ব্রাদার প্রিন্টার কেনাকাটা
বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের প্রিন্টারের মধ্যে জনপ্রিয়তার তালিকায় শীর্ষে অবস্থান করছে ব্রাদার প্রিন্টার। ব্রাদার প্রিন্টারের গুণ, মান, বিভিন্ন রকমের প্রযুক্তিগত সুবিধা, কম খরচে পরিচালন ইত্যাদি দিক বিশ্লেষণ করলে বুঝা যায় ব্রাদার প্রিন্টার কেন গ্রাহকদের চাহিদা বা জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে।
ব্রাদার প্রিন্টার এত ভাল কেন?
কম টাকার মধ্যে বর্তমানে সেরা সকল বৈশিষ্ট্য পাওয়া যাচ্ছে ব্রাদার প্রিন্টার গুলোত। তাই ব্রাদার প্রিন্টার ভাল গ্রাহকগণের নিকটে। ব্রাদার প্রিন্টারের কিছু বৈশিষ্ট্য নিচে তুলে ধরা হলোঃ
- প্রিন্ট, স্ক্যান, কপি করা যায়।
- উচ্চমান সম্মত প্রিন্টিং, স্ক্যানিং, কপি রেজুলেশন।
- দুর্দান্ত প্রিন্টিং স্পীড।
- স্ক্যানিং করতে পারে দ্রুত গতিতে।
- কপি করতে বেশি সময় লাগে না।
- ডুপ্লেক্স মোড সুবিধা আছে।
- সাদা এবং কালো ও কালার দুই ভাবেই প্রিন্ট, স্ক্যান, কপি করার ক্ষমতা।
- ফ্যাক্স করা যায় খুব সহজেই।
- বেশি কাগজ ধারণ করার জন্য মজবুত ট্রে।
- সব মাপের পেপার সাপোর্ট করে।
- কালি কম খরচ করে।
- আধুনিক সংযোগ সুবিধা যেমন ইউএসবি, এইচডিএমআই, ওয়াইফাই।
প্রিন্ট, স্ক্যান ও কপি করা যায় এমন ব্রাদার প্রিন্টার গুলো কি অল্প সময়ে গরম হয়ে যায়?
ব্রাদারের যেসকল প্রিন্টারে প্রিন্ট, স্ক্যান ও কপি করা যায় এসব প্রিন্টারে খুব শক্তিশালী প্রসেসর ব্যবহার হয়ে থাকে। এই প্রসেসরের কাজ হলো ব্রাদার প্রিন্টারকে কপি, স্ক্যান, প্রিন্ট করার জন্য পর্যাপ্ত শক্তি প্রদানে সহায়তা করা। ব্রাদার প্রিন্টারে প্রসেসরের গিগাহার্জ যত বেশি থাকবে প্রিন্টার তত কম গরম হবে। তাই একটি ব্রাদার প্রিন্টারে যদি এসকল সুবিধা চাইলে প্রসেসরের স্পীড বেশি এমন ব্রাদার প্রিন্টার নির্বাচন করতে হবে। তবে ব্রাদার প্রিন্টার অন্যান্য প্রিন্টার থেকে কম গরম হয় বলে গ্রাহকদের কাছে বিবেচিত।
ব্রাদার প্রিন্টারে রেজুলেশন কেমন থাকে?
ব্রাদার প্রিন্টারে রেজুলেশন খুব উচ্চমানের হয়ে থাকে। নিচে ধাপে ধাপে ব্রাদার প্রিন্টারের রেজুলেশন গুলো বিস্তারিত ভাবে তুলে ধরা হলোঃ
প্রিন্টিং রেজুলেশনঃ
ব্রাদার সাদা এবং কালো প্রিন্টার গুলোর রেজুলেশন কমপক্ষে ২৪০০ x ৬০০ ডিপিআই হয় যা স্পষ্ট ভাবে কোনো আলাদা দাগ ছাড়াই প্রিন্ট করতে পারে। এছাড়াও বর্তমানে যেকোনো দলিল, দরকারি কাগজ, বা অন্যন্য লেখা সাদা এবং কালো মোডে নিখুঁত ভাবে প্রিন্ট করতে পারে আরও উচ্চ মানের রেজুলেশনে ব্রাদার প্রিন্টারগুলো। কালার মোডে একই রেজুলেশন এবং কিছু কিছু মডেলে এর চাইতে বেশি রেজুলেশনে প্রিন্ট করা যায় ব্রাদার প্রিন্টারে।
কপি রেজুলেশনঃ
ব্রাদার প্রিন্টারে সর্বনিম্ন কপি রেজুলেশন থাকে ৬০০ x ৬০০ ডিপিআই যা চমৎকার ভাবে একটি কাগজ থেকে আরেকটি কাগজ কপি করতে পারে। দরকারি যেকোনো কাগজ খুব সহজেই স্পষ্ট ভাবে কপি করা যায় ব্রাদার প্রিন্টার গুলোতে। তবে বর্তমানের ব্রাদার প্রিন্টার গুলোতে কালার কপি করার ক্ষেত্রে রেজুলেশন খুব চমৎকার মানের হয়ে থাকে।
স্ক্যানিং রেজুলেশনঃ
স্ক্যানিং রেজুলেশন সম্পর্কে ব্রাদার প্রিন্টার সবচেয়ে সেরা। কেননা ব্রাদার প্রিন্টারে সর্বনিম্ন স্ক্যানিং রেজুলেশন হলো ১৯২০০ x ১৯২০০ ডিপিআই। বিশেষ করে যাদের স্ক্যান করতে হয় প্রতিনিয়ত তাদের কাছে ব্রাদার প্রিন্টার সর্বসেরা।
ব্রাদার প্রিন্টারে প্রিন্টিং স্পীড কেমন?
