শাওমি স্মার্ট ওয়াচ কেনাকাটা
বর্তমান বাংলাদেশে শাওমি স্মার্ট কম দামের মধ্যে অসাধারণ ফিচার যুক্ত করায় জনপ্রিয়তার তালিকায় শীর্ষে অবস্থান করছে। শাওমি স্মার্ট ওয়াচ গুণগত মান থেকেও বেশ উন্নত। শাওমি স্মার্ট ওয়াচ বাংলাদেশে এমআই স্মার্ট ওয়াচ নামেও অধিক পরিচিত। এমআই স্মার্ট ওয়াচের বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যা অন্যসব স্মার্ট ওয়াচে পেতে হলে খরচ করতে হবে অনেক টাকা।
শাওমি স্মার্ট ওয়াচ কেন কিনবেন?
শাওমি স্মার্ট ওয়াচে আছে বিশেষ কিছু বৈশিষ্ট্য যা দৈনদন্দিন জীবনের জন্য বিশেষ ভাবে উপযোগী। নিচে শাওমি স্মার্ট ওয়াচের উল্লেখযোগ্য কিছু বৈশিষ্ট্য গুলো তুলে ধরা হলোঃ
ডিসপ্লেঃ শাওমি স্মার্ট ওয়াচ বিভিন্ন সাইজের ডিসপ্লের হয়ে থাকে। ডিসপ্লের রেজুলেশন খুব চমৎকার মানের থাকে এমআই স্মার্ট ওয়াচ গুলোতে। শাওমি স্মার্ট ওয়াচের ডিসপ্লে আয়তকার, বর্গাকার এবং বৃত্তাকার শেপের হয়। তাই গ্রাহকগণ নিজেদের পছন্দ মতো ডিসপ্লের শাওমি স্মার্ট ওয়াচ কিনতে পারে সহজেই।
কানেক্টিভিটিঃ শাওমি স্মার্ট ওয়াচে ব্যবহার করা হয় সর্বশেষ প্রযুক্তির ব্লুটুথ কানেক্টিভিটি যা দিয়ে খুব গতিশীল ব্লুটুথ সংযোগে সরাসরি মোবাইল, ল্যাপটপ বা কম্পিউটারের নোটিফিকেশন পাওয়া যায় খুব সহজেই এবং কয়েক মিটার দূরত্ব থেকেও এই নোটিফিকেশন পাওয়া যায়। কোনো কল আসলে মোবাইল পকেট থেকে বের করতে হবে না সরাসরি স্মার্ট ওয়াচ দিয়েই রিসিভ করে কথা বলা যাবে।
সেন্সরঃ শাওমি স্মার্ট ওয়াচে থাকে সর্বশেষ প্রযুক্তির উন্নত মানের সেন্সর। শাওমি স্মার্ট ওয়াচের সেন্সরের সাহায্যে SpO2 অর্থাৎ পালস অক্সিমিটার মনিটরিং , ২৪ ঘন্টা বায়ো ট্র্যাকিং, হার্ট রেট মনিটরিং এবং নারী স্বাস্থের জন্য বিশেষ কিছু এক্টিভিটিস মনিটরিং করা যায় খুব সহজেই।
অপারেটিং সিস্টেমঃ শাওমি স্মার্ট ওয়াচ অ্যান্ড্রোয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে। বর্তমানের কিছু এমআই সিরিজের স্মার্ট ওয়াচ আছে যেগুলো উইন্ডোজ এবং লিনাক্স অপারেটিং সিটেমেও সাপোর্ট করে।
এমআই স্মার্ট ওয়াচে কি স্পোর্টস মোড থাকে?
এমআই স্মার্ট ওয়াচে স্পোর্টস মোড যুক্ত হয়ে আসছে অনেক আগে থেকেই। নিচে কিছু স্পোর্টস মোডের নাম ও কাজ তুলে ধরা হলোঃ
সাইকেলিংঃ এমআই স্মার্ট ওয়াচে সাইকেলিং মোড থাকে যা সাইকেলিং করার সময় কত ক্যালোরি খরচ হলো এবং ব্লাড প্রেসার কত সেটি দেখায়। উন্নত মানের দামি কিছু এমআই স্মার্ট ওয়াচে সাইকেলিং করার সময় কতটুকু গতিতে সাইকেলিং করা হচ্ছে সে স্পীড ও ট্র্যাক করে দেখাতে পারে।
বাস্কেটবলঃ বাস্কেটবল খেলার সময় এমআই স্মার্ট ওয়াচ হাতে থাকলে কত ক্যালোরি খরচ খরচ হচ্ছে সেটি দেখায় পাশাপাশি হার্টরেট ও ব্লাড প্রেসার ও দেখায়।
ক্লাইম্বিংঃ ক্লাইম্বিং করার সময় হার্টরেট, স্টেপস, ক্যালোরি, ব্লাড প্রেসার স্ক্যান করে এমআই স্মার্ট ওয়াচ খুব সহজেই ব্যবহারকারীকে দেখাতে পারে।
এমআই স্মার্ট ওয়াচের ফিটনেস ট্র্যাকিং সিস্টেম কি সম্পূর্ণ সঠিক?
বর্তমানের কিছু প্রিমিয়াম সিরিজের এমআই স্মার্ট ওয়াচ বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে যাতে সঠিক ফিটনেস ট্র্যাকিং দেখা যায় বলে শাওমি ব্র্যান্ড দাবি করছে। বিশেষজ্ঞগণ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেও নিশ্চিত করেছেন প্রিমিয়াম এমআই স্মার্ট ওয়াচের ট্র্যাকিং ফিচারটি অন্যান্য স্মার্ট ওয়াচের তুলনায় সঠিক। তবে বাংলাদেশের বাজারে কিছু সস্তা শাওমি স্মার্ট পাওয়া যায় সেগুলোতে শত ভাগ সঠিক ট্র্যাকিং না দেখালেও ৮০ ভাগ থেকে ৯০ ভাগ পর্যন্ত সঠিক ট্র্যাক করতে পারে। ফলে ফিটনেস সম্পর্কে কিছু ধারণা পাওয়া যায়।
বাংলাদেশে শাওমি স্মার্ট ওয়াচের দাম কত?
বাংলাদেশে শাওমি স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচের দাম ২,৬০০ টাকার মধ্যে হয়ে থাকে যা সর্বত্র ব্যবহার হতে দেখা যায়। এছাড়াও শাওমি স্মার্ট ওয়াচের কিছু প্রিমিয়াম এমআই সিরিজের স্মার্ট ওয়াচ আছে যেগুলোর দাম ৫,০০০ টাকার কাছাকাছি। অধিক ফিচার এবং সুবিধা পেতে চাইলে প্রিমিয়াম সিরিজের শাওমি স্মার্ট ওয়াচ গুলো ব্যবহার করা সবচেয়ে ভাল। তবে সাধারণ ভাবে ব্যবহারের ক্ষেত্রে কম দামি শাওমি স্মার্ট ওয়াচ দিবে অনেক সুবিধা যা অন্যান্য স্মার্ট ওয়াচে পাওয়া যায় না।