bdstall.com

বাজাজ বাইক এর দাম

আইটেম ১-৭ এর ৭

বাইক কেনাকাটা

বাজাজ বাইক মূলত ভারতীয় মাল্টিন্যাশনাল অটোমোটিভ ম্যানুফ্যাকচার কোম্পানী বাজাজ অটো লিমিটেডের তৈরি। সিটি এরিয়া কিংবা গ্রামীণ রাস্তায় নির্ভরযোগ্য রাইডিং সুবিধা প্রদানে বাজাজ বাইক শক্তিশালী ইঞ্জিন, আকর্ষণীয় ডিজাইন এবং জ্বালানী সাশ্রয়ী হয়ে থাকে। বর্তমানে, গ্রাহক চাহিদা ও পছন্দ অনুযায়ী বাজাজ বাংলাদেশে সাশ্রয়ী দামে বিস্তৃত মডেলের বাইক সরবারহ করায় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

বাজাজ বাইকের সিরিজ

বাজাজ পালসার সিরিজঃ পালসার সিরিজ বাজাজের অন্যতম জনপ্রিয় বাইক। এই সিরিজে বাজাজ পালসার ১৫০,পালসার ১৮০, পালসার ভি১৫, পালসার এনএস১৬০,পালসার এনএস২০০, এবং পালসার আরএস২০০ এর মত উল্লেখযোগ্য মডেলের মোটরসাইকেল রয়েছে। এই সিরিজের বাজাজ মোটরসাইকেল মূলত স্পোর্টি ডিজাইন, উন্নত পারফরম্যান্স এবং ফিচার সমূহের জন্য বিডিতে বেশ জনপ্রিয়।

বাজাজ ডিসকভার সিরিজঃ বাজাজের ডিসকভার সিরিজের বাইক সাধারণত জ্বালানি দক্ষতা এবং আরামদায়ক রাইডের জন্য বাংলাদেশে সবচেয়ে বেশি পরিচিত। এই সিরিজের বাজাজ ডিসকভার ১২৫, বাজাজ ডিসকভার ১১০, বাজাজ ডিসকভার ১৩৫  এবং বাজাজ ডিসকভার ১৫০ এর মত মডেলের মোটরসাইকেল বাংলাদেশের বাজারে পাওয়া যায়। তবে, বাজাজ ডিসকভার ১৩৫ মডেলের বাইকটি উৎপাদন বন্ধ থাকায় জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিডিস্টল.কম এ কম দামে ব্যবহৃত কন্ডিশনে পাওয়া যায়।

বাজাজ প্লাটিনা সিরিজঃ বাজাজের প্লাটিনা সিরিজটি মূলত ভালো মাইলেজ এবং সাশ্রয়ী দামের জন্য বাংলাদেশে গ্রাহকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই সিরিজের বাজাজ প্লাটিনা ১০০ এবং বাজাজ প্লাটিনা ১১০ মডেলের বাইক রয়েছে।

বাজাজ সিটি সিরিজঃ বাজাজ সিটি সিরিজ সাধারণত কমপ্যাক্ট সাইজের, জ্বালানি দক্ষ, এবং সাশ্রয়ী দামের জন্য পরিচিত। এটি এন্ট্রি-লেভেল রাইডারদের জন্য উপযুক্ত বাইক। এই  সিরিজের বাজাজ সিটি ১০০ এবং বাজাজ সিটি ১১০ মডেলের বাইক পাওয়া যায়।

বাজাজ অ্যাভেঞ্জার সিরিজঃ বাজাজ অ্যাভেঞ্জার সিরিজের বাইক মূলত ক্রুজার মোটরসাইকেল, যা লং ড্রাইভের জন্য উপযুক্ত। বর্তমানে, বাংলাদেশে সাশ্রয়ী দামে বাজাজ এভেঞ্জার স্ট্রিট ১৫০, বাজাজ এভেঞ্জার স্ট্রিট এবং বাজাজ এভেঞ্জার স্ট্রিট ২২০ মডেলের বাইক পাওয়া যায়।

বাজাজ বাইকের বিশেষত্ব কি?

১। বাজাজ বাইক সাধারণত মসৃণ লাইন, স্টাইলিশ গ্রাফিক্স এবং আকর্ষণীয় রঙে সমসাময়িক চাহিদা ও পছন্দ অনুযায়ী পাওয়া যায়। ফলে, মোটরসাইকেল উৎসাহী এবং রাইডারদের কাছে বাজাজ মোটরসাইকেল জনপ্রিয় হয়ে উঠেছে।

২। এই ব্র্যান্ডের বাইকে এবিএস (অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম), এলইডি লাইটিং, ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল এবং উন্নত সাসপেনশন সিস্টেমের মতো উন্নত ফিচার যুক্ত রয়েছে।

৩। বর্তমানে ১০০ সিসি থেকে ২৫০ সিসি ক্যাপাসিটি সম্পন্ন বিভিন্ন মডেল এবং সিরিজের বিস্তৃত পরিসরের বাজাজ মোটরসাইকেল বাংলাদেশে সাশ্রয়ী দামে পাওয়া যায়। এই ব্র্যান্ডের কমপ্যাক্ট ডিজাইনের বাইকের পাশাপাশি স্পোর্টস বাইক, এবং লং ড্রাইভের জন্য উপযুক্ত ক্রুজার বাইক সরবারহ করে থাকে। ফলে, বাজেট অনুযায়ী পছন্দের বাজাজ বাইক সহজেই সংগ্রহ করা যায়।

