পিএ সিস্টেম কেনাকাটা
পিএ সিস্টেম বা পাবলিক অ্যাড্রেস সিস্টেম হল এমন একটি ইলেকট্রনিক সাউন্ড অ্যামপ্লিফিকেশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম যাতে মাইক্রোফোন, অ্যামপ্লিফায়ার এবং লাউড স্পীকার ব্যবহার করা হয়। বাংলাদেশে বৃহৎ কনফারেন্স, সভা এবং রেল টার্মিনাল সহ বিভিন্ন বহু কোলাহল এলাকাতে ব্যবহার হয়ে থাকে। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের, বিভিন্ন সাইজের এবং বিভিন্ন প্রযুক্তির পিএ সিস্টেম সস্তায় পাওয়া যায়।
পিএ সিস্টেম কেনার আগে কি কি জানতে হবে?
বাংলাদেশে বিভিন্ন রকমের পিএ সিস্টেম পাওয়া যায়। কিন্তু পিএ সিস্টেম সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকার কারণে সঠিক পিএ সিস্টেম নির্বাচন করা সম্ভব হয় না। তাই নিচের দেয়া তথ্য গুলো জানা থাকলে ভাল মানের পিএ সিস্টেম কেনা যাবেঃ
১। পিএ সিস্টেম কেনার আগে সর্বপ্রথম জানতে হবে কিরকম শক্তির পিএ সিস্টেম কিনলে ব্যবহারের স্থান কভার করা সম্ভব। বাংলাদেশে সবচেয়ে বেশি ১৫০০ ওয়াট, ৭৫০ ওয়াট এবং ৬০ ওয়াটের পিএ সিস্টেম পাওয়া যায়। তাই ব্যবহারের জায়গা অনুযায়ী নির্বাচন করতে হবে কত ওয়াটের পিএ সিস্টেম নিলে সম্পূর্ণ জায়গায় আওয়াজ পৌঁছাবে।
২। বিভিন্ন স্থানে ব্যবহারের জন্য পিএ সিস্টেমের ক্ষেত্রে এটির বহনযোগ্যতা সম্পর্কে জানতে হবে। কারণ অবহনযোগ্য পিএ সিস্টেম থেকে বহনযোগ্য পিএ সিস্টেম বেশি ভাল এবং সুবিধাও বেশি। সহজে বহন করা যায় বলে যেকোনো স্থানে ব্যবহার করা যায়। কিন্তু যদি স্থায়ীভাবে কোনো স্থানে ব্যবহার করতে হয় তবে অবহনযোগ্য পিএ সিস্টেমই ভাল হবে আর দামেও কম পরবে।
৩। বাংলাদেশে দুইরকমের পিএ সিস্টেম পাওয়া যায়। তার মধ্যে একটি হলো ব্যাটারি সিস্টেমের আরেকটি ব্যাটারি ছাড়া পিএ সিস্টেম। ব্যবহারের উপর ভিত্তি করে দুইরকম পিএ সিস্টেম থেকে একটি নির্বাচন করতে হবে। যেসব পিএ সিস্টেমে ব্যাটারি থাকে এগুলোকে রিচার্জেবল পিএ সিস্টেম বলে। চার্জ দিয়ে এগুলো ব্যবহার করতে হয়। অন্যদিকে, যেগুলোতে ব্যাটারি থাকে না সেগুলো সরাসরি বৈদ্যুতিক সংযোগের মাধ্যমে ব্যবহার করতে হয়। সরাসরি বিদ্যুৎ ব্যবহার করে যে পিএ সিস্টেম গুলো ব্যবহার করা হয় সেগুলো বেশির ভাগ অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, বাস বা ট্রেন টার্মিনাল ইত্যাদি সর্বজনীন স্থানে।
৪। বৈদুতিক পিএ সিস্টেম গুলোতে কেমন বিদ্যুৎ খরচ হবে সেটি জেনে নিতে হবে। বাংলাদেশে অনেক পিএ সিস্টেম আছে যা বিদ্যুৎ সাশ্রয় করতে পারে। তাই বিদ্যুৎ সাশ্রয়ী পিএ সিস্টেম গুলো কেনা বেশি ভাল এর ফলে বিদ্যুৎ বিলের খরচ কম হবে।
৫। পিএ স্পীকারের তার সম্পর্কে জেনে নিতে হবে। পিএ সিস্টেমে সংযোগের ক্ষেত্রে যে তার গুলো ব্যবহার করা হয় সেগুলো কয়েকটি কোর দ্বারা বিভিক্ত। যেমন কিছু তার আছে কোর ২, কোর ৪ ও অন্যান্য। সাথে এটি কত মিটার আছে অথবা নিজের চাহিদা অনুযায়ী তার নির্বাচন করতে হবে। তবে কাস্টমাইজ তারের জন্য কিছু টাকা পরিশোধ করতে হতে পারে। কিন্তু পিএ সিস্টেমের তার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা না থাকলে সঠিক মাপ অনুযায়ী পিএ সিস্টেমকে সংযোগ দেয়া যাবে না।
৬। পিএ সিস্টেমের সাথে যেসব স্পীকার যুক্ত হবে সেগুলোর সাথে পিএ সিস্টেমের ওয়াটের সামঞ্জস্য করে নির্বাচন করতে হবে। সামঞ্জস্য না থাকলে সাউন্ড কম বা বেশি হতে পারে ফলে স্পীকার বা পিএ সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে।
বাংলাদেশে পিএ সিস্টেমের দাম কত?
