বাইক কেনাকাটা
রাইডের জন্য কোন স্টাইলটি সেরা?
বর্তমান সময়ের মোটর বাইক গুলো সাধারণত বিভিন্ন ধরণের স্টাইল বা ডিজাইনের ভিত্তি করে তৈরি করা হয়। তারমধ্যে উল্লেখযোগ্য হল ক্রুজার, স্পোর্টস, ট্যুরিং, স্ট্যান্ডার্ড এবং ডুয়েল-পার্পোজ।
তেল বা বৈদ্যুতিক - কোনটি কেনা উচিত?
দুই ধরণের বাইক এখন বাজারে পাওয়া যায় একটি হল তেল চালিত ইঞ্জিন মোটরবাইক অন্যটি হল বিদ্যুৎ চালিত মোটর বাইক।
যে সকল বাইক পেট্রোল বা অকটেন দিয়ে চালিত হয় সেকল বাইককে তেল চালিত বাইক বলে। এই ধরণের মোটর সাইকেলের ইঞ্জিন অনেক শক্তিশালি হয়ে থাকে এবং একসাথে অনেক দুরের পথ অতিক্রম করা যায়। যতক্ষন তেল থাকবে ততক্ষন পর্যন্ত চলতে থাকবে।
যে সকল বাইকের মোটর বিদ্যুৎ দিয়ে পরিচালনা করে সেগুলোকে ইলেকট্রিক বাইক বলে। এই বাইকের মোটর তুলনা মূলক কম শক্তিশালী হয়। নির্দিষ্ট পরিমান পথ অতিক্রম করার জন্য এই বাইক উপযুক্ত। বাইকের চার্জ যতক্ষন পর্জন্ত থাকবে ততক্ষন পর্যন্ত এ বাইক চলবে।
জ্বালানী ট্যাঙ্কের ক্ষমতা সর্বনিম্ন কত হওয়া উচিত?
মোটরসাইকেলের ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি হচ্ছে একটি গুরুত্ব পূর্ণ দিক। সকল ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি একই রকমের হয় না মোটরসাইকেল অনুযায়ী এর ধারণ ক্ষমতা নির্ধারন করা হয়ে থাকে। সর্বনিম্ন ৫ লিটার এবং সর্বচ্চো ১৫ লিটার পর্যন্ত পাওয়া যায়। ব্যবহারের উপরে নির্ভর এটি নির্বাচন করা উচিত।
মাইলেজ কত হওয়া উচিৎ?
মোটরসাইকেলের সিসি যত বেশি হবে এর মাইলেজ তত কম হবে তবে প্রতি লিটারে সর্বোনিম্ন ৪০ কিলোমিটার যায় এমন বাইক কেনা উচিৎ।
কোন ব্রেক সিস্টেম বাংলাদেশের জন্য সবচেয়ে ভাল?
একটি মোটর বাইকে বিভিন্ন ধরণের ব্রেকিং সিস্টেম থাকে এর মধ্যে সবচেয়ে নিরাপদ ব্রেকিং সিস্টেম হলো ডিস্ক ব্রেক বা হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম এবং এবিএস বা এন্টি লক ব্রেকিং সিস্টেম।
কিক অথবা সেলফ - কোনটি সেরা?
আগের মোটর বাইকের শুধুমাত্র একটি স্টার্টিং সিস্টেম ছিল কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এখন বাইকের সাথে যুক্ত হয়েছে সেলফ এবং কিক স্টারটিং ইঞ্জিন। ব্যবহারের সুবিধার জন্য সেলফ স্টার্টিং ইঞ্জিন ভালো।
বাংলাদেশে বাইকের দাম
বাংলাদেশে বাইকের দাম বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে, প্রাথমিকভাবে ইঞ্জিনের আকার এবং বৈশিষ্ট্যগুলির উপর নির্ভর করে। আপনি এখানে বিডিতে নতুন বাইকের দাম ৳77,000 থেকে ৳6,00,000 পর্যন্ত পেতে পারেন। ছোট ইঞ্জিনের বাইক (প্রায় 100cc) এর দাম সবচেয়ে সাশ্রয়ী মূল্যের হয়, তুলনামুলকভাবে উচ্চ-ক্ষমতাসম্পন্ন স্পোর্ট বাইক এর দাম উল্লেখযোগ্যভাবে বেশি হয়। বিডিতে কম দামের মধ্যে ২য় হ্যান্ড বাইকের দাম সম্পর্কে জেনে নিতে পারবেন পাশাপাশি বাইকের শো রুমে গিয়ে দেখে পছন্দ করে মোটরবাইক কিনতে পারবেন। বাজাজ, ইয়ামাহা, হিরো এবং হোন্ডা-এর মতো জনপ্রিয় বাইক ব্র্যান্ডগুলো বিভিন্ন পয়েন্টের উপরে নির্ভর করে মূল্য নির্ধারিত হয়।