টেলিফোন সেট কেনাকাটা
বর্তমানের টেলিফোনে রয়েছে অনেক তফাৎ কারন যুগের সাথে সাথে সংযোগ হয়েছে আধুনিক অনেক বৈশিষ্ট্য। বাসার নিরাপত্তার ক্ষেত্রে ইন্টারকম হিসেবে টেলিফোন সেটের কোনো বিকল্প নেই। ল্যান্ড লাইন বা টেলিফোনে বিশেষ কিছু সুবিধা পাওয়া যায় তা মোবাইলে পাওয়া যায় না। এবার জেনে নেয়া যাক টেলিফোন সম্পর্কে অজানা সকল প্রশ্নের উত্তরঃ
বাংলাদেশে কয় ধরণের টেলিফোন পাওয়া যায়?
বর্তমান বাংলাদেশের বাজারে দুই ধরণের টেলিফোন পাওয়া যায় সেগুলো হলোঃ
১. তারহীন টেলিফোন সেট
২. তারযুক্ত টেলিফোন সেট
বাংলাদেশে টেলিফোনের দাম কত?
বাংলাদেশে টেলিফোন এর দাম ৭০০ টাকা থেকে শুরু যেটি একটি ল্যান্ডলাইন ফোন এবং পরিষ্কার কথা বলা যায়। আর সিমযুক্ত টেলিফোনের দাম বাংলাদেশে ২,০০০ টাকার মধ্যে এবং এটিতে এলসিডি ডিসপ্লে সহ ব্যাটারির সুবিধা রয়েছে।
টেলিফোন সেটে কি কি সুবিধা আছে?
১. ল্যান্ডলাইন টেলিফোন দিয়ে মাসিক একটি খরচ দিয়ে যতখুশি তত কথা বলা যায়।
২. বাংলাদেশে বর্তমানে সিম সাপোর্টেড টেলিফোন পাওয়া যাচ্ছে যার সাহায্যে সব নাম্বারেই কল করা যাবে।
৩. টেলিফোন বা ল্যান্ডলাইনে ফোনে অন্য সকল ফোন থেকে খরচ অনেক কম হয়।
৪. মোবাইলে নেটওয়ার্ক জনিত অনেক ইস্যু থাকে এবং অনেক দরকারি কাজে কথা বলার সময় ফোনের চার্জ ফুড়িয়ে গিয়ে বন্ধ হয়ে যায় কিন্তু ল্যান্ডলাইন টেলিফোন এদের থেকে ব্যতিক্রম।
৫. এটি দিয়ে ইন্টারনেট সুবিধাও গ্রহণ করা যায়।
তারবিহীন টেলিফোন ভালো নাকি তারযুক্ত টেলিফোন?
প্রকৃত রূপে তারবিহীন টেলিফোন এবং তারযুক্ত টেলিফোন দুইটিই ভালো। সেবা প্রদানের ক্ষেত্রে কিছুটা আলাদা হলেও দুইটিই সেরা এগুলোর নিজ নিজ বৈশিষ্ট্যের দিক থেকে সেরা। যদিও কর্ডযুক্ত ফোনগুলি অনেক আগে থেকেই ব্যবহার হয়ে আসছে তবুও বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে আপনার বাড়িতে কমপক্ষে একটি কর্ডযুক্ত ফোন রাখা ভাল ধারণা। তারহীন ফোনগুলিও উচ্চ মানের ভয়েস অফার করে এবং সহজেই বহনযোগ্য। কিছু কিছু তারহীন সেটা ব্যাটারী ব্যাকআপ থাকে ফলে বিদ্যুৎ চলে গেলেও কথা বলা যায়। আর কিছু তারহীন টেলিফোনে একটি বেজ স্টেশন থাকে এবং একাধিক ফোন ফোন থাকে ফলে একটি লাইন অনেক রুমে ব্যবহার করা যায়। তাই আপনার কাজের উপর ভিত্তি করে নির্বাচন করুন আপনি কোন টেলিফোনটি কিনবেন।