হোম থিয়েটার Speaker কেনাকাটা
বর্তমানে বিভিন্ন ফ্যাশনের মত শব্দ শোনার জন্য অডিওতে এসেছে ভিন্নতা যেমন হোম থিয়েটার। এটি দিয়ে বাস্তব অডিওর প্রতিফল ঘটান যায় মানে বিভিন্ন শব্দ বিভিন্ন অবস্থান থেকে শোনা যায়। টিভি, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, ডিভিডি দিয়ে তার বা ব্লুটুথ সংযোগের মাধ্যমে হোম থিয়েটার বাস্তবিক অডিও প্রদান করে থাকে। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের হোম থিয়েটার পাওয়া যায় এবং এগুলোর দাম এখন সবার সাধ্যের মধ্যে।
হোম থিয়েটার কেনার আগে কি কি বিষয় জানা দরকার?
হোম থিয়েটার কেনার আগে কয়েকটি বিষয় সম্পর্কে জেনে নিতে হবে ভাল মতো।
১। হোম থিয়েটারে যে অডিও প্লেয়ার সংযোগ করা হবে সেটি সঠিক মানের অডিও প্রেরণ করতে পারবে কি না জানা উচিৎ। তবে বাংলাদেশের বাজারে কিছু হোম থিয়েটার সিস্টেম পাওয়া যায় সেটির সাথে ডিভিডি বা ব্লুরে প্লেয়ার সংযুক্ত থাকে এবং খুব উন্নত মানের সাউন্ড প্রদান করে।
২। অডিও প্লেয়ারের সাথে হোম থিয়েটারের পোর্টের মিল আছে কি না সেটি দেখে নিতে হবে। আর ব্লুটুথ প্রযুক্তির হোম থিয়েটার হলে এটির ব্লুটুথ ভার্সনের সাথে অডিও প্লেয়ারের ভার্সন মিলিয়ে নিলে ভাল। তবে সাধারণত আধুনিক ভার্সন হলে এটি আগের ভার্সনকেও সাপোর্ট করে।
৩। হোম থিয়েটারের সাউন্ড কোয়ালিটি এবং এটি রাখার স্থান বিবেচনা করা উচিত। ছোট রুমের জন্য ছোট এবং কম স্পিকারযুক্ত হোম থিয়েটার উপযুক্ত। তবে বাজেট বেশি থাকলে বড় কেনা যেতে পারে ভবিষতের কথা চিন্তা করে।
৪। হোম থিয়েটারের সাথে সাধারণত এভি রিসিভার থাকে এবং এটিও মূলত বিভিন্ন স্পিকারকে নিয়ন্ত্রণ করে। এটির কয় চ্যানেল, প্লেয়ারের সাথে কানেকশান, সারাউন্ড সাউন্ড টাইপ যেমন ডলবি অ্যাটমোস বা ডিটিএস: এক্স, এপস কানেকটিভিটি, এবং বিভিন্ন স্মার্ট ফিচার আছে কিনা জেনে নিন।
৫। হোম থিয়েটারের সাব উফারের মান দেখে নেয়া উচিত।
বাংলাদেশে হোম থিয়েটারের দাম কত?
বাংলাদেশে হোম থিয়েটারের দাম মাত্র ২,৭৫০ টাকা থেকে শুরু। এটির স্পীকারের ধরণ হলো সম্পূর্ণ মাল্টিমিডিয়া প্রযুক্তির। এটিতে ৩ ইঞ্চির দুইটি স্পীকার আছে এবং ৫ ইঞ্চির একটি সাব উফার আছে। এটি এইউএক্স, ব্লুটুথ এবং ইউএসবি অডিও ইনপুট সংযোগে পরিচালিত হয়। এটি একটি ব্লুটুথ প্রযুক্তির হোম থিয়েটার। আর খুব সহজেই রিমোটের সাহায্যে এটিকে নিয়ন্ত্রণ করা যায়। এই হোম থিয়েটারে এলইডি একটি ডিসপ্লে আছে তাই এটির ভলিউম এবং মোড সবকিছু দেখা যাবে। এছাড়াও বাংলাদেশে সনি, মাইক্রল্যাব, ওয়ালটল ইত্যাদি ব্র্যান্ডের হোম থিয়েটা পাওয়া যায় এবং এগুলো দামে অনেক সস্তা।
হোম থিয়েটার পরিচালনায় কি কি সতর্কতা অবলম্বন করা দরকার?
হোম থিয়েটার পরিচালনায় বিশেষভাবে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার।
১। হোম থিয়েটার ব্যবহারের পরে এটিকে সম্পূর্ণ ভাবে বন্ধ করে রাখতে হবে।
২। ফুল ভলিউমে অডিও শোনা উচিৎ না কারণ ফুল ভলিউমে অডিও শুনলে হোম থিয়েটারের মাঝে থাকা স্পীকার গুলো ক্ষতিগ্রস্ত হতে পারে।
৩। হোম থিয়েটারকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ধুলা বালি জমে গেলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা থাকে।
৪। হোম থিয়েটারের পোর্ট গুলোকে যথাযথ ভাবে সংযোগ করতে হবে।
৫। হোম থিয়েটারের সাব উফারে বারবার হাত দেয়া থেকে বিরত থাকতে হবে।