সেলফি স্টিক কেনাকাটা
কোনো স্থানে ভ্রমনে গেলে বা সবাই মিলে একসাথে সেলফি তুলতে গেলে একটি সমস্যার সম্মুখীন সবাই হয় সেটি হলো ছবির ফ্রেম সাইজ। সেলফি তোলার সময়ে পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডের যতটুকু দৃশ্য দরকার সেটি স্পষ্ট ভাবে ফ্রেমে আসে না আবার একাধিক মানুষ একসাথে সেলফি তুলতে গেলেও সবাই এক ফ্রেমে আটে না। এই সমস্যাটির সমাধান হিসাবে ব্যবহার করা হয় সেলফি স্টিক। বিভিন্ন প্রযুক্তির সেলফি স্টিক পাওয়া যায় বাংলাদেশে খুব সস্তা দামে।
সেলফি স্টিক ব্যবহারে কি কি সুবিধা পাওয়া যায়?
বিভিন্ন রকমের সুবিধা পাওয়া যায় সেলফি স্টিক ব্যবহারের ফলে। সেলফি তোলার কাজকে আরও সহজ করতে সেলফি স্টিক নিম্নলিখিত সুবিধা গুলো প্রদান করবেঃ
১। সেলফি স্টিকের সাহায্যে সহজেই একসাথে অনেকজন এক ফ্রেমে থেকে সেলফি তুলতে পারে।
২। সেলফি স্টিকের সাহায্যে সেলফি তুললে ছবিতে নয়েজ কম হয় ফলে ছবি স্পষ্ট হয়।
৩। সেলফি স্টিক দিয়ে স্টিল ছবি তুললে ফ্রেম সাইজ সবদিক থেকে সমান থাকে।
৪। ভিডিও করার সময় অনেক ক্ষেত্রেই ক্যামেরা নড়ে গেলে ভিডিও স্পষ্ট ভাবে হয় না কিন্তু সেলফি স্টিকের সাহায্যে ভিডিও করলে ভিডিও ক্লিয়ার ভাবে রেকর্ডিং হয়।
৫। সেলফি স্টিকের সাহায্যে মাত্র একটি বোতাম চাপলেই ছবি বা ভিডিও হওয়া শুরু হয় যায়।
৬। ক্যামেরাকে সঠিক কোণে রাখতে সেলফি স্টিক বিশেষ সহযোগিতা করে।
৭। সেলফি স্টিক ব্যবহার করলে আলাদা করে কাওকে বলতে হয় না ছবি তুলে দেয়ার কথা।
৮। হাত থেকে মোবাইল পড়ে যায় অনেক সময় সেলফি তোলার সময়ে এর ফলে মোবাইল ভেঙে যায় কিন্তু সেলফি স্টিক মোবাইলকে আকড়ে ধরে রাখে বিধায় মোবাইল পড়ে যাওয়া থেকে রেহাই পায়।
৯। বিভিন্ন রকমের অ্যাকশন শট নেয়ার ক্ষেত্রে সেলফি স্টিক বেশি উপযোগী।
বাংলাদেশে সেলফি স্টিকের দাম কত?
বাংলাদেশে সেলফি স্টিকের দাম শুরু হয় মাত্র ৪৪৯ টাকা থেকে। এটি একটি ব্লুটুথ সমর্থিত সেলফি স্টিক। এটিতে একটি রিমোট আছে যা ১০ মিটারের দূরত্ব থেকে একটি বোতাম চাপলেই ছবি তুলতে বা ভিডিও করতে শুরু হয়ে যায়। এটি ছাড়াও রয়েছে বাংলাদেশে বিভিন্ন রকমের সেলফি স্টিক।
সেলফি স্টিক কেনার আগে কি কি জানা উচিৎ?
