bdstall.com

ইয়ামাহা বাইক এর দাম

আইটেম ১-৪ এর ৪

বাইক কেনাকাটা

ইয়ামাহ বাইক মূলত জাপানের মোটরসাইকেল ম্যানুফ্যাকচার কোম্পানী ইয়ামাহ মোটর কোম্পানী লিমিটেড এর তৈরি। এই ব্র্যান্ডের বাইক সাধারণত শক্তিশালী ইঞ্জিন, উন্নত প্রকৌশল এবং অত্যাধুনিক টেকনোলোজির সমন্বয়ে তৈরি হওয়ায় আরামদায়ক ড্রাইভিং অভজ্ঞতা প্রদান করে। তাছাড়া, ইয়ামাহা ব্র্যান্ডের স্পোর্টস বাইক, কমিউটার বাইক, স্কুটার এবং অফ-রোড মোটরসাইকেল সহ বিস্তৃত মডেলের মোটরসাইকেল পাওয়া যায়। বর্তমানে, উন্নত কর্মক্ষমতা সম্পন্ন, আকর্ষণীয় ডিজাইনে তৈরি ইয়ামাহা বাইক সাশ্রয়ী দামে সরবারহ করায় বাংলাদেশে বাইক উৎসাহী এবং রাইডারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

ইয়ামাহা বাইকের বিশেষত্ব কি?

১। ইয়ামাহা বাইক সাধারণত শক্তিশালী ইঞ্জিন দিয়ে ডিজাইন করে থাকে, ফলে উন্নত কর্মক্ষমতা প্রদান করার পাশাপাশি আরামদায়ক রাইডিং সুবিধা প্রদান করে। বর্তমানে, বাংলাদেশে ১২৫ সিসি থেকে ২৫০ সিসি ইঞ্জিন ক্ষমতা সম্পন্ন ইয়ামাহা মোটরবাইক পাওয়া যায়।

২। গ্রাহক চাহিদা ও পছন্দ অনুযায়ী ইয়ামাহা ব্র্যান্ডের মসৃণ ডিজাইন থেকে স্পোর্টি আউটলুকের বাইক সরবারহ করে থাকে, ফলে সাধারণ ব্যবহারকারী থেকে শুরু করে রাইডারদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

৩। আকর্ষণীয় এবং আরামদায়ক রাইডিং অভিজ্ঞতা প্রদানের জন্য ইয়ামাহা বাইকে ফুয়েল ইনজেকশন সিস্টেম, ট্র্যাকশন কন্ট্রোল, কুইক-শিফটার এবং অ্যাডভান্সড সাসপেনশন সিস্টেম এর মত উন্নত টেকনোলোজি যুক্ত রয়েছে।

৪। ইয়ামাহা বাইক দীর্ঘ সময় রাইডিং এ রাইডারদের আরামদায়ক পরিবেশ প্রদানের জন্য আরামদায়ক আসনবিন্যাস, বাতাস সুরক্ষা, ভাইব্রেশন ডেম্পিং সিস্টেম সহ এরগোনমিক ডিজাইন প্রদান করে।

৫। এছাড়াও দুর্ঘটনার ঝুঁকি কমাতে এবং রাইডারদের নিরাপদ থাকতে সহায়তা করার জন্য ইয়ামাহা ব্র্যান্ডের মোটরসাইকেলে এলইডি লাইটিং এবং অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম সহ উন্নত ব্রেকিং সিস্টেম যুক্ত রয়েছে।

৬। কিছু ইয়ামাহা বাইকে ডিসপ্লের মাধ্যমে নেভিগেশন, অডিও এবং অন্যান্য ফিচার অ্যাক্সেস করার জন্য স্মার্টফোন ইন্টিগ্রেশনের ব্যবস্থা রয়েছে।

৭। তাছাড়া, ইয়ামাহা ব্র্যান্ডের নির্ভরযোগ্য ও টেকসই বাইক সরবারহ করায় দৈনন্দিন যাতায়াত এবং দূরবর্তী রাইডের জন্য উপযুক্ত।

৮। ইয়ামাহা মোটরবাইক উন্নত জ্বালানি দক্ষতা প্রদান করার জন্য উন্নত ইঞ্জিন টেকনোলোজি সরবারহ করে, ফলে বাইক ব্যবহারে যথেষ্ট জ্বালানী সাশ্রয়ী হয়ে থাকে।

৯। এছাড়াও, বাংলাদেশে প্রায় সর্বত্র ইয়ামাহা ব্র্যান্ডের নিজস্ব ডিলারশীপ পয়েন্ট এবং সার্ভিসিং সেন্টার রয়েছে, ফলে বাইক কেনার পর যেকোনো সমস্যায় সহজেই সমাধান পাওয়া যায়।

বাংলাদেশে ইয়ামাহা বাইকের দাম কত?

