bdstall.com

ভিশন ফ্রিজ এর দাম

আইটেম ১-৭ এর ৭

ভিশন ফ্রিজ কেনাকাটা

ভিশন ফ্রিজ বাংলাদেশে মোটামুটি নতুন হলেও এটি প্রাণ-আরএফএল কোম্পানির একটি ব্র্যান্ড তাই বাংলাদেশে দ্রুত জনপ্রিয়তা পেয়েছে। আর ভিশন ফ্রিজ বাংলাদেশে বেশ প্রতিযেগিতা মূলক দামে পাওয়া যায় এবং সাথে দীর্ঘতর ওয়ারেন্টি সার্ভিস থাকে। তাই পছন্দ অনুযায়ী ভিশনের সঠিক মডেল এবং ফিচার বেছে নেওয়ার মাধ্যমে আপনি একটি ভালো মানের ভিশন ফ্রিজ কিনতে পারবেন।

ভিশন ফ্রিজের কিছু উল্লেখ্যযোগ্য ফিচারঃ  

  • ডিজাইনঃ বর্তমানে ভিশন ফ্রিজ বিভিন্ন ধরেনর রঙ এবং ডিজাইন দিয়ে তৈরি করছে তাই আপনার  ঘরের ইন্টেরিয়রের সাথে মিলিয়ে ফ্রিজের রঙ এবং ডিজাইন বাছাই করে নিতে পারবেন।
  • স্টোরেজ ক্যাপাসিটিঃ ভিশন ফ্রিজের ভেতরে স্টোরেজ স্পেস যথেষ্ট আছে তাই ভিশন ফ্রিজ সব পরিবারের জন্য যথেষ্ট।
  • ডিসপ্লেঃ ভিশনের কিছু মডেলে রয়েছে যে গুলাতে ডিজিটাল ডিসপ্লে থাকে, যা ফ্রিজের কুলিং কন্ট্রোল, টেম্পারেচার এবং অন্যনা ব্যবহার বিধি দেখা যায় এবং নিয়ন্ত্রণ করা যায়।
  • ওয়ারেন্টি ও সার্ভিসঃ বাংলাদেশে ভিশনের প্রতিটা ফ্রিজেই অফিসিয়াল ওয়ারেন্টি থাকে এবং সাথে হোম সার্ভিস সুবিধা দিয়ে থাকে তাই ভিশন ফ্রিজ কিনলে সহজেই আপনি ওয়ারেন্টি ও সার্ভিস পেয়ে যাবেন। ভিশন ফ্রিজের সঙ্গে সাধারণত ১ থেকে ১০ বছরের ওয়ারেন্টি দিয়ে থাকে।
  • ভিশন ফ্রিজের দাম ও ছাড়ঃ  ভিশন ফ্রিজ বাংলাদেশে কম দামে পাওয়া যায় যেমন সর্বনিম্ন ৩০,০০০ টাকা হলে বাংলাদেশে ভিশন ফ্রিজ পাওয়া যায়। তবে ভিশন ফ্রিজের দাম নির্ভর করে এটির ডিজাইন ও ধারণক্ষমতার উপর। তবে ভিশন কোম্পানি নিয়মিত বিভিন্ন অফার প্রদান করে থাকে বিধায় সবসময় বেশ আকর্ষণীয় দামে পাওয়া যায়।    
  • বিভিন্ন ধারণক্ষমতার ভিশন ফ্রিজঃ ভিশন বাংলাদেশে বিভিন্ন ধারণক্ষমতার ফ্রিজ বাজারজাত করে তাই ছোট পরিবার থেকে শুরু করে সব ধরনের পরিবারের জন্য ভিশন ফ্রিজ পাওয়া যায়। বাংলদেশে ভিশনের ১৪২ লিটার থেকে শুরু করে ৩৪৫ লিটার বা তার বেশি ধারণক্ষমতার ফ্রিজ পাওয়া যায়।
  • ভিশনের এনার্জি রেটিংঃ বাংলাদেশে ভিশনের এনার্জি রেটিং চিহ্নযুক্ত ফ্রিজ পাওয়া যায় ফলে এটি আপনার বিদ্যুৎ বিল কমিয়ে দিবে।  

ভিশন ফ্রস্ট ফ্রিজ ও  নন-ফ্রস্ট ফ্রিজ এর দামঃ

ভিশনের ফ্রস্ট ফ্রিজে খুব তাড়াতাড়ি বরফ জমতে থাকে তাই এটি বেশ ভাল। আর ফিশন ফ্রস্ট ফ্রিজের দাম অনেক কম তাই কম বাজেটের মধ্যে সেরা। বাংলাদেশে ভিশন ফ্রস্ট ফ্রিজ ৩০,০০০ টাকা থেকে ৪৭,০০০ টাকার মধ্যে বেশ ভাল মানের  পাওয়া যায়। ভিশনের নন-ফ্রস্ট ফ্রিজ সাধারণত ফ্রস্ট ফ্রিজ এর তুলনায় দাম একটু বেশি হয় তবে এগুলোতে বাড়তি ফিচার থাকে যেমন আধুনিক প্রযুক্তির কম্প্রেসর, স্বয়ংক্রিয় ডিফ্রস্ট সিস্টেম, উন্নতমানের কুলিং ফ্যান ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে ভিশন নন-ফ্রস্ট ফ্রিজ ৫০,০০০ টাকায় নিচে পাওয়া যায়। ভিশনের এই ধরেনর ফ্রিজ তেমন রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় না তাই আপনার অনেক সময় এবং শ্রম বাঁচায় দিবে।

বিভিন্ন ধরনের ভিশন ফ্রিজের দামঃ

টপ ফ্রিজারঃ ভিশনের বাজারে কিছু ফ্রিজ আছে যে গুলা উপরের দিকে ডিপ থাকে এবং নিচের দিকে ফ্রিজার থাকে। দাম কম  হওয়ায় বাংলাদেশে ভিশনের এই ধরেনর ফ্রিজের চাহিদা অনেক বেশি।

বটম ফ্রিজারঃ ভিশন ফ্রিজার গুলাতে নিচের দিকে ডিপ থাকে যা সাধারণত ড্রয়ার সিস্টেম হয়ে থাকে এবং উপরের দিকে ফ্রিজার থাকে। ভিশনের বটম ফ্রিজারগুলির দাম টপ ফ্রিজারগুলোর সমান।  

ডাবল ডোর ফ্রিজারঃ ভিশনের এই ফ্রিজে দুটি পৃথক আলাদা দরজা থাকে যা একটি ডিপের জন্য, অন্যটি একটি ফ্রিজারের জন্য। বাংলাদেশে ভিশনের ডাবল ডোর ফ্রিজার দুটি কালারে পাওয়া যায়। একটি হল কাল ও অন্যটি সিলভার। ভিশনের ডাবল ডোর ফ্রিজার ৭৩,০০০ টাকায় পাওয়া যায়।

ডিপ ফ্রিজারঃ বাংলাদেশে ভিশন ডিপ ফ্রিজারের দাম ১৬,৫০০ টাকা থেকে শুরু হয়েছে যা একটি ছোট ফ্রিজার এবং বাড়ির জন্য অতিরিক্ত ক্ষমতা হিসাবে উপযুক্ত।