১২৮ জিবি Ssd কেনাকাটা
দ্রুত এবং দক্ষ ডেটা স্টোরেজ চাহিদা মেটাতে ১২৮ জিবি এসএসডি সবচেয়ে কার্যকর স্টোরেজ। বর্তমানে, অফিসিয়াল, ফ্রীল্যান্সিং কিংবা ব্যবসায়িক কাজের জন্য ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটারে কাজের ধারাবাহিকতা বজায় রাখতে দ্রুত বুট টাইম, ফাইল অ্যাক্সেস, এবং উন্নত সিস্টেম রেসপন্স বজায় রাখতে ১২৮ জিবি এসএসডি প্রাইমারী ড্রাইভ হিসেবে ব্যবহার করা হয়। বর্তমানে, স্যামসাং, টুইনমস, কিংফাস্ট, ওয়েস্টার্ন ডিজিটাল, এডাটা সহ জনপ্রিয় ব্র্যান্ডের লেটেস্ট ১২৮ জিবি এসএসডি সাশ্রয়ী দামে বিডিস্টল.কম এ পাওয়া যায়।
এইচডিডির পাশাপাশি কেন ১২৮ জিবি এসএসডি ব্যবহার করবেন?
১। বাংলাদেশে ১২৮ জিবি এসএসডি সবচেয়ে কম দামে পাওয়া যায়। এই সাইজের এসএসডি সাধারণত কম বাজেটের মধ্যে পুরাতন ল্যাপটপ, ডেস্কটপ এর সাথে ব্যবহারের জন্য উপযুক্ত।
২। ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারে এইচডিডির পাশাপাশি ১২৮ জিবি এসএসডি ব্যবহারের ফলে উন্নত সিস্টেম পারফরম্যান্স পাওয়া যায়। বিশেষ করে ১২৮ জিবি এসএসডি ড্রাইভে অপারেটিং সিস্টেম, নিত্য প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করার ফলে দ্রুত বুট করা যায়। পাশাপাশি, দ্রুত যেকোনো এপ্লিকেশন ও ফাইল অ্যাক্সেস করা যায়।
৩। ডকুমেন্ট, ছবি, ভিডিও ইত্যাদি ১২৮ জিবি স্টোরেজে সংরক্ষণ করে রাখলে, ফাইল গুলো দ্রুত সময়ে অ্যাক্সেস করা যায়। এছাড়াও, ফাইল কপি বা মুভ করা এবং সার্চ করে বের করার ক্ষেত্রে যথেষ্ট কম সময় লাগে।
৪। তাছাড়া, ল্যাপটপ নিয়ে সচারাচর আমরা সবাই বিভিন্ন জায়গায় মুভ করে থাকি। তাই, চলাচলে যেকোনো দুর্ঘটনা জনিত ঝুঁকি এড়াতে ল্যাপটপে ১২৮ এসএসডি যথেষ্ট কার্যকর। কারণ, ১২৮ জিবি এসএসডিতে কোনো ঘূর্ণায়মান পার্টস নেই। ফলে, ক্ষয়ক্ষতির সম্ভাবনা নেই বললেই চলে।
৫। এইচডিডি এর পাশাপাশি ১২৮ জিবি এসএসডি ব্যবহার করতে পারেন, যা স্টোরেজ অপ্টিমাইজ করতে সহায়তা করবে। ১২৮ জিবি এসএসডি ড্রাইভে অপারেটিং সিস্টেম, নিয়মিত ব্যবহৃত অ্যাপ্লিকেশন ইন্সটল করে, এইচডিডি ড্রাইভে মাল্টিমিডিয়া ফাইল সহ যেকোনো বড় ফাইল জমা রেখে স্টোরেজ অপ্টিমাইজ করতে পারেন।
বাংলাদেশে ১২৮ জিবি এসএসডির দাম কত?
বর্তমানে, লেটেস্ট ১২৮ জিবি এসএসডির দাম বাংলাদেশে ১,১০০ টাকা থেকে শুরু, যা ৫৫০ এমবি/সেকেন্ড রিড স্পিড এবং ১৮০ এমবি/সেকেন্ড রাইট স্পিড প্রদান করে থাকে। তাছাড়া, ১২৮ জিবি এসএসডির দাম সাধারণত ব্র্যান্ড, কানেক্টিভিটি, পারফরম্যান্স সহ অন্যান্য স্পেসিফিকেশন এর উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। এছাড়াও, উচ্চ ডাটা ট্রান্সফার স্পীড, ইসিসি টেকনোলোজি, এবং এনভিএমই কানেক্টিভিটি ফিচার যুক্ত ১২৮ জিবি এসএসডি ১,৯০০ টাকা থেকে ২,৫০০ টাকার মধ্যে পাওয়া যায়।