বিভিন্ন রকমের সেলফি স্টিক বাংলাদেশের বাজারে রয়েছে। এই সেলফি স্টিক গুলোর সম্পর্কে গ্রাহকদের সঠিক তথ্য জানা না থাকার কারণে সঠিক সেলফি স্টিক অনেকেই কিনতে পারেন না। তাই সেলফি স্টিক কেনার আগে নিম্নলিখিত বিষয়গুলো জানতে হবেঃ
আকার-আকৃতিঃ
সেলফি স্টিক কেনার আগে অবশ্যই এটির আকার-আকৃতি সম্পর্কে জেনে নিতে হবে। এটির উচ্চতা কত ইঞ্চি বা ফুট পর্যন্ত সেটি দেখতে হবে। যে ধরণের, যে স্থানের ছবি অথবা ভিডিও করতে চাইছেন সে ধরণের ছবি অথবা ভিডিও করতে পারবে কি না পছন্দের সেলফি স্টিক সেটি যাচাই করে নিতে হবে।
প্রযুক্তিঃ
সেলফি স্টিকে কি কি প্রযুক্তি হলে ভাল মানের ছবি বা ভিডিও ধারণ করতে পারবেন সেটি জেনে নিন কেননা কয়েকজন মিলে স্টিল ছবি ফুল সাইজ ফ্রেমে তুলতে চাইলে সেলফি স্টিকে অবশ্যই ব্লুটুথ প্রযুক্তি থাকতে হবে। ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে একটু দূর থেকে রিমোটের বোতাম চাপলেই ছবি তোলা হয়ে যাবে। বাংলাদেশে ব্লুটুথ সেলফি স্টিক অনেক কম দামে পাওয়া যায়।
গিম্বেলঃ
অনেএরই রয়েছে ব্লগ করার শখ। এক্ষেত্রে ভিডিও করতে হলে বিভিন্ন সমস্যাতে পড়তে হয় সেটি হলো ঝাঁকুনি। অনেক সময় গাড়িতে অথবা কোনো রাইডে চড়ার সময়ে ভিডিও করলে ভিডিওতে প্রচুর শেকিং হয়। তাই সেলফি স্টিকে যদি গিম্বেল লাগানো থাকে তাহলে অনেক ঝাঁকুনি হলেও ভিডিওতে শেকিং বুঝা যায় না। ভিডিও থাকে স্টিল। তাই সেলফি স্টিকে গিম্বেল আছে কি না এটি দেখে নিন। বাংলাদেশে গিম্বেল সেলফি স্টিক পাওয়া যায়।
ট্রাইপডঃ
সেলফি স্টিক যদি মাটিতে রেখে ছবি বা ভিডিও করতে চান তাহলে অবশ্যই দেখতে হবে সেলফি স্টিকে ট্রাইপড আছে কি না। ট্রাইপডের সাহায্যে সেলফি স্টিককে মাটিতে বা রাস্তায় রাখা যায়। তাই ট্রাইপড আছে এমন সেলফি স্টিক কিনুন। বাংলাদেশের বাজারে কম টাকার মধ্যে ভাল মানের ট্রাইপড সেলফি স্টিক পাওয়া যায়।
ঘূর্ণনযোগ্যতাঃ
সেলফি স্টিকের সাহায্যে বিভিন্ন কোণে ছবি বা ভিডিও ধারণ করার জন্য গঘূর্ণনযোগ্য সেলফি স্টিক কেনা ভাল। এই সেলফি স্টিক গুলো দিয়ে খুব সহজেই বিভিন্ন কোণে ছবি বা ভিডিও ধারণ করা যায়। তাই এরকম ছবি বা ভিডিও ধারণ করার ক্ষেত্রে অবশ্যই সেলফি স্টিকটির ঘূর্ণনযোগ্যতা কেমন সেটি দেখে নিতে হবে। বাংলাদেশে ৩৬০ ডিগ্রী ঘূর্ণনযোগ্য অনেক সেলফি স্টিক পাওয়া যায় যার দাম অনেক সস্তা।
সেলফি স্টিকের সাথে মোবাইলের সংযোগ কীভাবে করব?
সাধারণ সেলফি স্টিকঃ সাধারণ সেলফি স্টিক গুলো মোবাইলের সাথে সেলফি স্টিকের সংযোগ করাতে ছোট তার যুক্ত করে। এই তারে একটি জ্যাক থাকে যা মোবাইলের সাথে সেলফি স্টিকের সংযোগ করায়।
ব্লুটুথ সেলফি স্টিকঃ ব্লুটুথ সেলফি স্টিক সম্পূর্ণ তার বিহীন সেলফি স্টিক। এটির সাথে মোবাইলের সংযোগ করাতে চাইলে মোবাইলে থাকা ব্লুটুথ অপশন চালু করে ব্লুটুথ সেলফি স্টিকের পাওয়ার অন করে মোবাইলের সাথে পেয়ার করে নিতে হবে তাহলেই মোবাইলের সাথে ব্লুটুথ সেলফি স্টিকের সংযোগ হয়ে যাবে।