স্প্রে মেশিন কেনাকাটা
স্প্রে মেশিন বলতে সাধারণত পানি কিংবা তরল কোনো পদার্থ ছিটানোর যন্ত্রকে বুঝায়। আধুনিক যুগে কাজের সহজলভ্যতার তাগিদে স্প্রে মেশিনের আবিষ্কার হয়েছে। বর্তমানে স্প্রে মেশিন কৃষিকাজে, চিকিৎসার কাজে এবং শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহার হচ্ছে। এটি ব্যবহারের ফলে অল্প সময়ের মধ্যে মানুষ অধিক পরিমানের কাজ করতে পারে।
কাজের ভিন্নতার জন্য স্প্রে মেশিন বিভিন্ন রকমের হয়ে থাকে । আমাদের দেশের বাজারে বিভিন্ন ধরনের স্প্রে মেশিন রয়েছে ক্ষেত্র-বিশেষে স্প্রে মেশিনগুলো যে সকল কাজে ব্যবহার করা হয় তার সংক্ষিপ্ত তথ্য আলোচনা করা হলোঃ
কৃষিকাজে ব্যবহ্রত স্প্রে মেশিন
স্প্রে মেশিন বর্তমানে সকল ধরনের কৃষিকাজে ব্যবহার হচ্ছে। কৃষিকাজের ক্ষেত্রে ব্যবহ্রত স্প্রে মেশিনগুলো দুই ধরনের হয়ে থাকে যেমন হাইড্রোলিক এবং লো-ভলিউম স্প্রে মেশিন। ধানের রোগ সংক্রমন রোধ করতে সংক্রামণ নাশক ঔষধ প্রয়োগের জন্য স্প্রে মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়াও গাছ দ্রুত বৃদ্ধি করণ, বাগানের পরিচর্যাসহ বিভিন্ন ফসলে বা গাছে পানি দেওয়ার কাজ ব্যবহার করা হয়। গবেষণায় দেখা গেছে যে সরাসরি মাটিতে কীটনাশক বা সার প্রয়োগের ফলে এর অপচয়ের মাত্রা বেশি হয় তাই স্প্রে মেশিনের মাধ্যমে এই সকল কীটনাশক বা সার প্রয়োগ করলে অপচয় কম হবে পাশাপাশি ফসলের ফলন ভালো পাওয়া যায়। স্প্রে মেশিন কেনার পূর্বে অবশ্যই আপনার প্রয়োজন অনুযায়ী ফিচারসমূহ দেখে কিনবেন। মনে রাখা ভালো যে স্প্রে মেশিনের স্পেয়ার পার্টসের পরিবর্তনের সুবিধা থাকলে একই মেশিন একাধারে দীর্ঘদিন ব্যবহার করা যাবে।
কন্সট্রাকশনে ব্যবহৃত স্প্রে মেশিন
প্রযুক্তিগত ভাবে কৃষির অবদানের পাশাপাশি কন্সট্রাকশনেও ভালো অবদান রাখছে ইলেক্ট্রিক পেইন্ট স্প্রে মেশিন। বিশ্ব বাজারে চীনা প্রযুক্তিতে তৈরী ওয়াল পেইন্ট স্প্রে মেশিন ও সিমেন্ট প্লাস্টার মেশিনের ভালো আলোড়োন সৃষ্টি করেছে। এই ধরনের মেশিন পানির সাথে শুকনো গুড়া মর্টারের সাহায্যে স্বয়ংক্রিয় ভাবে মিশ্রিত করে দেয়ালে কিংবা মেঝেতে ব্যবহার করা হয়। এই ধরনের স্প্রে মেশিনের মর্টার তাপ সংরক্ষন, অগ্নিনির্বাপক, পানিরোধী এবং মাটির জন্য উপযুক্ত। স্প্রে মেশিন গুলো উচ্চ মানের কাজের জন্য দক্ষ, ব্যবহার করা সহজ, এবং পরিষ্কার করা সুবিধাজনক। উন্নত মানের স্প্রে মেশিনের দাম বর্তমান বাজারে তুলনামূলক ভাবে কম।
মেডিক্যালে ব্যবহৃত স্প্রে মেশিন
চিকিৎসা ক্ষেত্রে স্প্রে মেশিনের গুরুত্ব অপরিসীম। ফগিং স্প্রে মেশিনের সাহায্যে স্যানিটাইজেশন এর কাজে মেডিক্যালে ব্যবহার হচ্ছে। বিশেষ করে বড় বড় শিল্প কারখানায় ও শিক্ষা প্রতিষ্ঠানে স্যানিটাইজার স্প্রে মেশিনের ব্যপক ব্যবহার হচ্ছে। তাই চাহিদা অনুযায়ী গ্রাহক বিডিস্টল থেকে স্যানিটাইজার স্প্রে মেশিন কিনতে পারবেন।
স্প্রে মেশিনের সুবিধাসমূহ
- স্প্রে মেশিন ব্যবহারে কম সময়ে অধিক জায়গার স্প্রে করা যায় ।
- কৃষিজমিতে ফসল রক্ষায় কীটনাশক বা বিষ হাতের সাহায্যে ছাড়াই স্প্রে মেশিন দিয়ে জমিতে প্রয়োগ করা যায়। '
- শিল্প-কারখানায় রাসায়নিক পদার্থ ব্যবহারের জন্য স্প্রে মেশিন সবচেয়ে নিরাপদ।
- দেয়ালে সমানভাবে রঙ করাতে স্প্রে মেশিনের বিকল্প নেই।
- শারিরীক সমস্যা কিংবা আঘাতজনিত স্থানে ব্যাথা কমানোর জন্য থার্মাল স্প্রে ব্যবহার করে।
- চিকিৎসা ক্ষেত্রে আলট্রাসোনিক কোটিং সিস্টেমে স্প্রে মেশিনের ব্যবহার করা হয়।
স্প্রে মেশিনের দাম কত?
বংলাদেশের বাজারে স্প্রে মেশিনের দাম বিভিন্ন রকমের হয়ে থাকে। এটা সম্পুর্ণ নির্ভর করে স্প্রে মেশিনের কাজের ধরনের উপরে। কৃষি কাজে ব্যবহৃত স্প্রে মেশিনের , রঙ করার স্প্রে মেশিনের দাম ও মেডিক্যালে ব্যবহৃত স্প্রে মেশিনের দাম সুম্পুর্ণ আলাদা হয়। বাংলাদেশের বাজারে স্প্রে মেশিনের দাম ৬০০ টাকা থেকে শুরু করে ৪৫,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।