মোবাইল কেনাকাটা
শাওমি বিশ্ব বাজার দখল করেছে এবং চীনের বৃহত্তম স্মার্টফোন কোম্পানিতে পরিণত হয়েছে। এখন শাওমি মোবাইল বাংলাদেশের বাজেট ক্রেতাদের কাছে এর সাশ্রয়ী মূল্যের জন্য খুবই জনপ্রিয় ব্র্যান্ড কারন এতে মানসম্পন্ন ফোনের বৈশিষ্ট্য রয়েছে।
শাওমি মোবাইলের দাম কত?
শাওমি মোবাইলের দাম ৩,০০০ টাকা থেকে শুরু এবং এটি দিয়ে পরিষ্কার করে কথা বলা যায় এবং মসৃণভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়। আর কম দামের কারনে দেশের সবজায়গায় এর চাহিদা অনেক। তবে বাংলাদেশে নতুন মডেলের শাওমি মোবাইলের দাম ১৫০০০ টাকা থেকে শুরু এবং সাথে থাকবে দীর্ঘ ব্যটারি লাইফ ও উন্নতমানের ডিসপ্লে।
কেন শাওমি মোবাইল ভাল?
শাওমি মোবাইল বাংলাদেশে ব্যবহৃত একটি জনপ্রিয় ব্র্যান্ড। শুধু বাংলাদেশেই নয় পৃথিবির অনেক দেশেও শাওমি ব্র্যান্ড তার স্মার্টফোনের বিশেষত্ব ও কম দামের জন্য ব্যপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। নিচে শাওমির স্মার্টফোন গুলোর কিছু বিশেষত্ব তুলে ধরা হলোঃ
- শাওমি মোবাইলের প্রধান বৈশিষ্ট হল দীর্ঘ ব্যটারি লাইফ। এক চার্জেই এটি অনেকদিন চলতে পারে যা বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য অনেক ভাল। সাথে শাওমি মোবাইল গুলোতে ব্যাটারি সেভিং নামে একটি অপশন আছে যা অন করলে খুব চমৎকার ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। উদাহরণ দিয়ে বলা যায় যদি শাওমি ব্র্যান্ডের কোনো মোবাইলে ৪০০০ মিলি এম্পিয়ারের কোনো ব্যাটারি থাকে এবং সেটি ২ দিন চলতে সক্ষম হয় আর পাশাপাশি যদি ব্যাটারি সেভিং মোড চালু করা হয় তবে ব্যবহারকারী আরও ১ দিনের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে।
- ক্যামেরার দিক থেকে শাওমি ব্র্যান্ডের মোবাইলগুলো সবথেকে বেশি জনপ্রিয়তা লাভ করেছে খুব অল্প সময়ে। নতুন অনেক আধুনিক ফিচার যেমন, প্যানারোমা, পোট্রেইট, ইফেক্ট, এইডিআর, স্লোমো ভিডিওসহ অনেককিছু যুক্ত করে আসছে শাওমি ব্রান্ড তার স্মার্টফোনগুলোতে অনেক বছর আগে থেকেই। এছাড়াও যেকোনো ছবি বা ভিডিও প্রফেশনাল লেভেলে এডিট করা যায় খুব সহজেই। ক্যামেরার দিক থেকে শাওমি ব্যান্ডের মোবাইলগুলি বাংলাদেশের মানুষের কাছে অন্যান্য অ্যান্ড্রয়েড মোবাইলের তুলনায় বেশ প্রিয়।
- কাস্টিং টুলের সাথে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি পরিচিত হয়েছে শাওমি ব্যান্ডের মোবাইলফোন গুলো থেকেই। শাওমির স্মার্টফোনগুলোতে এই কাস্টিং টুল থাকায় কোনো প্রেজেন্টেশন, ছবি বা ভিডিও অন্য কোন ডিভাইসে খুব সহজেই দেখা যায় বলে শাওমি স্মার্টফোন বাংলাদেশের চাহিদার তালিকায় শীর্ষে একটি ব্র্যান্ড।
