স্টাইলাস পেন কেনাকাটা
স্টাইলাস পেন বর্তমান সময়ের একটি বহুল চাহিদার ডিভাইস যার সাহায্যে যেকোনো টাচস্ক্রীন ডিভাইস টাচ না করেই নিয়ন্ত্রণ করা যায়। বর্তমানের স্মার্টফোন, টাচস্ক্রীন ল্যাপটপ, গ্রাফিক্স ট্যাবলেট এবং অন্যান্য ইলেক্ট্রনিক টাচস্ক্রীন ডিভাইসের সাথে স্টাইলাস পেন যুক্ত হতে দেখা যাচ্ছে সবকিছুতেই। শুধু তাই নয় ডিভাইসের সাথে যুক্ত থাকা স্টাইলাস পেন হাড়িয়ে গেলেও পুনরায় কিনতে পাওয়া যায় এই স্টাইলাস পেন গুলো। এছাড়াও কিছু ডিভাইসে স্টাইলাস পেন ব্যবহারের সুবিধা রয়েছে কিন্তু আলাদা করে কিনতে হয়।
স্টাইলাস পেন কোন কোন কাজে ব্যবহার করা হয়?
স্টাইলাস পেন মূলত টাচস্ক্রীন ডিভাইসে আঙ্গুলের ব্যবহার কমিয়ে আনার জন্যই তৈরি। স্টাইলাস পেনের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যার ফলে এটি অনেক কাজে ব্যবহার হয়ে থাকে। যেসব কাজে স্টাইলাস পেন ব্যবহার হয়ে থাকে এগুলো নিচে আলোচনা করা হলোঃ
১। দীর্ঘক্ষণ স্মার্টফোনে বিভিন্ন কাজ করার ফলে বারবার টাচ করলে আঙ্গুলের ছাপ স্মার্টফোনের ডিসপ্লেতে পরে ফলে অনেক দাগ হয় এবং ডিসপ্লে ঘোলা হয়ে যায়। কিন্তু স্টাইলাস পেন ব্যবহার করলে স্মার্টফোনের ডিসপ্লেতে কোনো দাগ পরে না এবং ডিসপ্লে ঘোলাও হয় না।
২। গ্রাফিক্সের অনেক কাজ করার ক্ষেত্রে স্টাইলাস পেন বিশেষ ভাবে উপযোগী। কেননা গ্রাফিক্সের কাজ করার সময় কালার তোলা, কালার বসানো, কালার নির্বাচন করা, বর্ডার দেয়া এবং অন্যান্য কাজ গুলো খুব নিখুঁতভাবে করতে যায়।
৩। অনেক সময় দরকারি জিনিস নোট করতে হয়। ডিভাইসে নোট করার জন্য সাধারণত কিবোর্ড প্রেস করতে হয় ফলে সময় অপচয় হয়। কিন্তু স্টাইলাস পেন দিয়ে খুব সহজেই গুরুত্বপূর্ণ জিনিস গুলোকে নোট করে ফেলা যায় নিমিষেই।
৪। ছোট বাচ্চাদের লেখাপড়া শেখানোর জন্য চক এবং ব্ল্যাকবোর্ড ব্যবহার করা হয়। বাচ্চারা চক হাতে নিলে হাতে চকের গুঁড় মেখে যায় এবং ওই হাত মুখে দিলে চকের গুঁড় পেটে গেলে বিভিন্ন রোগ দেখা দিতে পারে। কিন্তু একটি গ্রাফিক্স ট্যাবলেটে স্টাইলাস অএন ব্যবহারের মাধ্যমে বাচ্চাদের পড়ালেখা শেখালে তারা আগ্রহ নিয়ে শিখবে এবং সুরক্ষিত থাকবে।
৫। স্টাইলাস পেনের সাহায্যে বিভিন্ন গ্রাফিক্সের কাজগুলো করা হলে কাজ গুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠে।
বিডিতে কি প্রযুক্তির স্টাইলাস কলম পাওয়া যায়?
বিডিতে সাধারণত কাজের ধরনের উপর ভিত্তি করে স্টাইলাস পেন পাওয়া যায়। এগুলো হলোঃ
- এক্টিভ স্টাইলাস পেন
- প্যাসিভ স্টাইলাস পেন
অ্যাক্টিভ স্টাইলাস পেনঃ অ্যাক্টিভ স্টাইলাস পেনে ব্লুটুথ কানেক্টিভিটির মতো কিছু অতিরিক্ত বৈশিষ্ট্য রয়েছে এবং এটি স্ক্রিনে লিখতে পারে।
প্যাসিভ স্টাইলাস কলমঃ এটি ঐতিহ্যবাহী স্টাইলাস কলম আঙুলের মতো কাজ করে।
বিডিতে কত রকমের স্টাইলাস পেন পাওয়া যায়?
বিডিতে দুই রকমের স্টাইলাস পেন পাওয়া যায়। এগুলো কাজের দিক থেকে এক হলেও পরিচালনের দিক থেকে আলাদা। এগুলো হলোঃ
- ব্যাটারি স্টাইলাস পেন
- ফ্রি স্টাইলাস পেন
ব্যাটারি স্টাইলাস পেনঃ ব্যাটারি স্টাইলাস পেন বা রিচার্জেবল স্টাইলাস পেন গুলোতে একটি ব্যাটারি যুক্ত থাকে। এ স্টাইলাস পেন কে চার্জ দিয়ে ব্যবহার করতে হয়। একবার চার্জ করলে একটানা ১ ঘন্টার বেশি ব্যবহার করা যায় এই স্টাইলাস পেন গুলো। ডিজাইনারদের জন্য এই রিচার্জেবল স্টাইলাস পেন খুবই উপযোগী।
ফ্রি স্টাইলাস পেনঃ ফ্রি স্টাইলাস পেন গুলো সরাসরি ব্যবহার করা যায় তবে এটি মোবাইল, ট্যাবলেটের সাথে যুক্ত থাকে। এটি যুক্ত থাকার ফলে সরাসরি মোবাইল বা ট্যাবলেট থেকে কিছু পরিচালন শক্তি শোষণ করে ৩০ থেকে ৪০ মিনিটের মতো ব্যবহার করার উপযোগী হয়ে উঠে। যাদের বিভিন্ন জিনিস নোট করার প্রয়োজন থাকে তাদের জন্য এটি বিশেষ ভাবে উপযোগী।
বিডিতে স্টাইলাস পেনের দাম কত?
স্টাইলাস পেনের দাম শুরু বিডিতে ৫৪০ টাকা থেকে এবং ভাল মানেরগুলো ১৬,৫০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। এগুলো যেকোনো মোবাইল, টাচস্ক্রীন ল্যাপটপ এবং অন্যান্য টাচস্ক্রীন ডিভাইসে ব্যবহার করা যাবে। কম দামে ভাল মানের স্টাইলাস পেন পাওয়া যায় বিধায় এটির ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে স্টাইলাস পেন কেনার আগে এটি আপনার ডিভাইস সাপোর্ট করবে কিনা জেনে নিন এন্ড কি ধরনের সুবিধা প্রদান করবে এটিও যেন নিন কারন এর উপর ভিত্তি করে দামের তারতম্য। আর ভাল মানের কাজের জন্য একটু দাম বেশি দিয়ে হলেও স্টাইলাস পেন কেনা উচিত।