বাংলাদেশে পিএ সিস্টেমের দাম শুরু হয় মাত্র ২০,০০০ টাকা থেকে। এটি একটি রিচার্জেবল পিএ সিস্টেম। ১৮০০ মিলিএম্পিয়ারের ব্যাটারি আছে এই অত্যাধুনিক পিএ সিস্টেমটিতে। ৮ ইঞ্চির বেস স্পীকার এবং ৮ ইঞ্চির ২টি অডিও স্পীকার আছে এই পিএ সিস্টেমে। এছাড়াও বিভিন্ন সুবিধা মাত্র ২০,০০০ টাকার পিএ সিস্টেমে পাওয়া যায়। প্রকৃতপক্ষে , বাংলাদেশে একটি পিএ সিস্টেমের দাম নির্ধারিত হয় পিএ সিস্টেমের বৈশিষ্ট্য, ব্র্যান্ড, স্পীকারের মান, ওয়াট, সাইজ ইত্যাদির উপর ভিত্তি করে।
পিএ সিস্টেমে কি ওয়াট বেশি হলে সাউন্ডও বেশি হয়?
জনসাধারণের মধ্যে প্রচলিত একটি বিষয় হচ্ছে ওয়াট যত বেশি হবে পিএ সিস্টেমের সাউন্ড তত বেশি হবে এ ধারণা সঠিক নয়। মূলত পিএ সিস্টেমের ওয়াটের সাথে সাউন্ডের কোনো সম্পর্ক নেই। পিএ সিস্টেমের স্পীকারের মান, সাইজ এবং ডিবি যত বেশি হবে সাউন্ড তত বেশি হবে। ওয়াট শুধু মাত্র পিএ সিস্টেমকে সচল রাখতে যে শক্তি প্রদান করে থাকে সেটি নির্ণয়ের একক। তাই বলা যায়, পিএ সিস্টেমের ওয়াটের সাথে পিএ সিস্টেমের সাউন্ডের কোনো সম্পর্ক নেই। তবে বহিরাগত কোনো স্পীকার ব্যবহারের সময় পিএ সিস্টেমের ওয়াট অনুযায়ী স্পীকার নির্বাচন করতে হবে নতুবা সাউন্ডের মান ভাল হবে না এমনকি স্পীকার নষ্ট হয়ে যেতে পারে।
২০ ওয়াটের পিএ সিস্টেমের সাউন্ড কেমন?
২০ ওয়াটের পিএ সিস্টেম ইনডোরে ব্যবহারের জন্য শ্রেষ্ঠ। ১৫ থেকে ২০ জনের জন্য অডিও স্পষ্ট ভাবে ২০ ওয়াটের পিএ সিস্টেম সাউন্ড প্রদান করে। ১৫ থেকে ২০ জন ধারণ ক্ষমতার একটি রুমে যেকোনো কনফারেন্স, সভা বা বিভিন্ন আলোচনা করার জন্য ২০ ওয়াটের একটি পিএ সিস্টেম ব্যবহার করা যাবে।
৫০ জনের জন্য কত ওয়াটের পিএ সিস্টেম দরকার হবে?
৫০ জনের জন্য ২০০ ওয়াটের পিএ সিস্টেমের দরকার হবে। ২০০ ওয়াটের একটি পিএ সিস্টেম দিয়ে সুষ্ঠু ভাবে যেকোনো আলোচনা সভা সম্পন্ন করা যাবে। এটি যেকোনো অনুষ্ঠানের জন্য আদর্শ মানের একটি পিএ সিস্টেম। ৫০ জন একসাথে গুরুত্বপূর্ণ আলোচনা শুনতে পারবে এই ২০০ ওয়াটের পিএ সিস্টেমের সাহায্যে। বাংলাদেশে ২০০ ওয়াটের পিএ সিস্টেমের দাম বেশি নয়।