নেটওয়ার্ক কেবল কেনাকাটা
বিভিন্ন ডিভাইসের সাথে একাধিক সংযোগের মাধ্যমে তৈরি হয় একটি নেটওয়ার্ক আর এই নেটওয়ার্ক সংযোগ করার জন্য যে তার ব্যবহার করা হয় সেটিকে বলা হয় ল্যান ক্যাবল বা ইথারনেট ক্যাবল। এই ক্যাবল গুলো বাংলাদেশে ইন্টারনেট ক্যাবল বা ওয়াইফাই ক্যাবল নামেও পরিচত। বাংলাদেশের সর্বত্র এখন এই ইথারনেট ক্যাবলের দেখা মিলে। ল্যান ক্যাবল বা ইথারনেট ক্যাবল গুলো বিভিন্ন রকমের প্রযুক্তি এবং বিশেষত্ব নিয়ে বাংলাদেশের নেটওয়ার্ককে করে তুলছে আরও শক্তিশালী। বর্তমানে বিডিতে খুব কম দামে ইথারনেট ক্যাবল বা ল্যান ক্যাবলের দাম অনেক কম।
বিডিতে কত ধরণের ইথারনেট ক্যাবল পাওয়া যায়?
বিডিতে দুই ধরণের ইথারনেট ক্যাবল পাওয়া যায়। এগুলো হলোঃ
• ক্যাট ক্যাবল
• ফাইবার অপটিক
ক্যাট ক্যাবল এর কাজ কি?
ক্যাট ক্যাবল গুলো সাধারণত ইন্টারনেট নেটওয়ার্ক সংযোগের জন্য ব্যবহার করা হয়। এছাড়াও বিভিন্ন নেটওয়ার্কিং সংযোগের ক্ষেত্রে ক্যাট ক্যাবল ব্যবহার হয়ে থাকে। এগুলো সংযোগের জন্য RJ45 কানেক্টর ব্যবহার করে বলে অনেকে RJ45 ক্যাবল বলে থাকে। বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় ক্যাট ক্যাবল গুলো হলোঃ
• ক্যাট ৫
• ক্যাট ৬
ক্যাট ৫ ক্যাবলঃ
ক্যাট ৫ তার ১০০ মেগাহার্টজ পর্যন্ত ব্যান্ডউইথ প্রদান করে এবং এটির গতি ১০ এমবিপিএস থেকে সর্বোচ্চ ১০০ এমবিপিএস পর্যন্ত হয়ে থাকে। ক্যাট ৫ তার ইথারনেট সংকেত বহন করার জন্য উপযুক্ত। শুধু তাই নয়, টেলিফোন সংযোগের জন্যও এই তার উপযুক্ত। ক্যাট ৫ তারটি ইউটিপি (আনশিল্ডেড টুইস্টেড পেয়ার) তার হিসাবে বাংলাদেশে বেশি আসে তবে বাংলাদেশের বাজারে কিছু এসটিপি (শিল্ড টুইস্টেড পেয়ার) তার পাওয়া যায় যেগুলো আরও ভাল। বিডিতে ক্যাট ৫ তারের দাম ক্যাট ৬ এর তুলনায় অনেক সাশ্রয়ী।
ক্যাট ৬ ক্যাবলঃ
কোনো নেটওয়ার্ককে একাধিক ডিভাইসে সংযোগ দেয়ার ক্ষেত্রে হাব, রাউটার, নেটওয়ার্ক সুইচ সহ অন্যান্য ডিভাইসে এই ক্যাট ৬ তার ব্যবহার হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্রে কম্পিউটারের সাথে প্রিন্টার, স্ক্যানার এবং প্যাচ প্যানেলে ইনকামিং অথবা আউট গোয়িং ল্যান সংযোগের জন্যও এই তার ব্যবহার হয়। এটি ৪টি টুইস্টেড পেয়ার আবরণযুক্ত তামার তার যা ১ গিগাবিট পর্যন্ত ডেটা স্থানান্তর হার সমর্থন করতে পারে। এটির উচ্চ ব্যান্ডউইথ একটি অফিস নেটওয়ার্কে বড় ফাইল দ্রুত স্থানান্তর করতে সাহায্য করে।
ফাইবার অপটিক তার কীভাবে কাজ করে?