৪। তাছাড়া, বিভিন্ন রাইডিং পছন্দ এবং প্রয়োজনীয়তা অনুযায়ী বাজাজ বিভিন্ন ইঞ্জিন ক্ষমতা এবং পাওয়ার আউটপুট সহ বিভিন্ন ধরণের মোটরসাইকেল সরবারহ করে। পাশাপাশি চাহিদা অনুযায়ী উন্নত কর্মক্ষমতা প্রদানে বাজাজ বাইকে ফুয়েল ইনজেকশন, লিকুইড কুলিং এবং ডিস্ক ব্রেক-এর মতো উন্নত প্রযুক্তি সরবারহ করে থাকে।

৫। বাজাজ বাইক সাধারণত উন্নত জ্বালানী দক্ষতা প্রদান করে, যা রাইডাদের জ্বালানী বাবদ খরচ সাশ্রয় হয়ে থাকে। ফুয়েল কনজাম্পশন অপ্টিমাইজ করার পাশাপাশি উন্নত মাইলেজ প্রদানে ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন এবং ডিজিটাল টুইন স্পার্ক-সোয়ার্ল ইন্ডাকশন এর মতো টেকনোলোজি সরবারহ করে থাকে।

৬। বাংলাদেশে বাজাজ বাইকের একমাত্র আমদানি কারক প্রতিষ্ঠান উত্তরা মোটরস লিমিটেডের সারাদেশ জুড়ে নিজস্ব অথোরাইজড ডিলার পয়েন্ট রয়েছে। ফলে, পছন্দের বাজাজ বাইক সহজেই সংগ্রহ করার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ, সার্ভিসিং সহ ভালো বিক্রয়োত্তর সেবা পাওয়া যায়।

বাজাজ বাইক কেমন মাইলেজ দেয়?

বাজাজ বাইকের মাইলেজ সাধারণত মডেল, ইঞ্জিন পাওয়ার, রাইডিং কন্ডিশন, রক্ষণাবেক্ষণ এবং রাইডিং স্টাইল এর উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। বাজাজ প্লাটিনা, ডিসকভার এবং সিটি ১০০ মডেলের বাইকে ৪০-৬০ কিমি/লিটার মাইলেজ প্রদান করে থাকে। তাছাড়া, বাজাজ স্পোর্টস বাইক বিশেষ করে পালসার সিরিজের বাইকে ৩৫-৫৫ কিমি/লিটার মাইলেজ পাওয়া যায়।

বাংলাদেশে বাজাজ ব্র্যান্ডের আপকামিং মডেল

গ্রাহক চাহিদা ও পছন্দ অনুযায়ী বাজাজ প্রায় প্রতি বছরই উন্নত ইঞ্জিন, নতুন ফিচার, টেকনোলজির সমন্বয়ে বিভিন্ন সিসি ক্যাপাসিটির নতুন নতুন মডেলের বাইক সরবারহ করে থাকে। বাংলাদেশে বাজাজ আপকামিং বাইক মডেল হচ্ছে বাজাজ পালসার এসএস ১৬০ এফআই বি এস VI, বাজাজ এভেঞ্জার ১৬০ এবিএস, বাজাজ প্লাটিনা ১১০ এইচ-গিয়ার, বাজাজ ডোমিনার ২৫০, বাজাজ পালসার এন২৫০ এফআই+এবিএস, বাজাজ পালসার এফ২৫০, বাজাজ পালসার আরএস ২০০সিসি, বাজাজ পালসার ২২০এফ। এই মডেলের বাজাজ বাইক বাংলাদেশে আনুমানিক ৩০০,০০০ টাকা থেকে ৪৫০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যাবে।

বাজাজ বাইকের দাম কত?

বাংলাদেশের জনপ্রিয় অনলাইন মার্কেটপ্লেস বিডিস্টল.কম এ নতুন ও ব্যবহৃত উভয় কন্ডিশনের বাজাজ বাইক পাওয়া যায়। বর্তমানে, বাংলাদেশে বাজাজ বাইকের দাম ৫০,০০০ টাকা থেকে শুরু, যা ব্যবহৃত কন্ডিশনে পাওয়া যায়। তাছাড়া, বাংলাদেশে বাজাজ সকল বাইকের দাম সাধারণত নির্দিষ্ট মডেল, ইঞ্জিন, সিসি ক্যাপাসিটি এবং স্পেসিফিকেশনের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। ১১০-১২৫ সিসির বাজাজ বাইক ১৪০,০০০ টাকা থেকে ১৫০,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। এছাড়াও, উন্নত ইঞ্জিন, স্টাইলিশ ডিজাইনের ১৫০-২৫০ সিসির বাজাজ বাইক বিডিতে ১৯০,০০০ টাকা থেকে ৩৫০,০০০ টাকা বাজেটের মধ্যে পাওয়া যায়।

বাংলাদেশের সেরা বাজাজ বাইক এর মূল্য তালিকা December, 2024

December, 2024-এর বাংলাদেশের সেরা বাজাজ বাইক এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের বাজাজ বাইক ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা বাজাজ বাইক এর তালিকা তৈরি করা হয়েছে।

বাজাজ বাইক মডেল বাংলাদেশে দাম
Bajaj Discover 150 2011 ৳ ৫৮,০০০
Bajaj Platina 2017 ৳ ৬৫,০০০
Bajaj Discover 125 2019 ৳ ৯৭,০০০
Bajaj Pulsar 150cc 4-Stroke Engine Bike ৳ ৯৫,০০০
Bajaj Discover 100cc DC Ignition Motorbike ৳ ১০০,০০০