ব্রাদার প্রিন্টারে প্রিন্টিং স্পীড সাদা কালো প্রিন্টিং-এর ক্ষেত্রে কমপক্ষে ৩০ পিপিএম হয়ে থাকে যা খুব দ্রুত প্রিন্ট করতে পারে। কালার প্রিন্টিং-এর ক্ষেত্রে স্পীড কমপক্ষে ১০ পিপিএম হয়ে থাকে যা যেকোনো অফিশিয়াল কাজে বা ব্যবসায়িক কাজের জন্য উপযোগী।
ব্রাদার প্রিন্টারে কোনো সাইজের কাগজ সাপোর্ট করে?
ব্রাদার প্রিন্টারে প্রায় সকল ধরণের কাগজ সাপোর্ট করে। তাই প্রয়োজন অনুসারে যেকোনো কাগজই ব্যবহার করা যায় ব্রাদার প্রিন্টারে। বর্তমানের কিছু জনপ্রিয় কাগজের মাপ যেমন A4, A5, A5, A6, লেটার সাইজের কাগজ ব্রাদার প্রিন্টারে বেশি ব্যবহৃত হয়।
ব্রাদার প্রিন্টার কি ওয়্যারলেস কানেকশন সমর্থন করে?
বর্তমানে ব্রাদার প্রিন্টারগুলোর অনেক মডেল ওয়্যারলেস কানেকশন দ্বারা পরিচালিত হয়। ওয়াইফাই কানেকশনের মাধ্যমে কোনো তার ছাড়াই সরাসরি কম্পিউটার, ল্যাপটপ অথবা মোবাইল থেকে ব্রাদার প্রিন্টার সংযোগ করা যায় এবং প্রিন্টিং, স্ক্যানিং, কপি, ফ্যাক্স এসব কাজ করা যায়। বাংলাদেশে ব্রাদার ওয়্যারলেস প্রিন্টারের দাম অনেক সস্তা।
বাংলাদেশে ব্রাদার পিন্টারের দাম কত?
বাংলাদেশে ব্রাদার প্রিন্টারের দাম মাত্র ১২,৯৯৯ টাকা যার মধ্যে রয়েছে ২৪০০ x ৬০০ ডিপিআই প্রিন্টিং রেজুলেশন, ৩০ পিপিএম প্রিন্টিং স্পীড, ইউএসবি ২.০ কানেকশনের মতো সুবিধা। এছাড়াও এটিতে ২৫০ শিট ইনপুট ক্যাপাসিটি এবং প্রতি মাসে ১০০০০ কাগজ পর্যন্ত প্রিন্টিং ক্ষমতা রয়েছে। বাংলাদেশে এটি ছাড়াও বিভিন্ন রকমের ব্রাদার প্রিন্টার আছে। মূলত বাংলাদেশে ব্রাদার প্রিন্টারের দাম নির্ধারিত হয় এগুলোর বৈশিষ্ট্য, সুবিধা, প্রযুক্তি, রেজুলেশন এবং স্পীডের উপর নির্ভর করে।
ব্রাদার প্রিন্টারে কালির খরচ কেমন?
ব্রাদার প্রিন্টার খুব কম কালি খরচ করে পরিচালিত হয়। কালির খরচ কম আসায় ব্যক্তিগত কাজে, ব্যবসায়িক কাজে অথবা অফিশিয়াল কাজে ব্যবহারের জন্য ব্রাদার প্রিন্টার সবচেয়ে বেশি উপযোগী।
ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টারগুলোর দাম কেমন?
ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার মাত্র ২৯,৭০০ টাকায় পাওয়া যায়। সাদাকালো এবং কালার দুইটি মোডেই বর্তমানে ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার গুলো প্রিন্টিং, স্ক্যানিং, কপি করতে পারে। বিভিন্ন মডেলের ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার পাওয়া যায় বাংলাদেশে। বাংলাদেশে ব্রাদার ডুপ্লেক্স প্রিন্টার গুলোর বিভিন্ন সুবিধা অনুসারে দাম নির্ধারিত হয়।