বর্তমান বাংলাদেশে তথ্য আদান-প্রদানের একটি মাধ্যম হলো ফাইবার অপটিক তার। এটি সাধারণ তারের মতো নয় বরং অপটিক ফাইবার আলো ব্যবহার করে তথ্য প্রেরণ করে তথ্য প্রদান করে থাকে। একটি ফাইবার অপটিক তার অনেকগুলো অপটিক্যাল ফাইবারের সমন্বয়ে তৈরি হয়। মূলত অপটিক্যাল ফাইবার বলতে প্লাস্টিক বা কাচের খুবই পাতলা তন্তুকে বুঝায়। সাধারণত একটি অপটিক্যাল তারঙ্গে দুটি থেকে শুরু করে কয়েকশো ফাইবার থাকতে পারে। এটির প্রতিটি ফাইবার মানুষের চুলের চেয়েও পাতলা। এটি হাজার হাজার টেলিফোন কল ট্রান্সমিট করতে পারে। আলোক ভিত্তিক এই প্রযুক্তির মাধ্যমে একজন প্রেরণকারী এবং গ্রহণকারীর মধ্যে তথ্য পরিবাহিত হয়ফ ফলে যোগাযোগ মাধ্যম সহজ হয়। অপটিক্যাল তার গুলো মূলত দুটি ভিন্ন অংশের সমন্বয়ে গঠিত। এই তারের একটি মূল অংশ থাকে যেখান দিয়ে আলো চলাচল করে। এই অংশটি থাকে মাঝখানে। এটির মূল অংশটির চারিদিকে কাচের আবরণ দিয়ে ঘেরা থাকে, যা আলোর সংকেত বা সিগনালকে মূল অংশ থেকে বের হতে দেয় না।
বিডিতে ইথারনেট ক্যাবলের দাম কত?
বিডিতে ইথারনেট ক্যাবলের দাম শুরু হয় মাত্র প্রতি মিটার ১২ টাকা দরে। এটি একটি অপটিক ফাইবার তার। এটিতে ৪টি কোর আছে। এছাড়াও বাংলাদেশে বিভিন্ন রকমের ইথারনেট ক্যাবল আছে। মূলত ইথারনেট ক্যাবলের দাম নির্ভর করে সেটির ব্র্যান্ড, প্রযুক্তি, ধরণ, স্পীড এবং কত মিটার তার উপর ভিত্তি করে।
ইথারনেট বা ল্যান ক্যাবলে এলুমিনিয়াম তার কেন ব্যবহার করা হয়?
ইথারনেট বা ল্যান ক্যাবলে এলুমিনিয়ামের তার ব্যবহার করার কারণে ডাটা ট্রান্সমিশন আরও গতিশীল হয়। ডাটা ট্রান্সমিশনকে দ্রুত গতিতে সঞ্চালন হতে এলুমিনিয়াম তারের রয়েছে বিশেষ ভূমিকা। এছাড়াও নেটওয়ার্কিং এর জন্য এলুমিনিয়াম তার খুব সাশ্রয়ী। বাংলাদেশে ইথারনেট বা ল্যান ক্যাবলে এলুমিনিয়াম তার বর্তমানে ব্যপকভাবে ব্যবহার হচ্ছে।
এলুমিনিয়াম নাকি কপার ইথারনেট ক্যাবল ভাল?
কপার ইথারনেট ক্যাবল এলুমিনিয়াম থেকে বেশি ভাল কারন এটি সহজে স্থাপন করা যায় এবং বিদ্যুৎ সুপরিবাহী হওয়ায় ডাটা ট্রান্সফার হয় অনেক নিরাপদ। তবে এলুমিনিয়াম থেকে এর দাম কিছুটা বেশি পড়বে।
প্যাচ কর্ড কি?
প্যাচ কর্ড বা প্যাচ ক্যাবল হলো একটি বৈদ্যুতিক বা অপটিক্যাল তার যা একটি ইলেকট্রনিক বা অপটিক্যাল ডিভাইসকে অন্য একটি ইলেকট্রনিক বা অপটিক্যাল ডিভাইসের সাথে সংযোগ করতে ব্যবহৃত হয়। এটির দৈর্ঘ্য ৩ থেকে ৫ মিটার হয়ে থাকে। বিশেষ করে ব্রডব্যান্ড এবং ল্যান লাইনে এই তার বেশি দেখা যায়। বিডিতে প্যাচ কর্ডের দাম হাতের নাগালে।
একটি বাক্সে কত পরিমান ল্যান ক্যাবল থাকে?
বাণিজ্যিক বা অধিক পরিমান কাজের জন্য ল্যান ক্যাবল সাধারণত বাংলাদেশে প্রতি বাক্স হিসাবে বিক্রি হয় এবং ব্রান্ডের উপর নির্ভর করে প্রতি বাক্সে ৩০০-৩০৫ মিটার পর্যন্ত তার থাকে। বাংলাদেশে ইন্টানেট সার্ভিস প্রোভাইডার এই তার বেশি ব্যবহার করে বিধায় বাক্স হিসাবে কিনলে ওয়াইফাই ক্যাবলের দাম অনেক কম পরবে।