পেপার শ্রেডার কেনাকাটা
পেপার শ্রেডার হলো এমন একটি ডিভাইস যা ব্যক্তিগত ডকুমেন্ট, অতি গোপনীয় ও সংবেদনশীল দলিলগুলো যা অন্যের হাতে পরলে ক্ষতিকর প্রভাব বিস্তার হতে পারে এমন সম্ভাবনা রয়েছে সেগুলো স্থায়ীভাবে ধ্বংস করে দেওয়ার জন্য ব্যবহৃত ইলেক্ট্রনিক যন্ত্র। সাধারণত বিভিন্ন সরকারী সংস্থা, ব্যবসা প্রতিষ্ঠানে বা ব্যক্তিগত ভাবে অতিপ্রয়োজনীয় কিন্তু অব্যবহৃত নথিপত্র ফেলে দেওয়া প্রয়োজন হয় তখন তথ্যের গোপনীয়তা বজায় রাখার জন্য সেগুলো পরিপূর্ণভাবে ধ্বংস করে তারপর ফেলা অত্যন্ত জরুরী। ১৯০৯ সালে এটি তৈরির কথা থাকলেও পরবর্তীতে ১৯৩৩ সালে সর্বপ্রথম জার্মানিতে পেপার শ্রেডার উৎপাদন করা হয়।
কি ধরণের শ্রেডার শ্রেডার কেনা উচিত?
দাম ও বিশিষ্ট্যের উপর ভিত্তি করে অনেক ধরনের পেপার শ্রেডার বাজারে রয়েছে। যেমন ব্যক্তিগত ব্যবহারের জন্য খুব ছোট ও কম দামী পেপার শ্রেডার যেমন রয়েছে আবার তেমনি বিশাল বড় বড় বাণিজ্যিক পেপার শ্রেডার রয়েছে। বর্তমানে বেশিরভাগ মেশিনগুলোই বিদ্যুতিক মোটর যুক্ত তবে ব্যাক্তি পর্যায়ে ব্যবহারের জন্য কিছু কিছু গুলোতে হ্যান্ড-ক্র্যাঙ্কযুক্তও রয়েছে।
পেপার শ্রেডার কি কাজ করে?
পেপার শ্রেডার গুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন এবং যে কোন কাগজ কিংবা ৩৫ মিলিমিটার পর্যন্ত ক্রেডিট কার্ড ও ডিভিডিসহ কুচুকুচু করে কেটে অতি ক্ষুদ্র ক্ষুদ্র টুকরো করে ধ্বংস করে দিতে পারে। এছাড়াও বর্জ পদার্থ অতি সহজেই নিষ্ক্রিয় করতে এটি দারুন ভাবে কার্যকর। এছাড়াও দ্রুত গতিতে অল্প সময়ে অনেক ডকুমেন্ট ধ্বংস করতে পারে।
বাংলাদেশে পেপার শ্রেডার মেশিনের দাম কত?
বাংলাদেশে পেপার শ্রেডার মেশিনের দাম ৬,৫০০ টাকা থেকে ৬৮,৯৯৯ টাকার মধ্যে হয়ে থাকে তাই প্রত্যেকে তার বাজেট অনুযায়ী সঠিক পেপার শ্রেডার মেশিন কিনতে পারেন। পেপার শ্রেডারের সাইজ, স্পীড, কাটিং লেন্থ, বাসকেট ক্যাপাসিটি এবং বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে বাংলাদেশে এর দাম নির্ধারিত করা হয়। তবে ইন্ডাজট্রিয়াল কাজে ব্যবহারের জন্য একটু দামি পেপার শ্রেডার মেশিন কেনা সবচেয়ে বেশি ভাল কেননা এগুলোতে অতিরিক্ত অনেক সুবিধা পাওয়া যায়। আর ব্যক্তিগত কাজে ব্যবহারের জন্য কম দামের পেপার শ্রেডার গুলোই যথেষ্ট।