bdstall.com

হোন্ডা বাইক এর দাম ২০২৫

আইটেম ১-৬ এর ৬

বাইক কেনাকাটা

বিখ্যাত জাপানী কোম্পানি হোন্ডা মোটর কর্পোরেশন লিমিটেড হোন্ডা ব্র্যান্ডের বাইক সরবারহ করে, যা বাংলাদেশে জনপ্রিয় ব্র্যান্ড। হোন্ডা বাইক সাধারণত ব্যতিক্রমী কর্মক্ষমতা, নির্ভরযোগ্য এবং অত্যাধুনিক প্রযুক্তির সংযোজনের জন্য বিডিতে বেশ পরিচিতি রয়েছে। তাছাড়া, এই ব্র্যান্ড গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিস্তৃত পরিসরে হোন্ডা মোটরসাইকেল সরবারহ করে, যা যেকোনো বয়সের রাইডার থেকে শুরু করে প্রফেশনাল রাইডারদের  কাছে সেরা পছন্দ৷ নির্দিষ্ট  বাজেটের মধ্যে গুণমান সম্পন্ন হোন্ডা বাইক সরবারহ করায়, বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ডের বাইকের চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।

হোন্ডা বাইকের বিশেষত্ব কি?

১। হোন্ডা বাইক এরগোনমিক ডিজাইন, আরামদায়ক সিট এবং উন্নত ফিচারের সমন্বয়ে তৈরি যা রাইডারদের আরামদায়ক এবং ক্লান্তিমুক্ত রাইডিং অভিজ্ঞতা নিশ্চিত করে৷

২। হোন্ডা মোটরসাইকেল উদ্ভাবনী প্রযুক্তির সমন্বয়ে তৈরী হওয়ায় উন্নত কর্মক্ষমতা, জ্বালানী দক্ষতা বৃদ্ধি করে আকর্ষণীয় রাইডিং অভিজ্ঞতা প্রদান করে।

৩। ঘন ঘন রিফুয়েলিং ছাড়াই দীর্ঘ রাইডিং এ হোন্ডা বাইক চমৎকার জ্বালানী দক্ষতা প্রদান করে।

৪। চাহিদা অনুযায়ী উন্নত রাইডিং অভিজ্ঞতা প্রদানে কমিউটার বাইক, স্পোর্টস বাইক, অ্যাডভেঞ্চার বাইক সহ বিস্তৃত পরিসরের মডেলের হোন্ডা বাইক সরবারহ করে।

৫। বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ড অনুমোদিত পরিষেবা কেন্দ্র থেকে দক্ষ টেকনেশিয়ান দ্বারা বিক্রয়োত্তর পরিষেবা প্রদান করে এবং হোন্ডা বাইকের খুচরা যন্ত্রাংশ সহজেই পাওয়া যায়।

৬। হোন্ডা ব্র্যান্ডের বাইক অত্যন্ত টেকসই ভাবে তৈরী ফলে নিয়মিত রক্ষণাবেক্ষণের দীর্ঘস্থায়ী রাইডিং অভিজ্ঞতা প্রদান করে।

হোন্ডা ব্র্যান্ডের টপ স্পীড বাইক কোনগুলো?

বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ডের কিছু মডেলের বাইক উচ্চ গতির জন্য বেশ পরিচিত। বর্তমানে বাংলাদেশে হোন্ডা সি বি আর ১৫০ আর, হোন্ডা সিবি হরনেট ১৬০ আর, হোন্ডা সিবি ট্রিগার বাইক টপ স্পিড প্রদানকারী বাইক। হোন্ডা ব্র্যান্ডের এই বাইকগুলো সাধারনত ১৫০ থেকে ১৬৫ সিসির ইঞ্জিন রয়েছে এবং ১১০ থেকে ১৪৫ কিমি পার ঘন্টা টপ স্পীড প্রদান করে। তাছাড়া ইঞ্জিনের আরপিএম এর উপর নির্ভর করে হোন্ডা বাইকের টপ স্পীড কম বেশি হয়ে থাকে।

হোন্ডা ব্র্যান্ডের কোন স্পোর্টস বাইকটি সেরা?

বাংলাদেশে হোন্ডা স্পোর্টস বাইকগুলোর মধ্যে হোন্ডা সিবি আর ১৫০ আর  সেরা বাইক। এই মডেলের হোন্ডা বাইকটি মূলত স্পোর্টস ডিজাইনের পাশাপাশি মসৃণ হ্যান্ডলিং সিস্টেম এবং ১৫০ সিসি এস আই ইঞ্জিন রয়েছে, যা রোমাঞ্চকর রাইডিং অভিজ্ঞতা প্রদান করে।

বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ডের আপকামিং বাইক কোনগুলো?

বর্তমানে বাংলাদেশে হোন্ডা ব্র্যান্ডের  আপকামিং বাইক হচ্ছে হোন্ডা এক্স ব্ল্যাড ২.০, হোন্ডা সাইন ১২৫, হোন্ডা সিবিআর ১৫০আর ইন্দোনেশিয়ান ভ্যারিয়েন্ট।

হোন্ডা বাইকের দাম কত?

হোন্ডা বাইকের দাম মডেল, স্পেসিফিকেশন এবং কান্ট্রি ভ্যারিয়েন্ট ইত্যাদি বিষয়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। বাংলাদেশে হোন্ডা বাইক সাধারণত ১০০,০০০ থেকে ১৩০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়, যা ১১০ সিসি ইঞ্জিন ক্যাপাসিটি, ৫৫০০ আরপিএম এবং ৬০ কিমি পার লিটার মাইলেজ প্রদান করে। এছাড়া, বাংলাদেশে ১২৫ সিসি হোন্ডা বাইক ১৪০,০০০ টাকায় পাওয়া যায়। তবে, হোন্ডা ব্র্যান্ডের স্পোর্টস বাইকের দাম ২০০,০০০ টাকার বেশি হয়ে থাকে।

বাংলাদেশের সেরা হোন্ডা বাইক এর মূল্য তালিকা March, 2025

2024 & March, 2025-এর বাংলাদেশের সেরা হোন্ডা বাইক এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের হোন্ডা বাইক ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা হোন্ডা বাইক এর তালিকা তৈরি করা হয়েছে।

হোন্ডা বাইক মডেল বাংলাদেশে দাম
Honda CB Hornet 160R ৳ ১২২,০০০
Honda CB Hornet 160R ৳ ১৫৫,০০০
Honda Shine SP 125 cc ৳ ১৫৫,০০০
Honda Livo 110cc 2022 Disc Brake ৳ ১২০,০০০
Honda CBR 150R 2018 (Non-ABS) ৳ ২৩০,০০০