- স্ক্যানার প্রযুক্তির সাথে শাওমি তার মোবাইলগুলোতে কিছু নতুন বৈশিষ্ট্য যুক্ত করেছে। শুধুমাত্র বারকোড নয় বরং শাওমি ব্র্যান্ডের নতুন মোবাইল গুলো দিয়ে যেকোনো হাতের লেখাকে বুঝতে সহযোগিতা করে। প্রয়োজনীয় সকল অস্পষ্ট লেখা গুলো শাওমির নতুন প্রজন্মের মোবাইল বলে দিবে নির্ভুল ভাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্ক্যানিং জন্য বাংলাদেশে চলমান শাওমির কোনো মডেলেই থার্ডপার্টি স্ক্যানিং সফটওয়্যারের দরকার হয় না।
- বাংলাদেশে মধ্য বাজেটের ফোনগুলোর মধ্যে নিরাপত্তার দিক থেকে শাওমি ব্রান্ডের মোবাইলগুলো ভালো সিকিউরিটি প্রদান করে। শাওমির ফোন হারিয়ে গেলে দ্রুত খুঁজে পাওয়া যায় এবং দ্রুরবর্তী স্থান থেকে লক করে দেয়ার সুবিধা থাকছে। আর থাকছে নিয়মিত সিকিউরিটি আপডেট।
- শাওমির সকল মোবাইলে রয়েছে সেকেন্ড স্পেস নামে একটি বৈশিষ্ট্য। একটি মোবাইল যদি একাধিক জন ব্যবহার করে সে ক্ষেত্রে সেকেন্ড স্পেস মোড বেশি উপযোগী। সেকেন্ড স্পেসের সাহায্যে আলাদা করে আরও ইউজার তৈরি করা যায় ফলে প্রতিটি ইউজারের তথ্য আলাদা আলাদা থাকবে।
- শাওমির প্রতিটি স্মার্টফোনে আছে ডুয়াল মোড যা একটি ভাল প্রযুক্তি। বিভিন্ন সময়ে একটি অ্যাপে অনেক গুলো কাজ করতে হয় কিন্তু শাওমির ডুয়াল মোডের সাহায্যে একটি অ্যাপসকে দুইট অ্যাপসে রূপান্তর করা যায়। ফলে একাধিক কাজ একটি অ্যাপসের ২-টি কপির সাহায্যে সহজেই করা যায়।
বাংলাদেশে শাওমি মোবাইলের কয়টি সিরিজ রয়েছে?
এমআই সিরিজঃ শাওমি স্মার্ট ফোনের মূল ব্র্যান্ড যাকে মি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই সিরিজটি উন্নত মানের বডি, দুর্দান্ত ক্যামেরা, দ্রুত সফ্টওয়্যার আপডেট এবং আরও ভাল গেমিং হার্ডওয়্যার সহ আসে।
রেডমি সিরিজঃ শাওমির আলাদা একটি সাব ব্র্যান্ড হল রেডমি। রেডমি মোবাইল শাওমির চেয়ে আরও কম দামে বাজার জাত করে থাকে। রেডমি শাওমির ইউজার ইন্টারফেস এমআইইউআই অ্যান্ড্রয়েড ব্যবহার করে। রেডমি মোবাইল এমআই এর চেয়ে কম ব্যয়বহুল হার্ডওয়্যার ব্যবহার করে থাকে।
- রেডমিঃ রেডমি সিরিজের ফোনগুলো কমদামের ফোন হিসেবে এশিয়া মহাদেশে জনপ্রিতা পেয়েছে। রিজিওনাল ভিত্তিতে, রেডমি সিরিজের ফোনগুলো ইন্ডিয়া, চায়না, জাপান, এবং গ্লোবাল এই চার ধরনে একই মডেলের ফোনের কিছু ভিন্নতা দেখা যায়। অনেক সময় একই মডেলের ফোনর নামকরনেও ভিন্নতা দেখা যায়। বাংলাদেশে কমদামে হাই-কনফিগারেশনের ফোন হিসেবে রেডমি সিরিজের ফোন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
