness Gauge ৳ ১২,০০০
Digital Thickness Guagge ৳ ১১,০০০
Micrometer Screw Gauge 100mm ৳ ৪,৫০০
Digital Thickness Gauge Meter ৳ ৮,৫০০
Smart Sensor Ultrasonic Thickness Gauge Meter ৳ ২৫,৫০০
Analog Dial Thickness Gauge ৳ ৫,৫০০