বাংলাদেশে ইয়ামাহা বাইকের দাম ১৪৭,০০০ টাকা থেকে শুরু, যা আকর্ষণীয় ডিজাইনে তৈরী ১২৫ সিসির বাইক। তাছাড়া, বাংলাদেশে সকল ইয়ামাহা বাইকের দাম সাধারণত মডেল, ইঞ্জিন টাইপ, সিসির পরিমান, ব্রেকিং সিস্টেম, কান্ট্রি ভ্যারিয়েন্ট এবং অন্যান্য ফিচার সমূহের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। ১৫০ সিসির এয়ার কোল্ড ৪ স্ট্রোক ইঞ্জিন যুক্ত ইয়ামাহা বাইক ২১৫,০০০ টাকা থেকে ২৯০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়। এছাড়াও, আপডেটেড মডেলের ১৫৫-২৫০ সিসির ইঞ্জিন যুক্ত ইয়ামাহা বাইকের দাম বাংলাদেশে ৩৬৫,০০০ টাকা থেকে শুরু।

ইয়ামাহা বাইকের মাইলেজ কত?

ইয়ামাহা বাইকের মাইলেজ সাধারণত রাইডিং কন্ডিশন, রক্ষণাবেক্ষণ এবং ব্যক্তিগত রাইডিং অভ্যাসের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। বাংলাদেশে ইয়ামাহা মোটরবাইক জ্বালানী দক্ষতার জন্য বেশ পরিচিত পাশাপাশি অনেক মডেল প্রতিযোগিতামূলক মাইলেজ প্রদান করে থাকে। ইয়ামাহা বাইক রাইডিং এর ক্ষেত্রে ৪৭ কিমি/লিটার থেকে সর্বোচ্চ ৬৮ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়, তবে বাইকের মডেল এবং ইঞ্জিন ভেদে মাইলেজ কিছুটা কম বেশি হয়ে থাকে।

বাংলাদেশে জনপ্রিয় ইয়ামাহা বাইক কোনটি?

বাংলাদেশে সাশ্রয়ী দামে ইয়ামাহা ব্র্যান্ডের বিভিন্ন মডেলের মোটরসাইকেল পাওয়া যায়। বর্তমানে, ইয়ামাহা বাইকের জনপ্রিয় মডেল হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই ভি৩, ইয়ামাহা আর১৫ ভি৩, ইয়ামাহা এফজেডএস এফআই ভি২, ইয়ামাহা এফজেডএ এফআই ভি২, এবং ইয়ামাহা স্যালুটো। এই মডেলের বাইক ইঞ্জিন টাইপ, সিসি লিমিট এবং অন্যান্য ফিচার সমূহের উপর নির্ভর করে আকর্ষণীয় পারফরম্যান্স প্রদান করে।

বাংলাদেশে ইয়ামাহা ব্র্যান্ডের আপকামিং মডেল

গ্রাহক চাহিদা অনুযায়ী প্রায় প্রতি বছরই ইয়ামাহা ব্র্যান্ড উন্নত ইঞ্জিন, নতুন টেকনোলোজি এবং আকর্ষণীয় ডিজাইনে নতুন নতুন মডেলের বাইক সরবারহ করে থাকে। বাংলাদেশে ইয়ামাহা ব্র্যান্ডের আপকামিং মডেলের বাইক হচ্ছে ইয়ামাহা এফজেডএস এফআই ভি৪, ইয়ামাহা ফেজার ২৫, ইয়ামাহা ওয়াইজেডএফ-আর৩, ইয়ামাহা এমটি-০৩, ইয়ামাহা এফজেডএস ২৫০, ইয়ামাহা এফজেড ২৫০।  বাংলাদেশে ইয়ামাহা এফজেড এফআই ভি৪ বাইক আনুমানিক ৩৬০,০০০ টাকা থেকে ৪০০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যাবে।

বাংলাদেশের সেরা ইয়ামাহা বাইক এর মূল্য তালিকা 2024 & January, 2025

2024 & January, 2025-এর বাংলাদেশের সেরা ইয়ামাহা বাইক এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের ইয়ামাহা বাইক ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা ইয়ামাহা বাইক এর তালিকা তৈরি করা হয়েছে।

ইয়ামাহা বাইক মডেল বাংলাদেশে দাম
Yamaha Saluto 2023 ৳ ১৩৫,০০০
Yamaha FZ-S V1 2014 ৳ ৬৮,০০০
Yamaha FZS V2 2018 ৳ ১৮০,০০০