মনিটর কেনাকাটা
বর্তমানের ডিজিটাল বাংলাদেশে আধিকাংশ কাজই এখন মনিটর নির্ভর। ডেক্সটপ পিসি, সিসি টিভি ক্যামেরা ফুটেজ, টেলিভিশন ইত্যাদিতে মনিটর দৃশ্যমান। তবে বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয় মনিটর হচ্ছে ২২ ইঞ্চি সাইজের মনিটর গুলো। কেননা এর বড় স্ক্রীনে যেকোনো ছবি বা ভিডিও দেখা যায় খুব সহজেই। বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের ও বিভিন্ন রেজুলেশনের ২২ ইঞ্চি মনিটর পাওয়া যায়। বিডিতে ২২ ইঞ্চি মনিটরের দাম অনেক সস্তা।
২২ ইঞ্চি মনিটরের দাম কেমন?
২২ ইঞ্চি মনিটর বিডিতে মাত্র ৭,০০০ টাকায় পাওয়া যায়। এটি এইচডি রেজুলেশনের একটি মনিটর। ৭৫ হার্জ রিফ্রেশরেট, সামঞ্জস্য করার জন্য স্ট্যান্ড, ৯০ ডিগ্রী অনুভূমিক এবং ৬৫ ডিগ্রী উল্লম্ব দৃশ্য সহ বিভিন্ন বৈশিষ্ট্য আছে এই মনিটরে। মুলত ২২ ইঞ্চি মনিটরের দাম নির্ভর করে ব্র্যান্ড, মডেল, বিশেষত্বের উপর।
২২ ইঞ্চি মনিটরে কি কি সুবিধা পাওয়া যায়?
২২ ইঞ্চি মনিটরে কাজ করে বিভিন্ন রকমের সুবিধা পাওয়া যায়। সুস্বাস্থ্য থেকে শুরু করে স্বস্তি লাভ করা যায়। নিচে বিস্তারিত আলোচনার মাধ্যমে ২২ ইঞ্চি মনিটরের সুবিধা গুলো গ্রাহকদের উদ্দেশ্যে তুলে ধরা হলোঃ
১। স্বাস্থ্য সকল সুখের মূল এমন একটি প্রবাদ আছে বাংলাদেশে। বর্তমানে ২২ ইঞ্চি মনিটরে বড় ডিসপ্লে থাকে এবং চোখের ক্ষতি যাতে না হয় তাই বিভিন্ন প্রযুক্তি যুক্ত থাকে। এই প্রযুক্তি গুলো মনিটর হতে নির্গত ব্লু লাইটকে রোধ করে যা চোখকে সুস্থ রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানের ২২ ইঞ্চি মনিটর গুলো গ্রাহকগণ ব্যবহার করলে উপকৃত হতে পারবে।
২। প্রোগ্রামিং-এর জন্য ২২ ইঞ্চি মনিটর একটি আদর্শ মানের মনিটর। ছোট স্ক্রীনে প্রোগ্রামিং করার সময় কোডিং করতে অনেক বাধা বিপত্তিতে পড়তে হয়। কারণ মনিটর ছোট তাই কোড গুলো স্পষ্ট ভাবে দেখা যায় না এবং চোখের উপর অনেক প্রেসার পড়ে। কিন্তু ২২ ইঞ্চি মনিটর গুলো আকারে বড় তাই একাধিক ট্যাব মিনিমাইজ করেও ব্যবহার করা যায় খুব সহজেই। কোডিং-এর পাশাপাশি অন্য ট্যাবে এর আউটপুটও দেখা যায় যা খুবই জনক প্রোগ্রামারদের জন্য।
৩। গ্রাফিক্স ডিজাইনের যে কাজ গুলো আছে সেগুলো খুব নিখুঁত ভাবে করা যায় ২২ ইঞ্চি মনিটরের সাহায্যে। সঠিক ভাবে কালার তোলা এবং সেটিকে সাবজেক্ট বা অবজেক্টে বসানো খুবই জটিল একটি কাজ। আর এই জটিল কাজকে সহজ করতে সক্ষম ২২ ইঞ্চির বড় একটি মনিটর। স্ক্রীন সাইজ বড় থাকলে গ্রাফিক্স ডিজাইন করতে অনেক সুবিধা হয়। তাই গ্রাফিক্স ডিজাইনাররা ২২ ইঞ্চি মনিটরের ফায়দা উপভোগ করতে পারে খুব সহজেই।
