ক্যাট-৫ Network Cable কেনাকাটা
দ্রুত গতিতে উন্নত ডিভাইস সমূহের মধ্যে ডাটা আদান প্রদান করার জন্য প্রয়োজন নেটওয়ার্ক ক্যাবলিং। আর নেটওয়ার্কিং জগতে ক্যাবলিং করার জন্য অধিক জনপ্রিয় ক্যাট৫ ক্যাবল। ক্যাট৫ হচ্ছে ইথারনেট ক্যাবল সমর্থণযোগ্য ডিভাইসগুলোর সাথে সর্বাধিক ব্যবহারকৃত ক্যাবল। তাছাড়া ক্যাট৫ মূলত কম্পিউটার নেটওয়ার্কে যুক্ত করার জন্য টুইস্টেড পেয়ার ক্যাবল। ক্যাট৫ ক্যাবল টেলিফোন কিংবা ভিডিও সংকেত পাঠানোর কাজেও ব্যবহার করা হয়।
বাংলাদেশে কয় ধরণের ক্যাট৫ ক্যাবল পাওয়া যায়?
প্রযুক্তিগত দিক থেকে নেটওয়ার্ক ডিভাইস সমূহের আপডেটের সাথে সাথে নেটওয়ার্ক ক্যাবলেও পরিবর্তন আসছে। কারণ ক্যাবলের উপর ভিত্তি করে নেটওয়ার্ক ডিভাইসগুলোর মধ্যে ডাটা আদান প্রদান করার গতি নির্ভর করে থাকে। ক্যাট৫ ক্যাবল মূলত দুই ধরনের হয়ে থাকে। ক্যাট৫ তারের ধরণ সম্পর্কে আলোচনা করা হলঃ
ক্যাট৫ ক্যাবলঃ ক্যাট৫ ক্যাবল মূলত টুইস্টড পেয়ারের মধ্যে চার জোড়া কপার তার রয়েছে তবে দ্রুত ইথারনেট সংযোগ করতে দুই জোড়া কপার তার সংযোগ দেওয়া হয়ে থাকে। তবে ক্যাট৫ ক্যাবলে ডাটা ট্রান্সফার তুলনামূলক ধীরগতির হয়ে থাকে। বিশেষ করতে টেলিফোনের সাথে ক্যাট৫ ক্যাবল ব্যবহার করা হয়।
ক্যাট৫ই ক্যাবলঃ ক্যাট-৫ ক্যাবলের মধ্যে উন্নত প্রযুক্তির সংযোজন করে তৈরী করা হয়েছে ক্যাট-৫ই ক্যাবল। ক্যাট-৫ই ক্যাবল দিয়ে দ্রুত গতির সংযোগ স্থাপনের জন্য টুইস্টেড পেয়ারের চার জোড়া কপার তারই সংযুক্ত করা যায়। ক্যাট৫ই ক্যাবলের ডাটা ট্রান্সফার গতি ক্যাট৫ ক্যাবলের তুলনায় প্রায় দশগুন বেশি।
ক্যাট৫ ক্যাবল কেন কিনবো?
বর্তমানে ক্যাট৫ ক্যাবলের মধ্যে ক্যাট৫ই ক্যাবল বহুল ব্যবহৃত হচ্ছে। কম্পিউটার নেটওয়ার্ক কানেক্টিভিটিতে ও টেলিফোন কিংবা ভিডিও সিগন্যাল তুলনামূলক উচ্চ গতিতে ট্রান্সফার করার জন্য ক্যাট-৫ই ক্যাবল ব্যবহার করা হয়।
ডাটা ট্রান্সফারঃ ক্যাট৫ ক্যাবল ৩৫০ মেগাহার্জ ব্যান্ডউইথের সাথে ডাটা ট্রান্সফার করতে পারে বিধায় ডাটা ট্রান্সফার গতি ১০০০ মেগাবিটস পার সেকেন্ড পর্যন্ত হয়ে থাকে। তাছাড়া ক্যাট৫ ক্যাবলের পরিবর্তে যদি ক্যাট-৫ই ক্যাবল ডাটা ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয় সেক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ ভাবে কাজ করে থাকে।
ফ্রিকোয়েন্সিঃ ক্যাট৫ই ক্যাবল স্বাভাবিকভাবে ১০০ মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে ব্যান্ডউইথ ট্রান্সফার করে থাকে। তবে এ ধরনের ক্যাবল ৩৫০ মেগাহার্জ ফ্রিকোয়েন্সিতে ব্যান্ডউইথ স্থানান্তরের সক্ষমতা রয়েছে। তাছাড়া ক্যাট৫ই ক্যাবল দিয়ে ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে চ্যানেলের মধ্য দিয়ে কোনো অবাঞ্চিত সংকেত স্থানান্তর কিংবা হস্তক্ষেপ করতে দেয় না।
ট্রান্সমিশন ডিস্টেন্সঃ ক্যাট৫ই ক্যাবল ডাটা, টেলিফোন কিংবা ভিডিও সিগন্যাল সর্বোচ্চ ১০০ মিটার থেকে ৩২৮ ফিট দূরত্ব পর্যন্ত স্থনান্তর করতে পারে। ক্যাট৫ই ক্যাবল দিয়ে বেশি দূরত্বে ডাটা ট্রান্সফার করতে চাইলে সেক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব পর নেটওয়ার্ক সুইচ ব্যবহার করে সমান গতিতে ডাটা ট্রান্সফার করা সম্ভব।
ক্যাট ৫ ক্যাবল কেনার ক্ষেত্রে কি করণীয়?
- ক্যাবল কেনার পূর্বে সংযোগ স্থান থেকে বাসা কিংবা অফিসের লোকশনের দূরত্ব পরিমাপ করে নেওয়া
- ক্যাট৫ ক্যাবল সিল্ডেড ও আনসিল্ডেড উভয় ধরনের রয়েছে তাই প্রয়োজন অনুযায়ী ক্যাবলের ধরন ও কোয়ালিটি নির্বাচন করা
- ক্যাট৫ ক্যাবল ব্যবহার করে সিগন্যাল স্থানান্তর করার জন্য রাউটার এর মত সচল ডিভাইস প্রয়োজন যার সাহায্যে সহজেই নেটওয়ার্ক ডিভাইস সমূহের মধ্যে সংযোগ স্থাপন করতে পারে
বিডিতে ক্যাট৫ ক্যাবলের দাম কত?
বর্তমানে বাংলাদেশে ক্যাট৫ ও ক্যাট৫ই ক্যাবলের দাম এর ধরণ, দূরত্ব অনুযায়ী ক্যাবলের পরিমাণ উপর নির্ভর দামের পার্থক্য হয়ে থাকে। বিডিতে ক্যাট৫ ক্যাবলের দাম ২,৭৫০ টাকা প্রতি ৩০৫ মিটার তবে কোয়ালিটির উপর ভিত্তি করে ৩০৫ মিটার ক্যাট৫ ক্যাবল এর দাম ৯,০০০ টাকা পর্যন্ত হয়ে থাকে। ব্যবহারকারী চাইলে নিজের প্রয়োজন অনুযায়ী ক্যাবল সংগ্রহ করতে পারবেন। ক্যাট৫ ক্যাবল কোয়ালিটি ও সিল্ডেড বা আনসিল্ডেডের ভিত্তিতে প্রতি মিটার ৯ টাকা থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত হতে থাকে।