bdstall.com

টিভিএস বাইক এর দাম

আইটেম ১-৪ এর ৪

বাইক কেনাকাটা

টিভিএস বাইক মূলত ভারতের জনপ্রিয় টু-হুইলার ম্যানুফ্যাকচারার কোম্পানী টিভিএস মোটরের তৈরী। বর্তমানে, টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে বাংলাদেশেও টিভিএস বাইক ম্যানুফ্যাকচার করে থাকে। তাছাড়া, গ্রাহক চাহিদা ও পছন্দ অনুযায়ী বছরের পর বছর ধরে টিভিএস নির্ভরযোগ্য, আকর্ষণীয়, এবং জ্বালানি সাশ্রয়ী মোটরসাইকেল সরবারহ করায় বাংলাদেশে বাইক উৎসাহী থেকে শুরু করে বাইক রাইডারদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

টিভিএস বাইক কেন কিনবেন?

টিভিএস বাইক বেশ কিছু বিশেষত্বের জন্য বাংলাদেশের বাজারে জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড হিসেবে পরিচিতি পেয়েছে।

১। টিভিএস মোটরসাইকেল যথেষ্ট জ্বালানী সাশ্রয়ী হওয়ায় রাইডারদের জন্য খুবই লাভজনক বাইক। এই ব্র্যান্ডের বাইক সাধারণত উন্নত ইঞ্জিন টেকনোলোজি এবং অপ্টিমাইজেশন কৌশল নিশ্চিত করায়, টিভিএস বাইক রাইডিংয়ের ক্ষেত্রে আকর্ষণীয় মাইলেজ পাওয়া যায়, যা ফুয়েল খরচ কমায় পাশাপাশি পরিবেশের উপর কম প্রভাব ফেলে।

২। টিভিএস মোটর কোম্পানী সাধারণত মোটরসাইকেলের পারফরম্যান্সের উপর বিশেষ ভাবে জোর দেওয়ায় রাইডিংয়ের ক্ষেত্রে টিভিএস বাইক রোমাঞ্চরকর অভিজ্ঞতা প্রদান করে। তাছাড়া, টিভিএস ব্র্যান্ডের স্পোর্টি অ্যাপাচি থেকে শুরু করে কমিউটর-ফ্রেন্ডলি স্টার সিটি প্লাস সিরিজের মোটর সাইকেল বাংলাদেশে সাশ্রয়ী দামে পাওয়া যায়, যা পাওয়ার, অ্যাসিলারেশন এবং হ্যান্ডেলিং এর ক্ষেত্রে নিখুঁত ভারসাম্য প্রদান করে থাকে।

৩। তাছাড়া, টিভিএস বাইক যথেষ্ট শক্তিশালী এবং নির্ভরযোগ্য ভাবে ডিজাইন করা হয়েছে। ফলে, দৈনন্দিন ব্যবহারের কঠোরতা সহ্য করার পাশাপাশি অন-রোড, অফ-রোড সহ যেকোনো রাস্তায় আরামদায়ক ভাবে রাইড করা যায়।

৪। এছাড়াও, টিভিএস মোটরসাইকেলে উন্নত ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, এলইডি লাইটিং সিস্টেম, স্মার্টফোন কানেক্টিভিটি এবং নেভিগেশন এইডস এর মত আধুনিক ফিচার যুক্ত রয়েছে। দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি লং ড্রাইভের ক্ষেত্রে রাইডারদের সামগ্রিক ভাবে আরামদায়ক রাইডিং সুবিধা প্রদান করে।

৫। টিভিএস বাইক সাধারণত সমসাময়িক ও নজরকাড়া ডিজাইনে তৈরি হওয়ায় বাইক উৎসাহী থেকে শুরু করে রাইডারদের মধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে। বিশেষ করে অ্যাপাচি সিরিজের মোটরসাইকেল আক্রমনাত্মক এবং স্পোর্টি আউটলোক পাশাপাশি জুপিটার স্কুটারের মসৃণ এবং মার্জিত লাইন সাধারণ মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

৬। টিভিএস গুনমান সম্পন্ন, আকর্ষণীয় ডিজাইনের মোটরসাইকেল সাশ্রয়ী দামে সরবারহ করায়, যা দাম অনুযায়ী রাইডারদের কাছে আদর্শ বাইক হিসেবে সুপরিচিত।

৭। এই ব্র্যান্ডের বাইক বাংলাদেশে ম্যানুফ্যাকচার করার ফলে দেশের প্রায় সব জায়গাতে নিজস্ব সার্ভিসিং পয়েন্ট রয়েছে। পাশাপাশি, টিভিএস বাইকের যাবতীয় খুচরা যন্ত্রাংশ সাশ্রয়ী দামে পাওয়া যায়। ফলে, প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় নির্দিষ্ট লোকেশনের সার্ভিস সেন্টার থেকে রক্ষণাবেক্ষণ করা যায়।

টিভিএস বাইকের দাম কত?

নতুন এবং ব্যবহৃত উভয় কন্ডিশনের টিভিএস বাইক বাংলাদেশে পাওয়া যায়। বর্তমানে, বাংলাদেশে টিভিএস বাইকের দাম ৬৫,০০০ টাকা থেকে শুরু, যা ব্যবহৃত কন্ডিশনের অ্যাপাচি সিরিজের টিভিএস মোটরসাইকেল। টিভিএস বাইকের দাম সাধারণত মডেল, সিরিজ, ইঞ্জিন টাইপ, সিসি ক্যাপাসিটি, কান্ট্রি ভ্যারিয়েন্ট এবং অন্যান্য ফিচার সমূহের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। ১০০ সিসির টিভিএস বাইকের দাম বাংলাদেশে ৭৮,০০০ টাকা থেকে শুরু, যা প্রতি লিটার ফুয়েলে প্রায় ৬০ কিমি মাইলেজ প্রদান করে। বাংলাদেশে ১১০-১২৫ সিসি টিভিএস বাইকের দাম ১১৬,০০০ টাকা থেকে ১৬০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়।এছাড়াও, আকর্ষণীয় ডিজাইন, উন্নত ফিচার এবং উচ্চ সিসি ক্যাপাসিটি সম্পন্ন টিভিএস বাইকের দাম ১৮০,০০০ টাকা থেকে শুরু।

বাংলাদেশে জনপ্রিয় মডেলের টিভিএস বাইক কোনগুলো?

বাংলাদেশে টিভিএস ব্র্যান্ডের ইজি বাইক, স্কুটার থেকে শুরু করে স্পোর্টই সব ধরনের মোটরসাইকেল পাওয়া যায়। তবে, সাশ্রয়ি দামে সবচেয়ে জনপ্রিয় টিভিএস বাইক হচ্ছে টিভিএস আরটিআর অ্যাপাচি ভার্সন ৪, টিভিএস আরটিআর অ্যাপাচি ভার্সন ২, টিভিএস স্ট্রাইকার, টিভিএস মেট্রো প্লাস, টিভিএস জুপিটার এবং টিভিএস এক্সএল১০০ অন্যতম।

বাংলাদেশের সেরা টিভিএস বাইক এর মূল্য তালিকা March, 2025

2024 & March, 2025-এর বাংলাদেশের সেরা টিভিএস বাইক এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের টিভিএস বাইক ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা টিভিএস বাইক এর তালিকা তৈরি করা হয়েছে।

টিভিএস বাইক মডেল বাংলাদেশে দাম
Apache RTR 160 2021 ৳ ১৩৫,০০০
TVS Apache RTR 160 4V ৳ ২০৫,০০০
TVS RTR 160 V2 ৳ ১২০,০০০