ছোট Speaker কেনাকাটা
ব্লুটুথ স্পিকার মানে এটি ব্লুটুথের মাধ্যমে অডিও প্লেয়ারের সাথে সংযোগ স্থাপন করে। ব্লুটুথ সমর্থিত কম্পিউটার, মোবাইল, ও বিভিন্ন অডিও প্লেয়ারের সাথে এই স্পিকারগুলো খুব ভাল কর্মক্ষমতা প্রদান করে। আর বাংলাদেশে ব্লুটুথ স্পিকারকে অনেক সময় মিনি স্পিকার বলে কারন এটি সহজে বহনযোগ্য এবং দামও কম।
বাংলাদেশে ব্লুটুথ স্পিকারের দাম কত?
বাংলাদেশে ব্লুটুথ স্পিকারের দাম মাত্র ৫৫০ টাকা থেকে শুরু এবং এটি দেখতে অনেকটা ছোট সাউন্ড বক্সের মত। এছাড়াও বাংলাদেশে অনেক রকমের ব্লুটুথ স্পিকার রয়েছে। মুলত ব্লুটুথ স্পিকারের দাম নির্ধারণ হয় এটির সাউন্ড কোয়ালিটি এবং ব্রান্ডের উপর।
ব্লুটুথ স্পিকার কিনতে হলে কি কি বিষয় দেখা উচিত?
ব্লুটুথ স্পিকার নির্বাচনে নিম্নের টিপসগুলো বেশ সাহায্য করবে:
১. প্রয়োজনের উপর ভিত্তি করে ব্লুটুথ স্পিকার নির্বাচন করুন। অনেকে মিলে শোনার জন্য বড় ধরনের ব্লুটুথ স্পিকার বা ওয়ারলেস স্পিকার কিনতে পারেন। আর একাকী শোনা, অনলাইন ক্লাস, ফ্যামিলি মিটিং এর জন্য মিনি স্পিকার বেশ ভাল এবং দাম সবার নাগালে।
২। স্পিকারের পাওয়ার নির্বাচন করুন। ভ্রমনের জন্য হলে ব্যাটারিতে চলে এমন ব্লুটুথ স্পিকার নির্বাচন করুন কারন ইলেক্ট্রিসিটি না থাকলেও চলবে। ব্লুটুথ স্পিকারগুলোতে ভাল মানের ব্যাটারি ব্যবহার হয় তাই একবার চার্জ করলে কয়েক ঘন্টা ব্যবহার করা যাবে।
৩। অনেক ব্লুটুথ স্পিকার ওয়াটারপ্রুফ হয়ে থাকে ফলে ভিজে গেলেও নষ্ট হয় না। তাই প্রয়োজনে সেটি বেছে নিতে পারেন।
৪। বাংলাদেশের বাজারের বর্তমানে নামি ব্রান্ডের বিভিন্ন স্মার্ট স্পিকার রয়েছে এগুলো অডিও শোনাকে আরও সহজ করে দিয়েছে। এগুলোতে বিভিন্ন সফটওয়্যার, ওয়াইফাই, ইন্টারনেট, ভয়েস কম্মান্ড রয়েছে যেগুলো দিয়ে অনেক কাজ করা যায়।
৫। আর সর্বশেষ হল অডিও কোয়ালিটি যেটির উপর নির্ভর করছে অডিও শোনার মজা। তাই দাম একটু কম বেশি হলেও ভাল সাউন্ডের ব্লুটুথ স্পিকার বা মিনি স্পিকার কেনা উচিত।