শাওমি পাওয়ার ব্যাংক কেনাকাটা
শাওমি পাওয়ার ব্যাংক হলো শাওমি কর্পোরেশন দ্বারা বিশ্বব্যাপী বাজারজাতকৃত উন্নত গুণমান সম্পন্ন পণ্য। শাওমি পাওয়ার ব্যাংক বাংলাদেশে এমআই পাওয়ার ব্যাংক নামেও ব্যাপক পরিচিত। এমআই পাওয়ার ব্যাংকে উচ্চ ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি অন্তর্ভুক্ত থাকে। তাছাড়া, এমআই পাওয়ার ব্যাংকের আধুনিক বৈশিষ্ট্য এবং উন্নত গুণমান এর কারনে বাংলাদেশে পাওয়ার ব্যাংক ব্যবহারকারীরা ব্যাপক হারে পছন্দ করছে। বিভিন্ন মডেলের শাওমি পাওয়ার ব্যাংক বিডিস্টল.কম থেকে কমদামে কেনা যায়।
শাওমি পাওয়ার ব্যাংক কেন কিনবো?
১। এমআই পাওয়ার ব্যাংকে লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারি থাকে যা লম্বা সময় ইলেকট্রিক চার্জ ধরে রাখতে সক্ষম।
২। এমআই পাওয়ার ব্যাংকগুলোতে ইউএসবি টাইপ-সি ইনপুট ইন্টারফেস থাকে। তাছাড়া, বেশ কিছু এমআই পাওয়ার ব্যাংকে ইউএসবি টাইপ-সি এর পাশাপাশি মাইক্রো ইউএসবি ইন্টারফেস অন্তর্ভুক্ত থাকে।
৩। শাওমি পাওয়ার ব্যাংক ফাস্ট চার্জারের সাথে সামঞ্জস্য ফলে দ্রুত সময়ের মধ্যে সম্পূর্ণ চার্জ হতে পারে।
৪। এমআই পাওয়ার ব্যাংকে ইউএসবি টাইপ-সি এবং ইউএসবি টাইপ-এ আউটপুট ইন্টারফেস অন্তর্ভুক্ত থাকে।
৫। শাওমি পাওয়ারব্যাংক উন্নত গুণমান উপাদান দ্বারা তৈরি করা হয়েছে বিধায় দীর্ঘ সময় স্বাচ্ছন্দ্যে ব্যবহার করা যায়।
৬। শাওমি পাওয়ার ব্যাংক উচ্চ ওয়াট ক্যাপাসিটির হয়ে থাকে ফলে প্রয়োজনে ল্যাপটপ চার্জ করতে এর ব্যবহার করা যাবে।
৭। বেশ কিছু এমআই পাওয়ার ব্যাংকে ওভারহিটিং, ওভারভোল্টেজ, শর্ট-সার্কিট, এবং ওভারলোড প্রটেকশন অন্তর্ভুক্ত থাকে।
শাওমি পাওয়ার ব্যাংকের দাম কত?
শাওমি পাওয়ার ব্যাংক এর মডেল, ব্যাটারি ক্যাপাসিটি, ওয়াট পাওয়ার, পোর্ট, এবং অন্যান্য বৈশিষ্ট্যর ভিত্তিতে এর দাম নির্ধারিত হয়ে থাকে। বর্তমানে, বিডিতে এমআই পাওয়ার ব্যাংক কিনতে কমপক্ষে ১,১০০ টাকা খরচ করতে হবে যা ১০০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন পাওয়ার ব্যাংক। অন্যদিকে, উন্নত প্রযুক্তি এবং ২০০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি সম্পন্ন এমআই পাওয়ার ব্যাংক কিনতে ১,৫০০ টাকার বেশি খরচ করতে হবে।