১২৮ জিবি Pendrive কেনাকাটা
বাংলাদেশে বিভিন্ন ক্যাপাসিটির পেনড্রাইভ পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হচ্ছে ১২৮জিবি পেনড্রাইভ। এই ক্যাপাসিটির পেনড্রাইভ কম্প্যাক্ট সাইজ এবং পোর্টেবল ডিভাইস হিসেবে বেশ জনপ্রিয়। ব্যাক্তিগত ডেটার পাশাপাশি অফিস, কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ডেটা ১২৮ জিবি পেনড্রাইভে স্টোর করে পকেটে কিংবা মানিব্যাগে সহজে বহন করা যায়। বর্তমানে, ট্রান্সসেন্ড, এডাটা, টুইনমস, অ্যাপাচার সহ জনপ্রিয় ব্র্যান্ডের ১২৮ জিবি পেন্ড্রাইভ বিডিতে সাশ্রয়ী দামে পাওয়া যায়।
১২৮ জিবি পেনড্রাইভ এর সুবিধা
- ১২৮ জিবি পেনড্রাইভে সাধারণত ১১৯ জিবি স্টোরেজ সরবার করে থাকে। এই সাইজের পেনড্রাইভে প্রায় ১০৭,১৪৩ টি ইমেজ, ৪১,৬৬৭ টি অডিও ফাইল সহ বিভিন্ন সাইজের ফাইল সংরক্ষণ করা যায়। ফলে, ব্যাক্তিগত ফাইল থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ডেটা ব্যাক আপ করা যাবে।
- বর্তমানে, বিডিতে ইউএসবি ২.০, ইউএসবি ৩.০ ইন্টারেফেসের ১২৮ জিবি পেনড্রাইভ পাওয়া যায়। এই সাইজের পেনড্রাইভ সাধারণত ১০ এমবিপিএস থেকে ২০০ এমবিপিএস রিড স্পীড এবং ২০ এমবিপিএস থেকে ৬০ এমবিপিএস রাইট স্পীড প্রদান করে থাকে। এছাড়াও, ৩.২ ইউএসবিতে কিছু কিছু ১২৮ জিবি পেনড্রাইভ প্রায় ৬ জিবিপিএস স্পীডে ডাটা ট্রান্সফার স্পিড প্রদান করে থাকে।
- ১২৮ জিবি পেনড্রাইভ সাধারণত ডেস্কটপ, ল্যাপটপ, গেমিং কনসোল, স্মার্ট টিভি, গাড়ির অডিও সিস্টেম এবং কিছু ট্যাবলেট এবং স্মার্টফোনে উপযুক্ত অ্যাডাপ্টারের সাথে সংযোগ করে ব্যবহার করা যায়।
- এই সাইজের পেনড্রাইভ মেটাল এবং প্লাস্টিক বডি দিয়ে তৈরি হয়ে থাকে। পাশাপাশি, ১২৮ জিবি পেনড্রাইভে কোনো ফিজিক্যাল স্পিন থাকে না। ফলে, দুর্ঘটনাবসত পড়ে গিয়ে সহজে ডেটা ক্ষতিগ্রস্থ হয় না।
- ১২৮ জিবি পেনড্রাইভ বিল্ট-ইন এনক্রিপশন এবং পাসওয়ার্ড সুরক্ষা ফিচার রয়েছে, যা সংবেদনশীল ডেটার জন্য আলাদা নিরাপত্তা প্রদান করে। কিছু কিছু ১২৮ জিবি পেনড্রাইভে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মতো বায়োমেট্রিক সেফটি ফিচার রয়েছে।
বিডিতে ১২৮ জিবি পেনড্রাইভের দাম
বর্তমানে বিডিতে ১২৮ জিবি পেনড্রাইভের দাম ১,৪০০ টাকা থেকে শুরু, যা ইউএসবি ৩.২ ইন্টারফেস সাপোর্ট করে এবং ৫ জিবিপিএস ডেটা ট্রান্সফার স্পীড প্রদান করে থাকে। তাছাড়া, ১২৮ জিবি পেনড্রাইভের দাম সাধারণত ব্র্যান্ড, মডেল, ইউএসবি ইন্টারফেস, বডি এবং অন্যান্য সেফটি ফিচারের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। এছাড়াও, উচ্চ ডেটা ট্রান্সফার স্পীড এবং সেফটি ফিচার যুক্ত ১২৮ জিবি পেনড্রাইভ বিডিতে ২,০০০ টাকা থেকে ৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়।