bdstall.com

আসুস মনিটর এর দাম

আইটেম ১-৬ এর ৬

মনিটর কেনাকাটা

তাইওয়ানের মাল্টিন্যাশনাল কোম্পানি আসুস বাংলাদেশে সুপরিচিত এবং স্বনামধন্য ব্র্যান্ড যা মনিটরসহ বিভিন্ন ধরণের কম্পিউটার ডিভাইস তৈরি করে থাকে। গেমিং, প্রফেশনাল কাজে কিংবা সাধারণ ব্যবহারের জন্য আসুস ব্র্যান্ড বিভিন্ন সাইজের মনিটর সরবারহ করে। যার ফলে আসুস মনিটর ব্যবহারে  গেমিং, গ্রাফিক্স ডিজাইন কিংবা মাল্টিমিডিয়া কাজে চমৎকার ভিজুয়্যাল পাওয়া যায়। ফলে, উচ্চ-মান সম্পন্ন ডিসপ্লে, উন্নত প্রযুক্তি এবং নির্ভরযোগ্য কর্মক্ষমতা সম্পন্ন মনিটর হওয়ায় বাংলাদেশে আসুস মনিটর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।

আসুস মনিটরের দাম কত?

সাধারণত আসুস মনিটরের দাম এর ডিসপ্লে সাইজ, রেজোলিউশন, টেকনোলজি এবং গুনমানের ভিত্তিতে পরিবর্তিত হয়ে থাকে। বাংলাদেশে আসুস মনিটরের দাম ১৩,৯০০ টাকা থেকে শুরু যা একটি ফুল এইচডি ২২-ইঞ্চি মনিটর, আইপিএস টেকনোলোজি ডিসপ্লে এবং আই কেয়ার টেকনোলোজি যুক্ত রয়েছে । বর্তমানে, বাংলাদেশে সর্বোচ্চ ৩২ ইঞ্চি আসুস মনিটর সর্বনিম্ন ৪৫,০০০ টাকার মধ্যে পাওয়া যায়। তবে, গেমিং কিংবা ডিজাইনের কাজে ব্যবহার উপযোগী আসুস মনিটরের দাম তুলনামূলক ভাবে বেশি হয়ে থাকে।

বাংলাদেশে কত ইঞ্চির আসুস মনিটর পাওয়া যায়?

ব্যবহারকারীর চাহিদা এবং পছন্দ অনুযায়ী আসুস ব্র্যান্ড বিভিন্ন সাইজের মনিটর সরবারহ করে থাকে। বর্তমানে ১৯ ইঞ্চি থেকে ৩২ ইঞ্চি পর্যন্ত আসুস মনিটর সচারাচর পাওয়া যায়। তবে, বাংলাদেশে ২২ ইঞ্চি এবং ২৪ ইঞ্চির আসুস মনিটর বেশি জনপ্রিয়। বাংলাদেশে ২৪-ইঞ্চি আসুস মনিটরের দাম ১৮,০০০ টাকা থেকে শুরু।

আসুস মনিটরে কি ধরনের ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করা হয়?

বাংলাদেশে সাধারনত আইপিএস, টুইস্টেড নেমেটিক, ভারটিকেল এলাইনম্যান্ট প্যানেলের পাশাপাশি ওএলইডি প্যানেলের ডিসপ্লে টেকনোলজি যুক্ত আসুস ব্র্যান্ডের মনিটর পাওয়া যায়। ডিসপ্লে টেকনোলোজির উপর নির্ভর করে আসুস মনিটরের দামের পার্থক্য হয়ে থাকে। ওএলইডি ডিসপ্লে টেকনোলজি মূলত আসুস গেমিং মনিটরের বেশি পাওয়া যায়। গেমিংয়ের জন্য বাংলাদেশে আসুস মনিটরের দাম ৫০,০০০ টাকা বা তার বেশি হয়ে থাকে।

আসুস মনিটর দিয়ে কি টিভি দেখা যাবে?

আসুস মনিটর মূলত কম্পিউটার মনিটর হিসেবেই ব্যবহার করা হয়। তবে এই ব্র্যান্ডের মনিটরে টিভি দেখতে চাইলে আলাদাভাবে টিভি কার্ড ব্যবহার করতে হবে।

আসুস মনিটরের রিফ্রেশ রেট কত?

আসুস ব্র্যান্ডের মনিটর সাধারণত ৬০ হার্জ থেকে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট প্রদান করে থাকে। পাশাপাশি, ১৬৫ হার্জ এবং ২৪০ হার্জের বেশি রিফ্রেশ রেটের আসুস মনিটর পাওয়া যায়। উচ্চ রিফ্রেশ রেটের আসুস মনিটর মূলত প্রতিযোগিতা মূলক গেমিং করার কাজে বেশি ব্যবহার করা হয়। বাংলাদেশে সাশ্রয়ী দামে উচ্চ রিফ্রেশ রেটের আসুস মনিটর পাওয়া যায়।

আসুস গেমিং মনিটর কেমন?

