টিপি-লিংক রাউটার কেনাকাটা
বাংলাদেশে রাউটারের ইতিহাসে টিপি লিঙ্ক রাউটারের মতো কম সময়ে এতো জনপ্রিয় খুব কম ব্র্যান্ডের রাউটার হয়েছে। টিপি লিঙ্ক রাউটারের কাজ, স্পীড, রেঞ্জ ইত্যাদি মুগ্ধ করেছে বাংলাদেশের গ্রাহকদের। বাংলাদেশে টিপি লিঙ্ক রাউটার এর দাম অনেক কম।
টিপি-লিংক রাউটারের সুবিধা কী কী?
টিপি লিংক রাউটার বাংলাদেশে পরিচিত একটি ব্র্যান্ড তবে কিছু বৈশিষ্ট্য এটিকে আলাদা করেছে। আর নতুন মডেলের টিপি লিংক ওয়াইফাই ও ওয়্যার্ড রাউটারগুলোর ডিজাইন খুব সুন্দর এবং বাংলাদেশে দাম বেশ কম।
১। টিপি লিংক কোম্পানি নেটওয়ার্কিং হার্ডওয়্যার তৈরী করে ফলে রাউটার হার্ডওয়্যার তৈরিতে তাদের বিশেষ দক্ষতা আছে।
২। বিভিন্ন বাজেটের রাউটার তৈরী করে বিধায় বাসা থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এটি বহুল ব্যবহৃত। তাই বাসা, অফিস এর সাইজ অনুযায়ী টিপি লিংক রাউটার সিলেক্ট করা যায় ফলে ওই জায়গায় নিখুঁতভাবে ইন্টারনেট এর কভারেজ দিবে এমন রাউটার বেছে নিতে পারবেন।
৩। টিপি লিংক এর রাউটার গুলো খুব দ্রুত ডাটা ট্রান্সফার করতে পারে। যার ফলে ওয়াই ফাই এই রাউটার গুলোর সাথে কানেকশন দিলেই কম্পিউটার ও মোবাইল এর বিভিন্ন কাজ অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা যায়।
৪। টিপি লিংক গেমিং ওয়াইফাই রাউটার তৈরী করে যেটির অনেক কম ল্যাটেনসি রয়েছে সাথে খুব বেশি বাজেট লাগে না। তাই বাংলাদেশের গেমাররা এটি ব্যবহার করে অধিক।
৫। টিপি লিংক ওয়াইফাই রাউটারগুলোতে রিপিটার সুবিধা রয়েছে তাই প্রয়োজনে এটিকে রিপিটার মুডেও কাজ করানো যায়।
৬। প্রতিটি টিপি লিংক রাউটারে ওয়াইফাই সুবিধার পাশাপাশি ল্যান পোর্ট রয়েছে ফলে ওয়াইফাই এর সাথে ক্যাবল ব্যবহার করা যায়।
৭। টিপি লিংক ওয়াইফাই রাউটারগুলিতে উন্নতমানের সিকিউরিটি সুবিধা রয়েছে।
৮। প্রতিটি টিপি লিংক রাউটারের পেরেন্টাল কন্ট্রোলিং রয়েছে ফলে শিশুদের ইন্টারনেট ব্যবহার হয় অনেক নিরাপদ।
৯। প্রতিটি টিপি লিংক রাউটারে থাকে কমপক্ষে ১ বছরের ওয়ারেন্টি তাই নিশ্চিন্তে এটি ব্যবহার করা যায়।
১০। টিপি লিংক ওয়াইফাই রাউটার সেটআপ করা অনেক সহজ এবং এটি যেকেউ সহজে সেটআপ করে নিজেই কনফিগার করে নিতে পারে।
বিডিতে টিপি লিংক রাউটারের দাম কত?
বিডিতে টিপি লিঙ্ক রাউটারের দাম খুবই সস্তা। বিডিতে টিপি লিঙ্ক রাউটার এর দাম মাত্র ১,০২০ টাকা থেকে শুরু হয় যেটিতে আছে ২টি অ্যান্টেনা, আইপিভি ৪ ও আইপিভি ৬ প্রোটোকল, অত্যাধুনিক সিকিউরিটি সিস্টেম এবং দরকারি সকল পোর্ট। ছোট বাসার জন্য এটি একটি আদর্শ টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটার।
কম দামের টিপি লিঙ্ক ২ অ্যান্টেনা রাউটারের স্পীড কেমন?
টিপি লিঙ্ক ২ অ্যান্টেনার রাউটার ৩০০ এমবিপিএস পর্যন্ত স্পীডে নেটওয়ার্ক প্রদান করে যা সাহায্যে ২টি বেডরুমের বাসা সহজেই কভার হয়ে যায় এবং বাংলাদেশে ২ অ্যান্টেনার এই রাউটারটির দাম বেশ কম। ৩ থেকে ৪ টি মোবাইল এবং একটি কম্পিউটার বা ল্যাপটপ খুব সহজেই পূর্ণ গতিতে চলতে পারবে এই রাউটারের সাহয্যে।
বিডিতে টিপি লিঙ্ক ৩ অ্যান্টেনা রাউটারের দাম কত?
বিডিতে টিপি লিঙ্ক ৩ অ্যান্টেনা রাউটারের দাম মাত্র ১,৪২০ টাকা থেকে শুরু যেটি ৩০০ এমবিপিএস থেকে ৪৫০ এমবিপিএস গতিতে সেবা প্রদান করে। টিপি লিঙ্কের এই রাউটারগুলো সেটআপের জন্য উইন্ডোজ, লিনাক্স, ম্যাক সহ বিভিন্ন অপারেটিং সিস্টেমে সাপোর্ট করে ফলে এটির ব্যবহার বাংলাদেশে অনেক বেশি দেখা যায়।
টিপি লিঙ্ক ৪ অ্যান্টেনার রাউটার দিয়ে কি কি করা যাবে?
গেমিং, স্ট্রিমিং সহ বিভিন্ন শক্তিশালী ইন্টারনেট সমর্থিত কাজ খুব সহজেই করা যাবে। বাংলাদেশে প্রতিনিয়ত ফ্রিল্যান্সার বৃদ্ধি পাচ্ছে। সেক্ষেত্রে ইন্টারনেট গতিকে আরও বৃদ্ধি করতে টিপি লিঙ্কের ৪ অ্যান্টেনা রাউটারের ব্যবহার বেশি হয়ে থাকে। এগুলোতে থাকে সিঙ্গেল কোর প্রসেসর, ৮৬৭ এমবিপিএস পর্যন্ত গতি, ২০০০ বর্গফুট পর্যন্ত রেঞ্জ কভারের ক্ষমতা এবং আরও অনেক বিশেষত্ব।
টিপি লিঙ্ক ওয়াইফাই রাউটার দিয়ে কি ৫০০ মিটার রেঞ্জ কভার করা সম্ভব?
৫০০ মিটার রেঞ্জ কভারের জন্য দরকার হবে টিপি লিঙ্ক ডেকো বা মেশ সিরিজের রাউটার। এই রাউটারগুলোতে দাম অনুযায়ী একাধিক ইউনিট থাকে ফলে অনেক অনেক বড় পরিসরে ওয়াইফাই কাভার করা যায়। তাই বিভিন্ন জনবহুল স্থানে এবং বড় অফিস বা ফ্যাক্টরিতে এগুলো বেশি ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে ৫০০ মিটার রেঞ্জের ওয়াইফাই রাউটারের দাম তুলনামূলক কম কারন এটিতে বেজ স্টেশনের সাথে একাধিক ওয়াইফাই ইউনিট রয়েছে।