bdstall.com

হিটাচি প্রজেক্টর এর দাম

হিটাচি প্রজেক্টর কেনাকাটা

হিটাচি কর্পোরেশন এর অন্যতম পণ্য হলো হিটাচি প্রজেক্টর যা উন্নত গুণমান ছবি প্রদর্শন করতে পারে বিধায় বাংলাদেশে ব্যাপক খ্যাতি অর্জন করছে। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের রুমের সাথে হিটাচি প্রজেক্টর সামঞ্জস্য। তাছাড়া, হিটাচি প্রজেক্টরের উন্নত গুণমানের হয়ে থাকে বিধায় দীর্ঘদিন ব্যবহারের জন্য উপযুক্ত। বর্তমানে, বাংলাদেশে একাধিক মডেলের হিটাচি প্রজেক্টর সাশ্রয়ী দামে পাওয়া যায়।

হিটাচি প্রজেক্টর কেন কিনব?

১। এলসিডি প্রজেকশনঃ হিটাচি প্রজেক্টরে এলসিডি প্রজেকশন মেথড ব্যবহার করা হয় বিধায় এই প্রজেক্টর সঠিক রং সহ শার্প এবং প্রাণবন্ত ছবি প্রদর্শন করতে পারে। এমনকি হিটাচি প্রজেক্টর বিস্তারিত এবং প্রাণবন্ত ভিজ্যুয়াল প্রদর্শনে সক্ষম হয়।

২। রেজোলিউশনঃ হিটাচি প্রজেক্টর ভিডিও বা ডাটা প্রেজেন্টেশনে হাই-কোয়ালিটি ইমেজিং প্রদান করতে সক্ষম। কেননা হিটাচি প্রজেক্টরে কমপক্ষে এইচডি বা ফুল এইচডি রেজোলিউশন আউটপুট সক্ষমতা থাকে।

৩। কানেক্টিভিটিঃ এই প্রজেক্টরে ইউএসবি, এইচডিএমআই, আরজে-৪৫, ভিজিএ ইন, এবং এস-ভিডিও একাধিক সংযোগ মাধ্যম অন্তর্ভুক্ত থাকে। তাছাড়া, মডেল ভেদে বেশিরভাগ হিটাচি প্রজেক্টর ওয়্যারলেস উপস্থাপনা সামঞ্জস্যপূর্ণ হয়ে থাকে।

৪। কন্ট্রোল সিস্টেমঃ হিটাচি প্রজেক্টর বাটন কনট্রোল প্যানেল এর পাশাপাশি রিমোট এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। প্রতিটি মডেলের হিটাচি প্রজেক্টরের সাথে একটি রিমোট অন্তর্ভুক্ত থাকে।

৫। অডিও আউটপুটঃ হিটাচি প্রজেক্টর ভিডিও প্রজেকশনের পাশাপাশি উচ্চ ক্লারিটি সম্পন্ন অডিও আউটপুট প্রদান করতে সক্ষম যা এই প্রজেক্টরের জনপ্রিতার অন্যতম কারন।

৬। বিদ্যুৎ সাশ্রয়ীঃ হিটাচি প্রজেক্টর কম বৈদ্যুতিক শক্তি খরচ করে ফলে এই প্রজেক্টর দীর্ঘ সময় ব্যবহারে কম হিট তৈরি হয়। তাছাড়া, এই প্রজেক্টর ব্যবহারে বিদ্যুৎ বিল তুলনামূলক কম আসে।

৭। ওয়ারেন্টিঃ হিটাচি প্রজেক্টরের সাথে নির্দিষ্ট সময়ের পার্টস এবং সার্ভিস ওয়ারেন্টি থাকে ফলে, নির্দিষ্ট সময়ের মধ্যে এই প্রজেক্টরে কোন প্রকার সমস্যা হলে বিনা খরচে কোম্পানির পক্ষ হতে পার্টস পরিবর্তন অথবা মেরামত করে দেওয়া হয়।

হিটাচি প্রজেক্টরের দাম কত?

হিটাচি প্রজেক্টরের দাম এর রেজোলিউশন, ইমেজ সাইজ, সর্বোচ্চ ব্রাইটনেস, লেন্স, ইত্যাদি বৈশিষ্ট্যর ভিত্তিতে নির্ধারিত হয়ে থাকে। বর্তমানে, বাংলাদেশে হিটাচি প্রজেক্টর কিনতে কমপক্ষে ১৫,০০০ টাকা খরচ করতে হবে। তাছাড়া, উন্নত গুণমান এবং উচ্চ রেজোলিউশন সম্পন্ন হিটাচি প্রজেক্টর কিনতে ২৫,০০০ টাকার বেশি খরচ করতে হবে।