bdstall.com

সিম্ফনি মোবাইলের দাম

আইটেম ১-২৫ এর ২৫

মোবাইল কেনাকাটা

সিম্ফনি বাংলাদেশের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান যেটি এডিসন গ্রুপের হাত ধরে ২০০৮ সালে যাত্রা শুরু করে। সিম্ফনি শুরু থেকেই মোবাইল ফোন ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ভিত্তিক ট্যাবলেট এবং ট্যাব বাজারজাত করে আসছেন। যাত্রার লগ্নে সিম্ফনি শুধু ফিচার ফোন দিয়ে যাত্রা শুরু করে। পরবর্তীতে সিম্ফনি ২০১২ সালে বাংলাদেশের মানুষের চাহিদা, মান ও দামের সমন্নয়ে এমন এমন সব স্মার্টফোন বাজারে নিয়ে আসতে থাকলো যে মাত্র কিছুদিনের ব্যবধানেই বাংলাদেশের সবচেয়ে একটি জনপ্রিয় মোবাইল ফোন ব্রান্ডে পরিণত হয়।

সিম্ফনি বাংলাদেশের জনপ্রিয়তার একটা বড় কারণ ছিল তারা খুবই সাশ্রয়ী মূল্যের মধ্যে স্মার্টফোনগুলো নিয়ে আসছিল এবং বেশিরভাগ ফোনগুলোর বাজেট ছিল ৩০০০-১৫০০০ টাকার মধ্যে। ২০১৫ সালের পর সিম্ফনি কিছুটা উচ্চ বাজেট ও উচ্চ গুণগত মানের ফোন বাজারে নিয়ে আসলো যেগুলোর মধ্যে সিম্ফনি জেড সিরিজ ও পি সিরিজ দারুনভাবে জনপ্রিয় হয়েছিল।

সিম্ফনি দীর্ঘদিন ধরে চায়না ফোন তৈরি করে বাংলাদেশে আমদামি করে আসছিল। ২০১৮ সালে সিম্ফনি প্রতিষ্ঠার প্রায় দশ বছর পর বাংলাদেশে তাদের সিম্ফনির নিজস্ব কারখানা স্থাপন করে। বর্তমানে সিম্ফনি আর চিন থেকে সরাসরি ফোন আমদানি করে না। সিম্ফনি এখন ফোনের বিভিন্ন অংশ আমদানি করে এনে তা বাংলাদেশে সংযোজিত করে বাংলাদেশের বাজারেই বিক্রি করে থাকে।