৪। বাংলাদেশে এইচডি রেজুলেশন থেকে শুরু করে ৮কে রেজুলেশনের ২২ ইঞ্চি মনিটর পাওয়া যায়। ফলে বাজেট অনুযায়ী রেজুলেশন নির্বাচন করা যায় খুব সহজেই। প্রাণবন্ত ছবি এবং ভিডিও দেখা যায় ২২ ইঞ্চির মনিটর গুলোতে। বর্তমানে অনেক বর্ডারলেস ২২ ইঞ্চি মনিটর পাওয়া যায় বাংলাদেশের বাজারে। বর্ডার না থাকার কারণে ভিডিও এবং ছবিতে বাস্তবিক দৃশ্য দেখা যায়। সর্বশেষ প্রযুক্তির উন্নত মানের রেজুলেশনের ২২ ইঞ্চি মনিটর ব্যবহার করা গ্রাহকদের জন্য সবচেয়ে ভাল।
৫। বিভিন্ন পিডিএফ বা ই-বুক সহজেই পড়া যায় ২২ ইঞ্চি মনিটরের সাহায্যে। শিক্ষার্থীরা ২২ ইঞ্চি মনিটির দিয়ে অনেক উপকৃত হতে পারে। শুধু তাই নয় অনলাইন ক্লাস করতেও ২২ ইঞ্চি মনিটরে অনেক সুবিধা পাওয়া যায়। আর বিডিতে ২২ ইঞ্চি মনিটরের দাম তার কার্যকারিতা অনুযায়ী অনেক কম।
৬। মার্কেটপ্লেসের বিভিন্ন কাজ করার ক্ষেত্রে ২২ ইঞ্চি মনিটর গুলো সবচেয়ে বেশি উপযুক্ত কারণ এটির বড় স্ক্রীন যেকোনো কাজকে নির্ভুল ভাবে করতে সহায়তা প্রদান করে।
ফুল এইচডি রেজুলেশনের ২২ ইঞ্চি মনিটরের দাম কত?
বিডিতে ২২ ইঞ্চি মনিটরের ফুল এইচডি রেজুলেশনের দাম শুরু হয় মাত্র ৮,৯৯৯ টাকা থেকে। এই মনিটরে কোনো বর্ডার নেই। এটিতে ভিজিএ এবং এইচডিএমআই কানেক্টিভিটি আছে, ৬০ হার্জ রিফ্রেশরেট আছে এবং আরও অনেক বিশেষত্ব আছে। তাই বলা যায়, বাংলাদেশে অল্প টাকার মধ্যে ফুল এইচডি রেজুলেশনের ২২ ইঞ্চি মনিটর পাওয়া যায়।
কোন ব্র্যান্ডের ২২ ইঞ্চি মনিটর সবচেয়ে সেরা?
বর্তমানে ২২ ইঞ্চি মনিটর গুলোতে প্রত্যেকটি ব্র্যান্ড যুক্ত করছে নতুন নতুন প্রযুক্তি। সকল ব্র্যান্ড এদিক থেকে সবসময় সজাগ থাকছে। কয়েক দিন পর পর বিশ্ব বাজারে প্রকাশ করছে আধুনিক বিশেষত্বের ২২ ইঞ্চি মনিটর গুলো তাই নির্দিষ্ট করে বলা বলা কঠিন কোন ব্র্যান্ডের ২২ ইঞ্চি মনিটর সবচেয়ে সেরা। বাংলাদেশে এইচপি, ডেল, ইসোনিক, আসুস, এলজি, ফিলিপস, স্যামস্যাং, বেনকিউ, শাওমি, এমএসআই, ভিউসনিক সহ অন্যান্য চায়না ব্র্যান্ডের ২২ ইঞ্চি মনিটর পাওয়া যায় এবং এই প্রতিটা ব্র্যান্ডই নিজ নিজ বৈশিষ্ট্যের দিক থেকে ২২ ইঞ্চি মনিটরে যুক্ত করছে নতুন নতুন সুবিধা। তাই গ্রাহক যাচাই করে তার পছন্দ মতো মনিটর কিনতে পারেন।
২২ ইঞ্চি গেমিং মনিটর গুলো কি অনেক ব্যয়বহুল?
মাত্র ৯,১৫০ টাকা দিয়েই বিডিতে একটি ২২ ইঞ্চি গেমিং মনিটর কেনা সম্ভব। এটিতে ব্লু লাইট ফ্লিকার ফ্রি প্রযুক্তি আছে। সবসকমের পোর্ট আছে এই মনিটরে। গেমিং এর জন্য এই মনিটর খুবই চমৎকার হবে। তাই ২২ ইঞ্চি গেমিং মনিটর অনেক ব্যয়বহুল এটি বলা যাবে না। বরং বিডিতে ২২ ইঞ্চি গেমিং মনিটর গুলো অনেক সাশ্রয়ী।