সানগ্লাস কেনাকাটা
সানগ্লাস সকলেরই পছন্দের একটি জিনিস। সানগ্লাস অনেকে ব্যবহার করে স্টাইলের জন্য, কেওবা আবার ডাক্তারের পরামর্শ নিয়ে, আবার কেও ব্যবহার করে সূর্যের তীব্র আলো থেকে রক্ষা পেতে। বাংলাদেশে শিশু, ছেলে, মেয়ে সবার জন্যই বিভিন্ন রকমের সানগ্লাস পাওয়া যায়। বাংলাদেশে সানগ্লাসের দাম অনেক সস্তা।
সানগ্লাস কেনার আগে কি কি বিষয় জানা থাকতে হবে?
সানগ্লাস কেনার আগে কিছু বিষয় জরুরী ভাবে জেনে নেয়া উচিৎ। এই বিষয় গুলো জানা না থাকলে সঠিক সানগ্লাসটি কেনা যাবে না। তাই নিচে সানগ্লাস কেনার আগে যা যা জানতে হবে সেগুলো উল্লেখ করা হলোঃ
১। সাধারণ সানগ্লাস কেনার আগে জেনে নিতে হবে সানগ্লাসের গ্লাস কি রকম। এই গ্লাসে কোনো পাওয়ার আছে কি না সেটি যাচাই করে নিতে হবে। ডাক্তারের পরামর্শ ছাড়া পাওয়ারের সানগ্লাস কেনা উচিৎ নয়।
২। সানগ্লাসের ফ্রেমের সাথে ব্যবহারকারীর চেহারার সামঞ্জস্য থাকতে হবে নতুবা সানগ্লাস চেহারায় মানাবে না।
৩। মহিলাদের জন্য সানগ্লাসের ফ্রেম একটু ব্যতিক্রম ভাবে পছন্দ করা উচিৎ। বর্তমান বাজারে মহিলাদের জন্য বিভিন্ন ডিজাইনের সানগ্লাস পাওয়া যায় সেগুলো কেনা উচিৎ। কেননা মহিলাদের সানগ্লাসের ফ্রেম অনেক হালকা থাকে। ভারি ফ্রেমের সানগ্লাস মহিলারা পরিধান করলে নাকের উপরে দাগ পরে যাবে।
৪। পাওয়ার সানগ্লাস কিনতে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিক পাওয়ারের গ্লাস সানগ্লাসে যুক্ত করতে হবে।
৫। সানগ্লাস কেনার আগে বিশেষ ভাবে গ্লাসের কোয়ালিটি, ফ্রেম কেমন এবং ওজন দেখে কেনা ভাল।
আমার চেহারার সাথে মানানসই এমন সানগ্লাস নির্বাচন করবো কীভাবে?
কয়েকটি ধাপ অনুসরণ করলে চেহারার মাপ অনুযায়ী মানানসই সানগ্লাস নির্বাচন করা যাবে খুব সহজেই। এই ধাপগুলো হলোঃ
- আপনার চেহারার আকৃতি যদি লম্বাটে হয় তাহলে আপনাকে আয়তাকার সানগ্লাস পছন্দ করতে হবে।
- চেহারা গোল হলে সানগ্লাসের ফ্রেমের উপরটা হালকা কার্ভড এবং নিচের দিকটা রাউন্ড হলে বেশি মানাবে।
- চেহারার আকৃতি যদি ছোট হয় তবে ছোট সাইজের যেকোনো ফ্রেম মানিয়ে নিবে উপরের দুইটি ধাপ বিবেচ্য হলে।
বিডিতে সানগ্লাসের দাম কত?
সানগ্লাসের দাম বিডিতে মাত্র ২৫০ টাকা থেকে শুরু হয় যা খুবই আকর্ষণীয় ডিজাইনের ফ্রেম এবং উন্নত মানের আয়তাকার গ্লাস ব্যবহার করা হয়েছে। বিডিতে সানগ্লাসের সর্বোচ্চ দাম ১,৮০০ টাকা হয়ে থাকে। একটি সানগ্লাসের দাম নির্ধারিত হয় এর ফ্রেম ম্যাটারিয়াল, গ্লাস কোয়ালিটি এবং ফ্রেম কালারের উপর ভিত্তি করে।