bdstall.com

সোলার / সৌর প্যানেল এর দাম

আইটেম ১-৩১ এর ৩১

সোলার প্যানেল কেনাকাটা

সোলার প্যানেল সিস্টেম কি?

সোলার প্যানেল মূলত সরাসরি সূর্যের আলো থেকে নবায়যোগ্য বিদ্যুৎশক্তি উৎপাদন করতে পারে। যেই বিদ্যুৎ আমরা সরাসরি কোন ইলেক্ট্রনিক্স যন্ত্রাংশ চালানোর কাজে ব্যবহার করতে পারি অথবা সেটি কোন ব্যাটারিতে সংরক্ষন করে পরবর্তীতে কাজে লাগাতে পারি।

সোলার প্যানেলের কিভাবে কাজ করে?

সোলার প্যানেলের প্রধান উপাদান হলো সোলার সেল এটিই মূলত সূর্য়ের আলো থেকে বিদ্যূৎ শক্তি উৎপাদন করতে পারে। সোলার সেলের আরেক নাম ফোটোভোলটাইক এখানে উল্লেখ্য যে ফটো বলতে লাইট এবং ভোলটাইক বলতে ইলেক্ট্রিসিটিকে বুঝানো হয়েছে। সোলার সেলগুলো সাধারণত এক ধরনের সেমি কন্ডাক্টর ধাতু দ্বারা তৈরি করা হয় যেমন জার্মেনিয়াম, সিলিকন, কার্বন সিলিকন কার্বাইড ইত্যাদি । এগুলো দ্বারা তৈরি সোলার সেলকে যখন সূর্যের আলোর সংস্পর্শে আনা হয় তখন সেই আলো থেকে ফোটোভোলটাইক হালকা শক্তি ফোটন শোষণ করে নেয়। এর ফলে সেখানে কিছু ভোল্টের সৃষ্টি হয়ে থাকে আর এমন অনেকগুলো সেল যখন একত্রিত করা হয় তখন সবগুলো একসাথে অনেক বেশি ভোল্ট সৃষ্টি করতে পারে আর এভাবেই সোলার সেলের মাধ্যমে সোলার প্যানেল বিদ্যুশক্তি উৎপাদন করে থাকে।

কত ক্ষমতার সোলার প্যানেল দরকার?

বিভিন্ন ক্ষমতার ও সাইজের সোলার প্যানেল রয়েছে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ক্রয় করতে পারেন । তবে সমস্যাটা হয় তখন যখন আমাদের কার কতটুকু দরকার সেটা না জানা থাকে তাহলে চলুন একটা সাধারণ হিসাব বুজে নেই। ধরুন কোন ব্যক্তি দুইটা লাইট ও একটা ফ্যান চালাবে সোলার প্যানেল দ্বারা। ধরা যাক লাইট দুটির ক্ষমতা ১০ ওয়াট করে ২০ ওয়াট ও ফ্যানটির ক্ষমতা ২০ ওয়াট তাহলে মোট প্রয়োজন ৪০ ওয়াট। আমরা যদি প্রতিদিন ৬ ঘন্টা করে চালাতে চাই তাহলে মোট প্রয়োজন ৪০ * ৬ = ২৪০ ওয়াট। এর জন্য ব্যাটারি প্রয়োজন হবে ২৪০ / ১২ = ২০ এম্পিয়ার বা ১২ ভোল্টের ব্যাটারি। সোলার প্যানেলের লেড এসিড ব্যাটারির চার্জিং কারেন্ট ১০% । তাহলে ২০ এম্পিয়ার ব্যটারির চার্জিং কারেন্ট হবে ২০*১০/১০০ = ২ এম্পিয়ার আর ২ এম্পিয়ার কারেন্ট উৎপাদন করতে সোলার প্যানেল লাগবে ২*১২ = ২৪ ওয়াট। তারমানে এই ব্যক্তির ২৪ ওয়াটের সোলার প্যানেল লাগালেই তার বিদ্যুৎ চাহিদা পূরণ করতে পারবে। এভাবেই আপনারা আপনাদের প্রয়োজন হিসাব করে সোলার প্যানেল ক্রয় করতে পারবেন।

সোলার প্যানেলের দাম কত?

বাংলাদেশে একটি সোলার প্যানেলের দাম প্রায় ৮,০০০ টাকা যা ৩০০ ওয়াট পর্যন্ত শক্তি আউটপুট দিতে পারে। প্যানেলের দাম সাধারণত মোট শক্তি, প্যানেলের গুণমান এবং প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের ক্ষমতার উপর নির্ভর করে।

বাংলাদেশের সেরা সোলার প্যানেল এর মূল্য তালিকা March, 2025

2024 & March, 2025-এর বাংলাদেশের সেরা সোলার প্যানেল এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের সোলার প্যানেল ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা সোলার প্যানেল এর তালিকা তৈরি করা হয়েছে।

সোলার প্যানেল মডেল বাংলাদেশে দাম
Long Ran Mono 100-Watt Solar Panel ৳ ৩,২৫০
Longi LR4-60HPB 355W Solar Panel ৳ ৭,৫০০
Jinko Tiger Pro 550-Watt Mono-Facial Solar Panel ৳ ১১,৫০০
Industrial 20KW Solar Power System ৳ ১,০০০,০০০
Sunshine 100-Watt Half Cut Solar Panel ৳ ৩,০০০
Long Ran Monocrystalline 220W Half-Cut Solar Panel 12V ৳ ৬,৩০০
Sunshine Monocrystalline 170W Half-Cut Solar Panel ৳ ৪,৮০০
Commercial 5KW Solar Power Plant ৳ ২৭৫,০০০
Sunshine Monocrystalline 220W Half-Cut Solar Panel ৳ ৬,২০০
RahimAfrooz Mono Solar Panel 100W ৳ ৫,৫০০