- রেডমি নোটঃ রেডমি ফোনের মধ্যে রেডমি নোট সিরিজের ফোন সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে। রেডমি নোট সিরিজের ফোনগুলো লো-রেঞ্জ বাজেট থেকে মিড-রেঞ্জ বাজেটের হয়ে থাকে। এই সিরিজের ফোনের ক্যামেরা কোয়ালিটি, ডিসপ্লে কোয়ালিটি, চার্জিং ব্যাকআপ, এবং অন্যান্য প্রযুক্তিগত বৈশিষ্ট্যগুলো হাই-রেঞ্জ বাজেটের ফোনের সাথে প্রতিযোগিতা করার মত হয়ে থাকে।
- রেডমি এঃ রেডমি ফোনের মধ্যে সবচেয়ে কমদামের ও লো-কনফিগারেশন ফোন হল রেডমি এ সিরিজের ফোন। রেডমি এ সিরিজের সর্বমোট ৪টি মডেলের ফোন এই পর্যন্ত বাজারজাত করা হয়েছে। শাওমি নোট সিরিজের মোবাইলে অনেক সুবিধা রয়েছে কিন্তু বাংলাদেশে দাম বেশি নয়। যে কেউ কমপক্ষে ৪০,০০০ টাকার মধ্যে উন্নত ফিচারযুক্ত শাওমি নোট সিরিজের মোবাইল সংগ্রহ করতে পারবেন।
- রেডমি কেঃ রেডমি ফোনের মধ্যে সবচেয়ে হাই-কনফিগারেশনের ফোন হলো রেডমি কে সিরিজের ফোন। রেডমি কে সিরিজ ফোনগুলোর দামও তুলনামূলক বেশি হয়ে থাকে। রেডমি কে সিরিজ ফোনগুলোর ডিজাইন তুলনামূলক আকর্ষণীয় হয়ে থাকে।
রেডমি সিরিজের মোবাইলের দাম কত?
বাংলাদেশে রেডমি মোবাইলের দাম সাধারণত সিরিজের মডেল, স্পেসিফিকেশন এবং কান্ট্রি ভ্যারিয়েন্টের উপর নির্ভর করে পরিবর্তিত হয়ে থাকে। তবে বাংলাদেশের বাজারে শাওমি রেডমি সিরিজের মোবাইল সাশ্রয়ী দামে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে রেডমি মোবাইলের দাম ১০,০০০ টাকা থেকে শুরু যা ৬.৫২ ইঞ্চির আইপিএস এলইডি ডিসপ্লে, ২/৩২ জিবি ভ্যারিয়েন্টের র্যাম, রোম এবং ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। এছাড়াও, আন অফিসিয়াল লেটেস্ট রেডমি মোবাইল পাওয়া যায় যার দাম রেডমি অফিসিয়াল মোবাইলের তুলনায় ২০% কম হয়ে থাকে। পাশপাশি, বাংলাদেশে পুরাতন কন্ডিশনের জনপ্রিয় মডেলের রেডমি মোবাইল পাওয়া যায়, যার দাম তুলনামূলক ভাবে অনেক কম হয়ে থাকে।
শাওমি এমআই সিরিজের মোবাইলের দাম কত?
বাংলাদেশে শাওমি এমআই সিরিজের মোবাইল সাধারণত নতুন এবং পুরাতন উভয় কন্ডিশনে পাওয়া যায়। বর্তমানে বাংলাদেশে এমআই মোবাইলের দাম ৩,৪০০ টাকা থেকে শুরু যা পুরাতন কন্ডিশনের হয়ে থাকে। এই কন্ডিশনের এমআই সিরিজের মোবাইল দিয়ে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারসহ প্রায় সকল ধরনের কাজ করা যায়। এছাড়াও বাংলাদেশে লেটেস্ট এমআই মোবাইলের দাম ১৩,০০০ টাকা থেকে শুরু যা ২/১৬ জিবি র্যাম, রোম, কোয়ালকম এমএসএম৮৯৪০ স্ন্যাপড্রাগন৪৩৫ প্রসেসর এবং ৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। পাশাপাশি আরও উন্নত প্রসেসর, ক্যামেরা এবং ভিন্ন ভিন্ন ভ্যারিয়েন্টের র্যাম, রোমের সমন্বয়ে বাংলাদেশে এমআই সিরিজের নতুন মডেলের মোবাইল পাওয়া যায়।