ডিজে Speaker কেনাকাটা
ডিজে স্পিকার সাধারণত সমাবেশ কিংবা ইভেন্ট এর মত ছোট থেকে বড় পরিসরে জায়গায় উচ্চ মানের অডিও সরবারহ করে। এই ধরনের স্পিকার কমপ্যাক্ট লাইটওয়েট ডিজাইনে তৈরির পাশাপাশি ব্লুটুথ, ইউএসবি পোর্ট, ওয়্যারলেস কানেক্টিভিটি সিস্টেম সহ উন্নত ফিচারের সমন্বয়ে পাওয়া যায়। বর্তমানে, প্রফেশনাল সাউন্ড সিস্টেমের চাহিদা ও প্রয়োজনীয়তা অনুযায়ী জেবিএল, এফ এন্ড ডি সহ বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডের ডিজে স্পিকার বাংলাদেশে সাশ্রয়ী দামে পাওয়া যায়।
ডিজে স্পিকারের সুবিধা কি?
১। ডিজে স্পিকার আকর্ষণীয় ডিজাইনে তৈরির পাশাপাশি অন/অফ, প্লে, পুস, অটো স্ক্যান সহ বিভিন্ন ফিজিক্যাল বাটন সহ ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস রয়েছে, যার ফলে সহজে অপারেট করা যায়।
২। ডিজে স্পিকার সাধারণত সাবউফার, এক্স-ব্যালেন্সড স্পিকার এর মত শক্তিশালী অডিও ড্রাইভার ও অ্যামপ্লিফায়ারের সমন্বয়ে তৈরি হওয়ায় গুনমান সম্পন্ন উচ্চ শব্দের অডিও সরবারহ করে।
৩। ছোট বড় ইভেন্ট, ইনডোর, আউটডোর সকল জায়গাতে ডিজে স্পিকার সামঞ্জস্যপূর্ণ অডিও সরবারহ করে।
৪। ডিজে স্পিকার সাধারণত ফায়ারপ্রুফ প্লাস্টিকের মত উন্নত উপকরণের ফ্রেম, মেটাল গ্রিল ডিজাইনে তৈরি। ফলে, বিভিন্ন পরিবেশে দীর্ঘস্থায়ী ব্যবহারের নিশ্চয়তা প্রদান করে।
৫। ডিজে স্পিকারে আইপিএক্স৪, আইপি৬৬ এর মত ওয়াটারপ্রুফ, স্প্ল্যাশপ্রুফ প্রটেকশন রয়েছে, ফলে পানি কিংবা ধুলাবালিতে সহজে ক্ষতিগ্রস্থ হয় না।
৬। ডিজে স্পিকার কমপ্যাক্ট সাইজ, লাইটওয়েট ডিজাইনের পাশাপাশি হাতল বা চাকা যুক্ত থাকায় সহজেই যেকোন স্থানে বহন করা যায়।
৭। ডিজে স্পিকারে ৪০ ওয়াট থেকে ১,১০০ ওয়াট আরএমএস আউটপুট পাওয়ার ক্যাপাসিটি থাকায় স্বল্প পরিসরের জায়গা থেকে বড় পরিসরের জায়গায় বিস্তৃত পরিসরে অডিও কভারেজ প্রদান করে।
৮। এছাড়াও, পোর্টেবল ডিজে স্পিকারে লিথিয়াম-আয়ন, লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি, ইন্টারনাল প্লাম্বিক এসিড ব্যাটারি রয়েছে, যা একবার চার্জে ১২ ঘন্টা থেকে ৩২ ঘন্টা পর্যন্ত অডিও শোনা যায়। এছাড়াও, ২০ মিনিট স্লীপ মোডে থাকার পর অটোমেটিক পাওয়ার অফ হয়ে ব্যাটারি পাওয়ার সেভিং সুবিধা রয়েছে।
৯। ডিজে স্পিকার ব্যবহারে উচ্চ মানের অডিও পাওয়ার পাশাপাশি মাল্টিকালার, এলইডি রিং টাইপ লাইটিং সুবিধা রয়েছে, যা রিমোটলি কন্ট্রোল করা যায়।
১০। তাছাড়া, স্মার্টফোন, ল্যাপটপ কিংবা অডিও ডিভাইস থেকে ডিজে স্পিকারের অডিও কন্ট্রোল করার জন্য নিজস্ব অ্যাপ রয়েছে।
১১। ডিজে স্পিকারে ব্লুটুথ, ইউএসবি, এইউএক্স, ওয়্যারলেস ও এনএফসি ওয়ান টাচ কানেক্টিভিটির মত সংযোগ সুবিধা রয়েছে, যা দিয়ে মাইক্রোফোন, গিটার অন্যান্য স্মার্ট ডিভাইস সহজে সংযোগ করে ব্যবহার করা যায়।
ডিজে স্পিকার এর দাম কত?
বাংলাদেশে ডিজে স্পিকার এর দাম ১২,০০০ টাকা থেকে শুরু, যা সাধারণত পোর্টেবল ডিজাইনে তৈরি, ছোট পরিসরের জায়গায় ব্যবহারের জন্য উপযুক্ত। তাছাড়া, বাংলাদেশে ডিজে স্পিকারের দাম ব্র্যান্ড, মডেল, গুণমান, ডিজাইন, স্পিকার সংখ্যা, কানেক্টিভিটি এবং পাওয়ার আউটপুট সহ অন্যান্য ফিচার সমূহের উপর নির্ভর করে দাম পরিবর্তিত হয়ে থাকে। ওয়্যারলেস ডিজে স্পিকার বাংলাদেশের বাজারে ৩৭,০০০ টাকা থেকে ৭০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। প্রিমিয়াম কোয়ালিটির ওয়্যারলেস অডিও সিস্টেম সম্পন্ন ডিজে স্পিকার এর দাম ৯১,০০০ টাকা থেকে শুরু।