গেমারদের চাহিদা অনুযায়ী আকর্ষণীয় গেমিং অভিজ্ঞতা প্রদান করার জন্য মূলত আসুস মনিটর ডিজাইন করা হয়েছে যা বাংলাদেশী গেমারদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। তাছাড়া আসুস গেমিং মনিটর মূলত হাই রিফ্রেট রেট, এএমডি ফ্রি সিঙ্ক, এনভিআইডিআইএ জি-সিঙ্ক টেকনোলোজি, ১ থেকে ৪ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, ফুল এইচডি থেকে ৪কে রেজোলিউশন ডিসপ্লে যুক্ত মনিটর সরবারহ করে থাকে। এছাড়াও এইডিএমআই, ইউএসবি পোর্ট, ডিসপ্লেপোর্ট সহ একাধিক কানেক্টিভিটি রয়েছে যা গেমিং কনসোল, কম্পিউটার পেরিফেরাল ডিভাইস সমূহের সাথে কানেক্ট করা যায়। বাংলাদেশে হাই-রেটেড গেমিংয়ের জন্য আসুস মনিটরের দাম তুলনামূলকভাবে একটু বেশি।

গেমিংয়ের জন্য আসুস মনিটরের জনপ্রিয় সিরিজ কোনটি?

আসুস ব্র্যান্ডের টিইউএফ এবং আরওজি মূলত দুটি গেমিং সিরিজের মনিটর। এই দুটি সিরিজের মনিটরে উন্নত টেকনোলজি, কম রেসপন্স টাইম এবং হাই-রিফ্রেশ রেট সম্পন্ন। তবে, টিইউএফ মনিটরের তুলনায় আরওজি মনিটর গেমিংয়ের জন্য সেরা পারফরম্যান্স প্রদান করে। কারণ আরওজি আসুস মনিটর মূলত ফ্ল্যাগশিপ মনিটর যা স্লিম বেজেল, আরজিবি লাইটিং ইফেক্ট এবং এর্গোনমিক স্ট্যান্ড এবং ভিজ্যুয়াল প্রিসেট প্রদান করে।

গ্রাফিক্স ডিজাইনের জন্য আসুসের কোন সিরিজের মনিটর সেরা?

আসুস প্রো আর্ট সিরিজের মনিটর মূলত প্রফেশনাল গ্রেডের আসুস মনিটর। যা সাধারণত ফটোগ্রাফী, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও ইডিটিং এবং অন্যান্য ধরনের কন্টেন্ট ইডিটিং এর কাজে ব্যবহার করার জন্য আদর্শ মনিটর। এই সিরিজের আসুস মনিটর ইডিটিং এর কাজে সঠিক রঙের পাশাপাশি গুণগত মান সম্পন্ন ইমেজ প্রদান করে।

আসুস মনিটরের সাথে কী একাধিক মনিটর সংযুক্ত করা যায়?

আসুস মনিটরের সাথে একাধিক মনিটর অবশ্যই সংযুক্ত করা যায়। তবে নির্দিষ্ট মডেল এবং কানেক্টিভিটি যাচাই করে একাধিক মনিটর ব্যবহার করা উচিত। তাছাড়া, প্রায় সব ধরনের আসুস মনিটরের সাথে একাধিক মনিটর ব্যবহারের জন্য একাধিক ইনপুট, আউটপুট পোর্ট রয়েছে।

আসুস মনিটর কি দেওয়ালে মাউন্ট করা যায়?

বাংলাদেশে আসুস মনিটর সাধারণত স্ট্যান্ডসহ পাওয়া যায়। পাশাপাশি আসুস ব্র্যান্ডের অনেক মনিটর ভিইএসএ স্ট্যান্ডার্ড এর সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে ওয়াল মাউন্ট ডিজাইন করা হয়েছে। তাই বাংলাদেশে সাশ্রয়ী দামে নির্দিষ্ট মডেলের আসুস মনিটর সংগ্রহ করে সহজেই দেওয়ালে মাউন্ট করে ব্যবহার করা যাবে। 

বাংলাদেশের সেরা আসুস মনিটর এর মূল্য তালিকা December, 2024

December, 2024-এর বাংলাদেশের সেরা আসুস মনিটর এর তালিকা দেওয়া হল।। বিডি স্টলের আসুস মনিটর ক্রেতাদের আগ্রহের ভিত্তিতে এই সেরা আসুস মনিটর এর তালিকা তৈরি করা হয়েছে।

আসুস মনিটর মডেল বাংলাদেশে দাম
Asus VY229HF 22" FHD Eye Care Gaming Monitor ৳ ১২,৯০০
Asus VZ279HE 27" FHD IPS Eye Care Monitor ৳ ২৪,০০০
Asus VY249HE 23.8" FHD IPS Eye Care Monitor ৳ ২২,৫০০
Asus VY229HE 21.45" Eye Care Monitor ৳ ১৩,৫০০
ASUS BE229QLBH 21.5" Full HD IPS Business Monitor ৳ ১৫,৯০০