মনিটর কেনাকাটা
২৪ ইঞ্চি মনিটর বর্তমান সময়ে অন্যান্য মনিটরের তুলনায় সবচেয়ে বেশি সুবিধা জনক মনিটর। কেননা বর্তমানে অনলাইন মার্কেটপ্লেসের বিভিন্ন কাজের জন্য বড় মনিটর খুবই জরুরী। মনিটর সাইজ বড় না হলে নিখুঁত ভাবে এই কাজ গুলো করা খুবই কষ্টকর। তাই বিডিতে ২৪ ইঞ্চি মনিটর ব্যাপক হারে জনপ্রিয়তা লাভ করেছে। এছাড়াও ২৪ ইঞ্চি মনিটর টেলিভিশনের ক্ষেত্রেও অধিক পরিমাণে ব্যবহার হয়ে থাকে বিধায় এটিকে সহজে তাতে রূপান্তরিত করা যায়।
২৪ ইঞ্চি মনিটরে কি কি সুবিধা পাওয়া যায়?
২৪ ইঞ্চি মনিটরে বিভিন্ন রকমের সুবিধা পাওয়া যায়। ২৪ ইঞ্চি মনিটরে স্বাস্থ্যগত সুবিধার পাশাপাশি কাজের ক্ষেত্রে ব্যাপক সুবিধা পাওয়া যায় তার মধ্যে উল্লেখযোগ্য সুবিধাগুলো হলোঃ
সুস্বাস্থ্য নিশ্চিত করণে ২৪ ইঞ্চি মনিটরের অবদানঃ
সুস্বাস্থ্য নিশ্চিত করণে ২৪ ইঞ্চি মনিটর ব্যপক অবদান রাখছে ক্রমাগতভাবে। বর্তমানে ২৪ ইঞ্চি মনিটরের সাথে আধুনিক বিভিন্ন প্রযুক্তি যুক্ত যা গ্রাহকগণের জন্য অনেক উপযোগী। সুস্বাস্থ নিশ্চিত করণে ২৪ ইঞ্চি মনিটরগুলোতে যুক্ত হচ্ছে ব্লু লাইট মোড প্রযুক্তি। এটি মনিটর থেকে নির্গত অতিরিক্ত নীল রশ্মিকে রোধ করে ফলে চোখ থাকে সুস্থ। এছাড়াও ছোট মনিটরে কাজ নিখুঁত ভাবে করা যায় না ফলে মানসিক ভাবে অনেক উত্তেজনা কাজ করে, রক্তচাপ বেড়ে যায়। কিন্তু ২৪ ইঞ্চি মনিটরে স্ক্রীন বড় হওয়ায় এতে কোনো সমস্যা হয় না। ফলে কাজ করা যায় নিখুঁত ভাবে। আর মানসিক ভাবে কোনো চাপ থাকে না। তাই বলা যায়, সুস্বাস্থ্য নিশ্চিত করণে বর্তমানের ২৪ ইঞ্চি মনিটর অন্যান্য মনিটর থেকে অনেক এগিয়ে আছে।
নিখুঁত এডিটিংঃ
যেকোনো জিনিস নিখুঁত ভাবে এডিটিং করতে ২৪ ইঞ্চি মনিটরের আছে বিশেষ সুবিধা। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, লোগো ডিজাইন সহ বিভিন্ন জিনিস নিখুঁত ভাবে এডিটিং করতে না পারলে প্রজেক্ট সফলতার সাথে শেষ করা যায় না। কিন্তু ২৪ ইঞ্চি মনিটর বড় তাই এটির সাহায্যে নিখুঁত ভাবে কালার পিক, টুল সিলেকশন, ইমেজ স্কেলিং সহ বিভিন্ন এডিটিং-এর কাজ করা যায় খুব সহজেই।
কোডিংঃ
কোডিং করার জন্য বর্তমানে সবচেয়ে উপযোগী মনিটর হলো একমাত্র ২৪ ইঞ্চি মনিটর। কোডিং করার সময়ে ছোট স্ক্রীনে অনেক সমস্যায় পড়তে হয়। ছোট স্ক্রীনে কোডিং করা যেমন কষ্টকর তেমনি কোডিং ভুল হলেও খুঁজে পাওয়া অনেক দুষ্কর। কিন্তু ২৪ ইঞ্চি মনিটরে কোডিং করার সময়ে কোড গুলোর আকার বড় থাকবে এবং ভুল কোড সহজেই চোখে পড়বে।
এন্টারটেইনমেন্টঃ
এটিকে এন্টারটেইনমেন্ট এর জন্যও ব্যবহার করা সুবিধাজনক। বিভিন্ন হাই কোয়ালিটির ভিডিও এটিতে সুন্দরভাবে দেখা যায়।
২৪ ইঞ্চি মনিটর কি টেলিভিশন হিসাবে ব্যবহার করা যাবে?
২৪ ইঞ্চি মনিটর টেলিভিশনের জন্যও উপযুক্ত। অসাধারণ রেজুলেশন, পিকচার কোয়ালিটি, রিফ্রেশরেট, কন্ট্রাস্ট এর সমন্বয়ে তৈরি হয় এই মনিটর গুলো যা টিভির জন্য অসাধাণ ভূমিকা পালন করে। ভিজিএ, এইচডিএমআই, ইউএসবি, এভি কানেক্টিভিটির পোর্ট ২৪ ইঞ্চি মনিটরে পাওয়া যায়। ফলে ২৪ ইঞ্চি মনিটর টেলিভিশনের জন্য ব্যবহার করা যায় খুব অসাধারণভাবে।
বিডিতে ২৪ ইঞ্চি মনিটরের দাম কত?
বিডিতে ২৪ ইঞ্চি মনিটরের দাম শুরু হয় মাত্র ১০,৫০০ টাকা থেকে। এটি একটি স্যামসাং ব্র্যান্ডের ২৪ ইঞ্চি মনিটর। ফুল এইচডি রেজুলেশন, ১৭০° / ১৬০° ভিউ অ্যাঙ্গেল, ভিজিএ পোর্ট, ডিভিআই পোর্ট সহ বিভিন্ন রকমের বিশেষত্ব নিয়ে এই মনিটর তৈরি। এলজি, শাওমি, স্যামসাং, এইচপি, ডেল, আসুস, ই-সনিক, ফিলিপস সহ বিভিন্ন ব্র্যান্ডের ২৪ ইঞ্চি মনিটর পাওয়া যায় বিডিতে। মূলত ২৪ ইঞ্চি মনিটরের দাম নির্ভর করে এগুলোর ব্র্যান্ড, প্রযুক্তি, ডিসপ্লে প্যানেল, রেজুলেশন এবং বিভিন্ন রকমের বিশেষত্বের উপর নির্ভর করে।
বিডিতে ২৪ ইঞ্চি গেমিং মনিটরের দাম কেমন?
বিডিতে ২৪ ইঞ্চি গেমিং মনিটরের সর্বনিম্ন দাম ১৩,৪৯৯ টাকা। এটি সম্পূর্ণ বর্ডারলেস মনিটর। এটিতে রয়েছে ফুল এইচডি রেজুলেশন, ভিজিএ ও এইচডিএমআই পোর্ট, ব্যবহারকারীর জন্য বিশেষ সুবিধা হিসেবে থাকছে উচ্চতা অনুযায়ী সামঞ্জস্য রাখার সুবিধা। অসাধারণ এই মনিটরটি গেমিং মনিটর হিসেবে বাংলাদেশে অনেক জনপ্রিয়।